IPL 2023: কে হবেন ধোনির উত্তরসূরি? অধিনায়কত্ব প্রশ্নে বড় তথ্য জানালো চেন্নাই সুপার কিংস !! 1

IPL 2023: আগামী ৩১শে মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। কয়েকদিন আগেই ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতার ক্রীড়াসূচী। ২০০৮ সালে পথচলা শুরু করে ২০২৩-এ ষোড়শ মরসুমে পা দিতে চলেছে আইপিএল।

বিশ্বের জনপ্রিয়তম টি-২০ লীগ শুধু নয়, ক্রিকেট খেলার প্রতি ক্রীড়াবিশ্বের দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে এই টুর্নামেন্ট। বিনোদনের মোড়কে মুড়ে ক্রিকেটকে আমজনতার ড্রয়িংরুমে হাজির করেছে আইপিএল। যে ক্রিকেটারদের এককালে দূর গ্রহের প্রাণী বলে মনে হত, তাঁরাই এখন হয়ে উঠেছেন ঘরের ছেলে। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) জন্ম ঝাড়খণ্ডে, বিরাট কোহলি (Virat Kohli) বেড়ে উঠেছেন দিল্লীতে। তবুও তাঁদের নিজের বলে মেনে নিয়েছেন চেন্নাই বা বেঙ্গালুরুর জনতা। দুই মাসব্যপী ক্রিকেট উৎসবে সামিল হতে মুখিয়ে থাকেন গোটা বিশ্বের ক্রিকেট অনুরাগীরা। এবারও তার ব্যতিক্রম ঘটার কোনো সম্ভাবনা নেই।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

গত ২৩ শে ডিসেম্বর ‘মিনি’ নিলামের মাধ্যমে এই ক্রিকেট উৎসবের দিন গোনা শুরু হয়েছিলো। আর মার্চের শেষে ঢাকে কাঠি পড়তে চলেছে। চেন্নাই সুপার কিংস (CSK) ফ্যানেদের কাছে অম্লমধুর হতে চলেছে এই বছরের আইপিএল অভিজ্ঞতা। ১৫ বছর আগে যে অধিনায়কের হাত ধরে পথচলা শুরু হয়েছে তাঁদের প্রিয় দলের, সেই মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) সিএসকে ড্রেসিংরুমকে বিদায় জানাতে পারেন এই বার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। এবার সরতে পারেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়া থেকেও। মরসুম শেষের আগেই নয়া অধিনায়ককে দায়িত্ব বুঝিয়ে ক্রিকেটজীবনে ইতি টানতে পারেন তিনি। কে হবেন নয়া অধিনায়ক? চেন্নাই কর্মকর্তাদের কথায় শুরু হয়েছে জল্পনা।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

এখনও ধোনি ম্যানিয়ায় মজে রয়েছে চেন্নাই-

MS Dhoni | IPL | image: Twitter
MS Dhoni can hang up the boots after IPL 2023

২০১৬ এবং ২০১৭ সালে নির্বাসিত হয়েছিলো চেন্নাই সুপার কিংস (CSK)। এই দুই বছর বাদ দিলে ১৩ মরসুম প্রতিযোগিতায় অংশ নিয়েছে তারা। প্রতি মরসুমের নেতা হিসেবে মাঠে নেমেছেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম আইপিএলের নিলামে ৬ কোটি টাকার বিনিময়ে ধোনিকে (MS Dhoni) দলে নিয়েছিলেন চেন্নাই কর্তারা। তৎকালীন সময়ে সর্বোচ্চ মূল্য ছিলো তা। সেই যে চেন্নাইয়ের হলুদ জার্সির সাথে ধোনির সম্পর্ক তৈরি হয়, আজ দের দশক কেটে গেলেও মজবুত রয়েছে তা। চেন্নাই আপন করে নিয়েছে ঝাড়খণ্ডের ‘মাহি’কে। ভালোবেসে ডেকেছে ‘থালা’ বা বড় দাদা নামে।

চেন্নাইকে আপন করে নিয়েছেন ধোনিও (MS Dhoni)। সর্বসমক্ষেই দক্ষিণের শহরকে দিয়েছেন দ্বিতীয় ঘরের মর্যাদা। কোভিডের কারণে গত কয়েক বছর অনেক বাধাবিপত্তির মধ্যে পড়তে হয়েছে আইপিএল’কে। অনেক বিধিনিষেধে মুড়ে নির্দিষ্ট কিছু মাঠের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে খেলা। কখনো দেশ চেড়ে পাড়ি জমাতে হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ব্যাট-গ্লাভস একবারে তুলে রাখার আগে প্রিয় চেন্নাই জনতার কাছ থেকে বিদায় নিতে চেয়েছিলেন ধোনি। সেই কারণেই গত মরসুমে ইয়ান বিশপ (Ian Bishop) যখন তাঁকে জিজ্ঞাসা করেন ২০২৩-এ মাঠে তাঁকে দেখা যাবে কিনা, স্মিত হেসে প্রত্যয়ের সাথে তিনি জবাব দিয়েছিলেন, “অবশ্যই।”

এবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ফিরছে আইপিএল। ফিরছেন ধোনিও (MS Dhoni)। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। ব্যাট হাতে তাঁর ছক্কা মারার ভিডিও বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ৪১ বর্ষীয় ধোনির তাহলে এটাই শেষ বছর? চলছে গুঞ্জন। তবে তাঁকে নিয়ে আকুলতায় যে এখনো ভাটা পড়ে নি বোঝা যাচ্ছে রোজই। প্রিয় ‘থালা’র অনুশীলন দেখতে ভীড় জমাচ্ছে চেন্নাই জনতা। ‘ধোনি’, ‘ধোনি’ চিৎকারে কেঁপে উঠছে মাঠ।

পরবর্তী অধিনায়ক বাছবেন ধোনি নিজেই-

MS Dhoni | IPL | image: Twitter
Ben Stokes is the frontrunner to replace MS Dhoni as CSK captain

খেলোয়াড় হিসেবে এই বারই যে ইতি টানতে চান তিনি, তা সরাকারীভাবে না জানালেও আকারে ইঙ্গিতে বুঝিয়েছেন ধোনি (MS Dhoni)। আসন্ন বিয়োগ ব্যথার জন্য নিজেদের প্রস্তুত করতেও শুরু করে দিয়েছে চেন্নাই (CSK) ভক্তরা। কেবল চেন্নাই নয়, ভারাক্রান্ত সকল ক্রিকেট অনুরাগীর মন। শোনা যাচ্ছে সুপার কিংসরা যদি প্লে-অফে না ওঠে, তাহলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে চেন্নাইয়ের শেষ হোম ম্যাচটিই হতে পারে ধোনির বিদায়ের মঞ্চ। ‘মাহি’র পর কে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে চিপক স্টেডিয়ামের বাতাসে গত বছর রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক বাছা হয়েছিলো। কিন্তু মাত্র ৮ ম্যাচ পরেই দায়িত্ব ফের নিজের হাতে নিতে হয় ধোনিকে। তাই এবার তাঁর উত্তরসূরি বাছতে গিয়ে সাবধানী চেন্নাই কর্মকর্তারা।

পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন বেন স্টোকস (Ben Stokes)। ইংল্যান্ডের মহাতারকাকে গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়া ‘মিনি’ নিলাম থেকে ১৬ কোটি ২৫ লাখ টাকার বিনিময়ে দলে সামিল করেছে চেন্নাই। অলরাউন্ডার স্টোকস ইংল্যান্ডকে একটি একদিনের বিশ্বকাপ এবং একটি টি-২০ বিশ্বকাপ জিতিয়েছেন। বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেটার স্টোকসের (Ben Stokes) নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে যথেষ্ট। ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব পেয়ে তিনি দলের মধ্যে নিয়ে এসেছেন আগ্রাসন। যা তাদের পারফর্ম্যান্সের ভোল পালটে দিয়েছে। সব দিক থেকে তাঁকেই যোগ্য মনে করা হচ্ছে। পাশাপাশি চেন্নাই  (CSK) ভক্তদের সমর্থনও রয়েছে স্টোকসের সাথে। অনুশীলনে ধোনি’র পরেই যাঁর নাম সবচেয়ে বেশীবার উচ্চারিত হচ্ছে তিনি ইংল্যান্ডের স্টোকস’ই।

তবে পরবর্তী অধিনায়ক বাছার ক্ষেত্রে ধোনির মতামতকেই গুরুত্ব দিতে চাইছে চেন্নাই কর্তৃপক্ষ। সম্ভবত নিজের উত্তরসূরি নিজেই বেছে নিতে চলেছেন তিনি। সিএসকে’এ এক কর্মকর্তার বয়ান অনুযায়ী, “যা সিদ্ধান্ত নেওয়ার ধোনিই নেবে। আমরা ওর ওপরেই ছেড়ে দিয়েছি দায়িত্ব। ধোনি যেমন দল চায় তেমন দল গড়ে দেওয়া অবধিই আমাদের দায়িত্ব থাকে। আমরা পরিকল্পনা মাফিক এগোনো পছন্দ করি। ২ মার্চ আমাদের প্রস্তুতি শিবির শুরু হয়েছে আর যাবতীয় পরিকল্পনাও শুরু হয়ে গিয়েছে তখন থেকেই।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *