IPL 2023: গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়েই পথচলা শুরু করেছিলো আইপিএলের ষোড়শ মরসুম। আজ ৫৪ দিন পর লড়াইয়ের ময়দানে মুখোমুখি দুই শিবির। লীগ পর্বে নয়, বরং প্লে-অফ পর্যায়ে সম্মুখ সময়ে হার্দিক পান্ডিয়া এবং মহেন্দ্র সিং ধোনির দল। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লীগ অংশ শেষ করেছে গুজরাত টাইটান্স। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট সঙ্গে করে ঠিক তাদের নীচেই রয়েছে চেন্নাই সুপার কিংস। এক বনাম দুইয়ের লড়াই আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। আজ জিতলে সরাসরি ফাইনালের টিকিট পাওয়া যাবে। আর হারলে অপেক্ষা করতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের। লক্ষ্ণৌ বনাম মুম্বই ম্যাচের বিজয়ী দলের মহড়া নিতে হবে তখন। অনিশ্চয়তার অন্ধকার গলি নয় বরং জয়ের সুরক্ষিত রাস্তাই বাছতে বদ্ধপরিকর দুই পক্ষ।
চিপক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক পান্ডিয়া। গত কয়েক ম্যাচে চিপকে দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে বোলিং চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, তাই প্রথমে বল করে নিতে চাইছেন গুজরাত টাইটান্স অধিনায়ক। প্লে-অফের প্রথম ম্যাচে নিজেদের হোম ফ্যানদের সামনে খেলার সুযোগ পাচ্ছে চেন্নাই। তাই বাড়তি মোটিভেশন নিয়ে মাঠে নেমেছে তারা। গোটা মরসুম জুড়েই সুপার কিংসদের শুরুটা ‘সুপার’ করার দায়িত্ব সামলে এসেছেন ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে। আজকেও অন্যথা হলো না তার। ওপেনিং জুটিতে উঠতে দেখা গেলো ৮৭ রান। শুরুটা রোজের মতই ধুন্ধুমার করলেন ঋতুরাজ এবং অপরপ্রান্ত থেকে সহায়তা যুগিয়ে গেলেন কনওয়ে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
ওপেনিং জুটি ভাঙার পর বরং চাপে পরে গিয়েছিলো চেন্নাই দল। আজ রান এলো না শিবম দুবের ব্যাটে। গুজরাত টাইটান্সের স্পিনারদের মোকাবিলা করার জন্য তাঁকেই তিন নম্বরে পাঠানো হয়েছিলো আজ। কিন্তু নূর আহমেদের বলে উইকেট খোয়ালেন তিনি। পাশাপাশি বড় রান পেলেন না অজিঙ্কা রাহানেও। শুরুটা ভালো করেও দর্শন নলকাণ্ডের শিকার হলেন তিনি। এরপর শামির বলে ফেলেন কনওয়েও। চেন্নাই সুপার কিংসের দুই ওপেনারের দাপটে শুরুর ওভারগুলোয় খানিক পিছিয়ে পড়লেও খেলা যত এগোলো, ম্যাচে ততই জাঁকিয়ে বসলেন গুজরাত টাইটান্স বোলাররা। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ১৭২/৭ রান করলো চেন্নাই সুপার কিংস।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
ওপেনিং জুটি ভাঙতেই অস্তাচলে সুপার কিংস-

আজকের মহা গুরুত্বপূর্ণ প্লে-অফ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং বিশ্লেষণ করতে বসলে একে ‘আ টেল অফ টু হাভস’ অনায়াসে বলে দেওয়া যায়। ১০.৩ ওভার পর্যন্ত সময়কালকে একটি অর্ধে ভাগ করা যায়। আর বাকি ৫৭ বলকে ভাগ করা যায় অন্য একটি অর্ধে। প্রথম ৬৩ বলে ছড়ি ঘোরাতে দেখা গেলো চেন্নাই সুপার কিংসকে। আর বাকিটা দখলে থাকলো গুজরাতের। ঘরের মাঠে খেলা। গ্যালারির দখল যে চেন্নাইয়ের থাকবে তা যে কেউ অনায়াসে অনুমান করতে পারতেন। বাস্তবে দেখাও গেলো সেটাই। চিপক জুড়ে আজ হলুদ সুনামি। গ্যালারি ভরা সমর্থকের মাঝে রানের ঢেউ উঠতে দেখা গেলো ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে। চেন্নাই ইনিংসকে দারুণভাবে সূচনা করেন তিনিই।
এর আগে চেন্নাই জার্সিতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩টি ম্যাচ খেলেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। সেই তিন ম্যাচে তাঁর মোট রান ছিলো ২১৮। এর মধ্যে ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে তিনি করেছিলেন ৯২ রান। হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে নিজের দাপুটে প্রদর্শন ধরে রাখলেন আজও। ঝকঝকে অর্ধশতরান এলো তাঁর ব্যাট থেকে। আজ অবশ্য ভাগ্যেরও সহায়তা পেলেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারেই দর্শন নলকাণ্ডের স্লো বলের লেন্থ বুঝতে পারেন নি তিনি। বল আলতো করে ব্যাট স্পর্শ করে জমা পড়েছিলো শুভমান গিলের হাতে। কিন্তু দেখা যায় নো বল করেছেন নলকান্ডে। ফলস্বরূপ যে ফ্রি হিট পেলেন ঋতুরাজ, তাতে ছক্কা মেরেই আজ ব্যাটিং বিক্রমের শুরুটা করেন তিনি। ৭টি চার এবং ২ছক্কা হাঁকিয়ে ৪৪ বলে ৬০ রান করেন ঋতুরাজ।
১০.৩ ওভারে মোহিত শর্মার বলে ৮৭ রানের ওপেনিং জুটি ভাঙতেই অবশ্য ঘুরে গেলো খেলা। স্পিনের বিরুদ্ধে বড় শট মারার অভিপ্রায় নিয়ে মাঠে নেমেছিলেন শিবম দুবে। কিন্তু তাঁকে ১ রানের মাথায় বোল্ড করেন নূর আহমেদ। অজিঙ্কা রাহানে ঝড় তোলার চেষ্টা করলেন। কিনতি ১০ বলে ১৭ রান করে দর্শন নলকান্ডের বলে ক্যাচ দিয়ে বসলেন পয়েন্টে দাঁড়ানো শুভমান গিলের হাতে। ডেভন কনওয়ের (৪০) উইকেট তুলে নিয়ে বেগুনি টুপির দৌড়ে এগিয়ে গিয়েছিলেন শামি। হজম হয় নি রশিদ খানের। অম্বাতি রায়ডুকে (১৭) ফিরিয়ে সমতা ফেরান তিনি। পরে জাদেজাকে আউট করে অবশ্য এগিয়ে গেলেন শামি।
ভক্তদের প্রত্যাশা মেটাতে ব্যর্থ ধোনিও-

চিপকের গ্যালারিতে আজ ম্যাচ শুরু থেকে কান পাতলে শোনা যাচ্ছিলো একটাই কথা। প্রিয় ‘থালা’ অর্থাৎ মহেন্দ্র সিং ধোনিকে ব্যাট হাতে দেখতে চান দর্শকেরা। শোনা যাচ্ছে বছর ৪১ এর ধোনি এই মরসুমের পরেই অবসর নিতে পারেন আইপিএল থেকে। যদি তাই হয় তাহলে চিপকের মাঠে এটাই তাঁর শেষ ম্যাচ। এই মাঠের সাথে বহু স্মৃতি জড়িয়ে তাঁর। আর ধোনির সাথে বহু স্মৃতি জড়িয়ে এই মাঠের দর্শকদেরও। তাই স্মৃতিমেদুরতায় ভুগছে ক্রিকেটজনতা। গোটা মাঠ জুড়ে ভেসে বেড়াচ্ছে ‘ধোনি… ধোনি…’ চিৎকার। গত ম্যাচে দিল্লীর বিরুদ্ধে নিজেকে ৪ নম্বরে তুলে এনেছিলেন তিনি। কিন্তু আজ তা করলেন না গুজরাত অধিনায়ক। ব্যাট করতে নামলেন আট নম্বরে। কিছু চার-ছক্কা দেখার আশায় ছিলেন অনুরাগীরা। কিন্তু ২ বলে ১ রান করেই মোহিত শর্মার শিকার হলেন ‘মাহি।’
শেষের দিকে রানের গতি কিছুটা বাড়াতে সক্ষম হন রবীন্দ্র জাদেজা। ২ টি চারের সাহায্যে ১৬ বলে ২২ রান করেন। যদিও মহম্মদ শামির বলে উইকেট হারাতে হয় তাঁকে। অপর প্রান্তে ৪ বলে ৯ রান করে অপরাজিত থাকেন মঈন আলি। ১৭৩ রানের লক্ষ্য গুজরাতের জন্য রাখছে চেন্নাই। এই উইকেটে বল খানিক থেমে ব্যাটে আসে। শুরুতে দীপক চাহারের স্যুইং ও মাঝের ওভারে স্পিনারদের খেলতে অসুবিধা হতে পারে টাইটান্স ব্যাটারদের। মিডল অর্ডার রান না পেলেও ওপেনারদের ব্যাটিং আপাতত সুপার কিংসদের লড়াইয়ের জায়গায় এনে দাঁড় করিয়েছে।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023