IPL 2023: "ঘরের মাঠে স্মরণীয় জয়..." দিল্লীকে হারিয়ে মরসুম শুরু করলো লক্ষ্ণৌ, মেয়ার্স-উডদের কুর্ণিশ জানাচ্ছে সোশ্যাল মিডিয়া !! 1

IPL 2023: গতকাল অর্থাৎ শুক্রবার শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ষোড়শ মরসুম। দ্বিতীয় দিনে ছিলো দুটি ম্যাচ। প্রথমটিতে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে পাঞ্জাব কিংস। আর দ্বিতীয়টিতে ঘরের মাঠে দিল্লী ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। গত বছর আইপিএলের আঙিনায় পা রাখলেও কোভিড বিধিনিষেধের জন্য লক্ষ্ণৌর মাঠে খেলতে পারে নি সুপারজায়ান্টস’রা। আজ দিল্লীর বিরুদ্ধে দিয়েই প্রথম হোম ম্যাচকে স্মরণীয় করে রাখলেন স্টয়নিস, নিকোলাস পুরানরা।

টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লী অধিনায়ক ডেভিড ওয়ার্নার (David Warner)। শুরুতে কে এল রাহুলের (KL Rahul) উইকেট তুলে নিলেও তাঁর ওপেনিং পার্টনার কাইল মেয়ার্সকে (Kyle Mayers) রুখতে ব্যর্থ হলেন দিল্লী বোলাররা। মাত্র ৩৮ বলে ৭৩ রান করে লক্ষ্ণৌর ইনিংসের মজবুত ভিত গড়ে দেন কাইল। দক্ষিণ আফ্রিকার ক্যুইন্টন ডি কক না থাকায় সুযোগ পেয়েছিলেন। প্রথম সুযোগেই বাজিমাত করলেন তিনি। শেষলগ্নে নিকোলাস পুরান এবং আয়ুষ বাদোনির ঝোড়ো ইনিংসের বদান্যতায় ১৯৩ রানে পৌঁছায় লক্ষ্ণৌ।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

জবাবে ব্যাট করতে নেমে দিল্লী শুরুটা ভালোই করেছিলো। সবকিছু ওলটপালট করে দিলো মার্ক উডের (Mark Wood) একটা ওভার। গতির সুনামি বইয়ে দিয়ে দিল্লীকে ধরাশায়ী করলেন তিনি। শেষমেশ জয় থেকে ৫০ রান দূরেই থেমে যেতে হলো তাদের। জমজমাট ম্যাচে জয় তুলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের তারিফ কুড়োচ্ছে সুপারজায়ান্টস (LSG) দল।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

যত গর্জালো, তত বর্ষালো না দিল্লী, বলছেন নেটিজেনরা-

MArk Wood | IPL 2023 | image: Twitter
Mark Wood torments Delhi Capitals batters with his raw pace and picks up a 5 wicket haul

খাতায় কলমে আজকের ম্যাচে দিল্লীর পাল্লা ভারী বলেই মনে করেছিলেন অনেক বিশেষজ্ঞরা। লক্ষ্ণৌর মাঠের উইকেট সাধারণত স্পিন সহায়ক হয়,সেখানে হোম টিমের থেকে অতিথি দলের স্পিন বিভাগ ধারে-ভারে অনেকটাই এগিয়ে রয়েছে বলে জানিয়েছিলেন তাঁড়া। কিন্তু ক্রিকেট ‘মহান অনিশ্চয়তা’র খেলা। কাগজ-কলমের হিসেবকে আবার ভুল প্রমাণ করে ম্যাচ পকেটে পুরে নিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস’ই (LSG) ।আর স্পিন নয়, বরং পেস বোলিং-এর সাহায্যে।

প্রথমে ব্যাট করতে নেমে আজ ফের হয়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। লক্ষ্ণৌ অধিনায়ককে বিদ্রুপে ভরিয়েছে সোশ্যাল মিডিয়ার নাগরিকেরা। বাইশ গজ নয় বরং রাহুলের উচিৎ সাজঘরেই থাকা, কটাক্ষ করেছেন জনৈক নেটিজেন। এমন ধারাবাহিক ভাবে ব্যর্থ হওয়ার ইতিহাস বিশেষ নেই বলে বিদ্রুপ করেছেন আরেকজন। আজ ১২ বলে ৮ রানের বেশী করতে পারেন নি তিনি। তবে রাহুল ব্যর্থ হলেও তাঁর গ্লানি নিশ্চয়ই দূর করেছেন তাঁর টিমমেট’রা। দুরন্ত পারফর্ম্যান্স করে দিল্লীকে ৫০ রানে হারিয়েছেন তারা।

৪ ওভারে ৪১ রান তুলে নিয়েছিলো দিল্লী (DC)। নিশ্চিত পদক্ষেপে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলো ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ-এর ওপেনিং জুটি। পেসের আগুন জ্বালিয়ে সেই জুটি ভাঙেন ইংল্যান্ডের মার্ক উড (Mark Wood)। পৃথ্বী’কে বোল্ড করার পরের বলেই মিচেল মার্শের অফ স্টাম্পও উড়িয়ে দেন তিনি। ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ৫টি উইকেট তুলে নিয়ে ঘরের মাঠে লক্ষ্ণৌর প্রথম ম্যাচকে ইতিহাসে জায়গা করে দিলেন উড। তাঁর সামনে কেঁপে গেলো দিল্লী। পৃথ্বী শ (Prithvi Shaw), সরফরাজ খানের (Sarfaraz Khan) মত ভারতীয় তরুণ প্রতিভাদের থেকে প্রত্যাশা ছিলো। তাঁরা ব্যর্থ হওয়ায় নেটনাগরিকেরা কটাক্ষ করে বলছেন, দিল্লী দল যত গর্জালো, ম্যাচে তত বর্ষাতে আদৌ দেখা গেলো না। একা কুম্ভ হয়ে ৫৬ রানের ইনিংস খেললেন ডেভিড ওয়ার্নার (David Wanrner)। তাঁর লড়াইকে কুর্ণিশ জানিয়েছেন নেটপাড়ার অধিবাসীরা।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

দেখে নিন ট্যুইটার চিত্র-

Watch: LSG vs DC 3rd Match Highlights IPL 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *