IPL 2023: ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি হয়েছিলো কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। পয়েন্টের নিরিখে একই বিন্দুতে ছিলো দুই দল। কেবল রান রেটের হিসেবে এক ধাপ উপরে জায়গা ধরে রেখেছিলো রাজস্থান। তবে সাম্প্রতিক ফর্ম মাথায় রেখে নাইট শিবিরকেই ম্যাচে ফেভারিট তকমা দিচ্ছলেন বিশেষজ্ঞরা। তবে ক্রিকেটে পরিসংখ্যান যে সম্পূর্ণ চিত্র তুলে ধরে না তা আজও দেখা গেলো ইডেনে। রাজস্থানের সামনে খড়কুটোর মত স্রেফ উড়ে গেলো নীতিশ রানার দল। ৪১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিলো রাজস্থান। ১২ পয়েন্টে পৌঁছে লীগতালিকার তৃতীয় স্থানে উঠে এলেন সঞ্জু স্যামসন’রা। অন্যদিকে কলকাতার প্লে-অফ ভবিষ্যতের সামনে দেখা দিলো প্রশ্নচিহ্ন।
টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। আজ জেসন রয়ের সাথে রহমানুল্লাহ গুরবাজকে ওপেনিং জুটি হিসেবে পাঠিয়েছিলো কলকাতা। শুরুতে দলকে এগিয়ে নিয়ে যেতে পারলেন না দুই ওপেনার। রয় ও গুরবাজ দুজনেই শিকার হলেন ট্রেন্ট বোল্টের। খানিক লড়লেন নীতিশ রানা। নাইট অধিনায়কের ব্যাট থেকে এলো ২২ রান। রাসেল, রিঙ্কুদের ব্যর্থতার দিনে অর্ধশতক করে নাইট শিবিরকে ভদ্রস্থ স্কোর অবধি পৌঁছে দেওয়ার কাজটা করলেন নীতিশ রানা। তিনি করলেন ৫৭ রান। বল হাতে প্রাথমিক ধাক্কাটা বোল্ট দিলেও আজ কলকাতাকে ভাঙার মূল কারিগর যুজবেন্দ্র চাহাল। ৪ উইকেট নিলেন তিনি। আইপিএল ইতিহাসেও নিজের নাম সামিল করে নিলেন অভিজ্ঞ লেগস্পিনার। কলকাতা থেমেছিলো ১৪৯ রান।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
গত ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে বড় রান করলেও আজ ব্যাট হাতে সাফল্য পেলেন না জস বাটলার। তবে রাজস্থানকে হাওয়ার বেগে এগিয়ে নিয়ে গেলেন তরুণ যশস্বী জয়সওয়াল। নয়া রেকর্ড গড়লেন তিনিও। ১৩ বলে অর্ধশতক করে আইপিএলের দ্রুততম অর্ধশতরানের মালিক হলেন বছর একুশের তরুণ। তাঁর ব্যাটিং-এ দিশাহারা অবস্থা হলো কলকাতার বোলিং-এর। গত কয়েকটি ম্যাচে নাইটদের সাফল্যের মূল কাণ্ডারী ছিলেন স্পিনাররা। আজ স্পিনার হোন বা পেসার, কেউই বাদ যান নি যশস্বীর শিকার হওয়া থেকে। দুই রানের জন্য মরসুমের দ্বিতীয় শতরান পেলেন না তিনি। কিন্তু বাঁ-হাতি ওপেনারের দাপটে ১৩.১ ওভারের মধ্যেই ১৫০ রানের লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নিলো রাজস্থান। ঘরের মাঠে বৃহস্পতিবার লজ্জার হারই জুটলো কলকাতার কপালে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
চাহালের ঘূর্ণিতে কম্পন কলকাতায়-

টুর্নামেন্টের শেষের দিকে এসেও ব্যাটিং সমস্যা ভোগালো কলকাতাকে। বিশেষ করে ওপেনিং জট কাটাতে আজও ব্যর্থ নাইট শিবির। জেসন রয় এবং রহমানুল্লাহ গুরবাজকে পাঠানো হয়েছিলো ইনিংসের শুরুটা করতে। ভরসা দিতে পারলেন না কেউই। ইংল্যান্ডের রয় আউট হলেন ১০ রান করে আর আফগানিস্তানের গুরবাজের সংগ্রহ আজ মাত্র ১৮। দুজনকেই সাজঘরের রাস্তা দেখালেন ট্রেন্ট বোল্ট। তবে উইকেটের কৃতিত্ব বোলার বোল্টের থেকে ফিল্ডার হেটমায়ার এবং সন্দীপ শর্মার অনেকখানি বেশী। বেশ খানিকটা দৌড়ে রয়ের ক্যাচ তালুবন্দী করলেন হেটমায়ার। আর এক্সট্রা কভার অঞ্চল থেকে প্রায় মিড অফের দিকে উড়ে গিয়ে গুরবাজের ক্যাচ কব্জায় আনেন সন্দীপ। ম্যাচের সেরা ক্যাচ বাছতে আজ সমস্যায় পড়বেন বিচারকরা।
দ্রুত দুই উইকেট হারানোর পর নীতিশ রানা এবং ভেঙ্কটেশ আইয়ারের দিকেই চেয়ে ছিলো কলকাতা শিবির। চেষ্টা করলেন দুজনেই। আগের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ইডেনে অর্ধশতরান করেছিলেন অধিনায়ক রানা। সানরাইজার্সের বিরুদ্ধেও নাইট দের ঘরের মাঠে ৭৫ রান রয়েছে তাঁর। ইনিংস গড়ার কাজ আজও শুরু করেছিলেন তিনি। কিন্তু যুজবেন্দ্র চাহালের বলে স্যুইপ মারতে গিয়ে ধরা পড়লেন হেটমায়ারের হাতে। এর আগেও এই একই শট মারতে গিয়ে চাহালকে উইকেট দিয়ে এসেছেন তিনি। আজকেও বদলালো না ছবিটা। রানাকে আউট করেই ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন চাহাল। ১৮৪তম উইকেট নিয়ে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী হলেন তিনি। পিছনে ফেললেন ডোয়েন ব্র্যাভোকে।
রানা ফিরলেও লড়াই চালিয়ে গিয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ৫৭ রানের ইনিংস খেলে চাহালের বলেই ফেরেন তিনি। ইডেনের বাইশ গজে আজ সফল ভারতীয় লেগস্পিনার। রানা, আইয়ারের পাশাপাশি শার্দূল ঠাকুর এবং রিঙ্কু সিংকেও আউট করেন তিনি। ২৫ রানে নেন ৪ উইকেট। পাঞ্জাব ম্যাচের নায়ক আন্দ্রে রাসেল আজ ১০ বলে ১০-এর বেশী করতে পারেন নি। ১৮ বলে ১৬ করেন রিঙ্কু সিং। কলকাতার নাইট সমর্থকদের চিন্তায় ফেলে মাত্র ১৪৯ রানেই শেষ হয় তাদের ইনিংস।
জয়সওয়ালের ছোঁয়ায় জয় রাজস্থানের-

বৃহস্পতিবার সকালেই আবহাওয়া দপ্তর ঘোষণা করেছিলো ঘূর্ণিঝড় মোকা গতিপথ বদলেছে। পশ্চিমবঙ্গের দিকে না এসে পাড়ি জমিয়েছে বাংলাদেশ এবং মায়ানমারের দিকে। মোকা না এলেও ঝড় দেখার অভিজ্ঞতা ঠিকই হলো কলকাতার জনতার। ইডেন গার্ডেন্সের সবুজ ঘাসে গোলাপি-নীল জার্সিতে ঝোড় তুললেন এক বছর একুশের যুবক। দিল্লীর বিরুদ্ধে ৭৭, মুম্বইয়ের বিরুদ্ধে ১২৪। চলতি মরসুমে যশস্বী জয়সওয়াল বুঝিয়ে চলেছেন কেনো তাঁকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বলা হচ্ছে। আজ কলকাতার বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করলেন তরুণ ভারতীয় ওপেনার। ইডেনে নারাইন, বরুণ চক্রবর্তীদের এহেন দাপটের সাথে আদৌ কাউকে কখনও খেলতে দেখা গিয়েছে কিনা তা নিয়ে তর্ক হতেই পারে আজকের পর।
৬,৬,৪,৪,২,৪- মোট ২৬ রান এলো নীতিশ রানার প্রথম ওভার থেকে। এর পরের সাত বলে যশস্বীর ব্যাট থেকে এলো যথাক্রমে ১,৪,৬,৪,৪,৪ এবং ১। মাত্র ১৩ বলে অর্ধশতক করে আইপিএলে দ্রুততম অর্ধশতরান করার কৃতিত্ব নিজের নামে করে নিলেন তরুণ ব্যাটার। ১২ বলে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতক করেছিলেন যুবরাজ সিং। অল্পের জন্য কিংবদন্তী অলরাউন্ডারের পাশে জায়গা করে নেওয়া হলো না যশস্বীর। কলকাতার মন্থর ব্যাটিং-এর পর খানিক যেন ঝিমিয়ে পড়েছিলো ইডেন। যশস্বীর ইনিংস নতুন প্রাণসঞ্চার করলো ক্রিকেটজনতার মধ্যে। ৪৭ বলে ৯৮ রান করে অপরাজিত থাকলেন তিনি। আইপিএল কেরিয়ারের দ্বিতীয় শতরান থেকে দুই রান দূরে থামতে হলেও যশস্বী বুঝিয়ে দিয়ে গেলেন যশ অর্জন করতেই বাইশ গজে এসেছেন তিনি।
জস বাটলার আউট হয়েছিলেন ০ রানে। সানরাইজার্সের বিরুদ্ধে ৯৫ রান করার পর ফের একবার রানের মুখ দেখলেন না তিনি। বাটলারকে রান আউট করেন আন্দ্রে রাসেল। দ্বিতীয় ইনিংসে নাইটদের সাফল্য বলতে এইটুকুই। একপ্রান্তে যখন তরুণ যশস্বী ঝড় তুলেছেন তখন অন্যপ্রান্তে চুপ রইলেন না সঞ্জু স্যামসনও। আজ আইপিএল কেরিয়ারের ১৫০তম ম্যাচ খেলতে নেমেছলেন তিনি। রাজস্থান অধিনায়ক স্মরণীয় জয় তো পেলেনই, পাশাপাশি খেললেন ২৯ বলে ৪৮* রানের ইনিংস। ১৩.১ ওভারেই ১৫০ রানের লক্ষ্যমাত্রা পেরিয়ে গেলো রয়্যালস দল। টানা হারের ফলে অনেকখানি পিছিয়ে পড়েছিলো তারা। নাইটদের পর্যুদস্ত করে উদ্যম ফিরে পেলো রাজস্থান।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023