IPL 2023: শুভমান সাইক্লোনে উদ্বেল আহমেদাবাদ, অনবদ্য স্পেলে সানরাইজার্সকে ম্যাচে ফেরালেন ভুবনেশ্বর !! 1

IPL 2023: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিজেদের শেষ হোম ম্যাচে আজ মাঠে নেমেছে গুজরাত টাইটান্স। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লীগ তালিকার শীর্ষে অবস্থান করছে গুজরাত। গতবারের চ্যাম্পিয়নদের পাখির চোখ প্লে-অফ। শেষ চারের টিকিট আদায় করে নিতে আর কেবল একটা মাত্র জয় প্রয়োজন গুজরাতের। মুম্বইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হার ভুলে আজ দুই পয়েন্টের লক্ষ্য নিয়েই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরদ্ধে ঝাঁপিয়েছেন শুভমান গিল, হার্দিক পান্ডিয়ারা। পক্ষান্তরে সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে আজ অস্বিত্বরক্ষার লড়াই। গত কয়েকটি ম্যাচে ওঠানামা করেছে তাদের ফর্মের গ্রাফ। ১১ ম্যাচে বর্তমানে ৮ পয়েন্ট রয়েছে তাদের। খাতায়-কলমে এখনও সম্ভব প্লে-অফে জায়গা করে নেওয়া। তাই জয় ছাড়া আজ কিছুই ভাবছে না তারা।

টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন হায়দ্রাবাদ অধিনায়ক এইডেন মার্করাম। আজ ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে বিশেষ জার্সিতে মাঠে নেমেছে গুজরাত। ইনিংসের শুরুটা যদিও ভালো হয় নি তাদের। কোনো রান না করেই ফিরেছেন ঋদ্ধিমান সাহা। ইনিংসের তৃতীয় বলেই উইকেট তুলে হায়দ্রাবাদকে এগিয়ে দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। এরপর অবশ্য মাঠ মাতালেন শুভমান গিল এবং সাই সুদর্শন। ভুবনেশ্বর, ফজলহক ফারুখি, মার্কো ইয়ানসেন-বোলিং বিভাগের সকল অস্ত্রকেই ব্যবহার করলেন সানরাইজার্স অধিনায়ক এইডেন মার্করাম। কিন্তু শুভমান ঝড়ের সামনে পড়ে খড়কুটোর মত উড়ে গেলেন প্রত্যেকেই। অনবদ্য ১০১ রানের ইনিংস এলো গুজরাতের তরুণ ওপেনারের ব্যাট থেকে। যোগ্য সঙ্গত করে সাই সুদর্শন করলেন ৪৭ রান।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

সাই ও শুভমানের জুটি ভাঙার পর ম্যাচে ফেরার মরিয়া প্রয়াস করে সানরাইজার্স। অধিনায়ক হার্দিক এবং পাঁচ নম্বরে নামা ডেভিড মিলার ফেরেন দ্রুত। ফিনিশার রাহুল তেওয়াটিয়াও আজ শান্তই রইলেন বাইশ গজে। ম্যাচের প্রথম ১৫ ওভার যদি গুজরাতের হয়, তবে শেষের পাঁচ ওভার সানরাইজার্স হায়দ্রাবাদের। আজ দীর্ঘসময় পর বল হাতে জ্বলে উঠতে দেখা গেলো ভুবনেশ্বর কুমারকে। পাঁচ উইকেট তুলে তিনিই ম্যাচে ফেরালেন হায়দ্রাবাদ’কে। নির্ধারিত ২০ ওভারে ১৮৮ রানের বেশী গুজরাত এগোতে পারলো না ভুবির দাপটেই।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

গুজরাতের দিশারী আজ শুভমান-

GT vs SRH | IPL 2023 | image: Twitter
Shubman Gill became the first GT player to score a century in IPL

ল্যাভেন্ডার রঙের বিশেষ জার্সিতে আজ মাঠে নেমেছে গুজরাত টাইটান্স। ক্যান্সার আক্রান্তদের পাশে থাকার বার্তা দিতে এই বিশেষ উদ্যোগ হার্দিক পান্ডিয়াদের। নিজেদের শেষ হোম গেমে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে তারা। ৩ বলে ০ রান করে ফিরে যান ঋদ্ধিমান সাহা। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ৪৩ বলে ৮১ রানের ধুন্ধুমার ইনিংসের পর টানা দুই ম্যাচে রান নেই ঋদ্ধির ব্যাটে। আজ প্রথম দুই বল টেস্টের কায়দায় ছেড়ে দেন তিনি। ওভারের তৃতীয় বলটি খানিক শর্ট করেছিলেন ভুবনেশ্বর। কাট মারতে গিয়েছিলেন ঋদ্ধিমান। ব্যাটের কোণে লেগে তা জমা পড়ে দ্বিতীয় স্পিনে দাঁড়ানো অভিষেক শর্মার হাতে।

লক্ষ্ণৌর বিরুদ্ধে ৯৪ রান করে অপরাজিত ছিলেন শুভমান গিল। ইনিংস শেষে সুনীল গাওস্করের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, “এখনও কয়েকটা ম্যাচ বাকি আছে, আশা করছি আইপিএল শেষ হওয়ার আগে প্রথম শতরানটা পেয়ে যাবো।” কথা রাখলেন শুভমান। সানরাইজার্সের বোলিং সূর্য ডোবালেন একাই। লক্ষ্ণৌর বিরুদ্ধে ইনিংসে ৭টি চারের পাশে মাত্র ২টি চার মেরেছিলেন শুভমান। আজ উলটো দৃশ্য দেখা গেলো তাঁর ব্যাট থেকে। দীর্ঘসময় ছক্কাই হাঁকালেন না তিনি। প্রথম যখন ছয় মারলেন ততক্ষণে ১০টি চার মেরে ফেলেছেন তিনি। শুরু থেকে শেষ অবধি ফিফথ গিয়ারেই আজ রইলেন তিনি। ৫৬তম বলে নটরাজনকে শর্ট আর্ম পুল করে পৌঁছালেন তিন অঙ্কের রানে। আহমেদাবাদে আন্তর্জাতিক টি-২০তে শতরান করেছিলেন। আজ আইপিএলের প্রথম শতরানও করলেন আহমেদাবাদেই। ৫৮ বলে ১০১ রান করে আউট হন তিনি।

টসের সময় হার্দিক পান্ডিয়া জানিয়েছিলেন যে নেটে অনুশীলনের সময় চোট পেয়েছেন বিজয় শঙ্কর। তাঁর পরিবর্তে আজ সাই সুদর্শনকে সুযোগ দিয়েছে গুজরাত। বেশ কিছু ম্যাচ পর মাঠে ফিরে প্রতিভার স্বাক্ষর রাখলেন তরুণ ব্যাটার। সাই’কে আজ নিজের তিন নম্বর ব্যাটিং পজিশন ছেড়ে দিয়েছিলেন হার্দিক। শুভমানের ঝোড়ো ইনিংসের বিপরীতে গুজরাতের ব্যাটিং’কে স্থিরতা প্রদান করলেন তিনি। ১৪৭ রানের পার্টনারশিপ গড়লেন দুজনে। ৩৬ বলে ৪৭ রান করে যখন ফিরলেন, ততক্ষণে বড় রানের দিকে অগ্রসর টাইটান্সরা।

ভুবনেশ্বরের স্যুইং কামাল করলো আহমেদাবাদে-

GT vs SRH | IPL 2023 | image: Twitter
Bhuvneshwar Kumar picked up 5 wickets and helped SRH restrict GT under 200

শুভমানের শতরানের সুবাদে গুজরাত টাইটান্সের রান … পৌঁছালেও এক মাত্র সাই সুদর্শন ছাড়া তাঁর সাথে জুটিতে বড় রান তুলতে পারলেন না কেউই। অধিনায়ক হার্দিক চার নম্বরে নেমে শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু ৬ বলে ৮ রান করে থামলেন তিনি। ভুবনেশ্বর কুমারের বলে কাট মারতে গিয়ে পয়েন্টে ধরা পড়লেন রাহুল ত্রিপাঠীর হাতে। ডেভিড মিলারের ঝুলিতেও আজ কেবলই ব্যর্থতা। দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি আউট হলেন ৭ রান করে। তাঁকে আউট করলেন নটরাজন। রাহুল তেওয়াটিয়াও আজ নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ‘ফিনিশ’ করতে ব্যর্থ। ফজলহক ফারুখির বলে ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়লেন মার্কো ইয়ানসেনের হাতে।

ভিন্টেজ ভুবনেশ্বরকে আজ দেখা গেলো আহমেদাবাদের মাঠে। ঋদ্ধিমান সাহাকে ফিরিয়ে শুরুটা করেছিলেন। এরপর হার্দিক পান্ডিয়া, শুভমান গিল এবং রশিদ খানকেও ফেরান তিনি। আউট করেন মহম্মদ শামিকেও। শেষ ওভারের প্রথম তিন বলে তিন উইকেট তোলে সানরাইজার্স। টাইটান্সবাহিনীর রান যে ২০০ পেরোলো না তার সিংহভাগ কৃতিত্ব প্রাপ্য ভুবিরই। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩০ রানের বিনিময়ে ৫উইকেট নিলেন তিনি। এছাড়াও ১টি করে উইকেট পান মার্কো ইয়ানসেন, টি নটরাজন এবং ফজলহক ফারুখি। পেসারদের হাত ধরে ডেথ ওভারে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে জয়ের আশা জিইয়ে রাখলো ‘অরেঞ্জ আর্মি।’

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *