IPL 2023: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের নয়া মরসুম। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ষোলোতম আইপিএলের ঢাকে কাঠি পড়লো। ২০১৯ এর পর থেকে কোভিড বিধিনিষেধের কারণে বন্ধ ছিলো উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় চার বছর পর চেনা ছন্দে দেখা গেলো বিশ্বের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতাকে। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন অরিজিৎ সিং, রশ্মিকা মন্ধানা, তামান্না ভাটিয়ারা।
বাইশ গজের লড়াইতে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো গত বছরের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (GT) এবং চার বারের খেতাবজয়ী চেন্নাই সুপার কিংস (CSK)। গত বারের সাফল্যের পর প্রত্যাশা অনেকটা বেড়ে গিয়েছিলো গুজরাতের থেকে। দিনের শুরুটা তাদের পক্ষেই গিয়েছিলো। টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন গুজরাত অধিনায়ক হার্দিক (Hardik Pandya)। আহমেদাবাদে সাধারণত প্রথমে ব্যাটিং করার পথেই হাঁটেন অধিনায়কেরা। কিন্তু উলটোপথে হাঁটতে দেখা গেলো হার্দিককে। ঋতুরাজ গায়কোয়াড়ের ৯২ রানের সুবাদে ২০ ওভারে ১৭৮ রান তোলে চেন্নাই।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
গুজরাত ইনিংসের শুরুতেই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো আইপিএল। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অম্বাতি রায়ডুর জায়গায় মাঠে নামেন তুষার দেশপান্ডে। চেন্নাইয়ের ১৭৮ এর জবাবে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিলো গুজরাত। দ্রুত ছন্দে দলকে গিয়ে নিয়ে যাচ্ছিলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) এবং শুভমান গিল (Shubman Gill)। ম্যাচের মাঝামাঝি পর্যায়ে গিয়ে খেই হারায় তারা। পরপর উইকেট তুলে খেলা জমিয়ে দিয়েছিলো চেন্নাই। শেষ অবধি রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia) এবং রশিদ খান (Rashid Khan) জুটির সামনে মাথানত করতে হলো তাদের। ৫ উইকেটে ম্যাচ জিতে টানা তৃতীয়বার সুপার কিংসদের ধরাশায়ী করলো গুজরাতের টাইটানরা।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
রাজ করলেন ঋতুরাজ, শেষলগ্নে ধোনি ধামাকা-

চেন্নাই সুপার কিংসের হয়ে ইনিংসের সূচনা করতে আজ মাঠে নেমেছিলেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) এবং ডেভন কনওয়ে (Devon Conway)। নিউজিল্যান্ডের তারকা কনওয়ের ব্যাট আজ অবশ্য বেশীক্ষণ চলে নি। ৬ বলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন তিনি। দুরন্ত গতির বলে কনওয়ের অফস্টাম্প এবং মিডলস্টাম্প উপড়ে দেন মহম্মদ শামি (Mohammed Shami)। কেরিয়ারের ৯৪তম আইপিএল ম্যাচে উইকেটের সেঞ্চুরি করে ফেললেন তিনি। মাইলস্টোন স্পর্শ করার দিনে ৪ ওভার হাত ঘুরিয়ে ২৯ রানের বিনিময়ে ২ উইকেট নিলেন বাংলার পেসার।
কনওয়ে ফিরলেও ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা গেলো ঋতুরাজ গায়কোয়াড়’কে (Ruturaj Gaikwad)। ২০২১ সালে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে কমলা টুপি জিতেছিলেন ঋতুরাজ। আজ অনবদ্য ইনিংস খেলে বুঝিয়ে দিয়ে গেলেন যে ২০২৩-এর কমলা টুপির দিকেও নজর থাকবে তাঁর। আগ্রাসী ব্যাটিং করতে দেখা গেলো আজ মহারাষ্ট্রের ব্যাটারকে। ৪টি মার চার মেরেছেন তিনি আজ। সাথে রয়েছে ৯টি বিশাল ছক্কা। কেরিয়ারের দ্বিতীয় আইপিএল শতক যখন কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে তখনই হঠাৎ ছন্দপতন হয়। আলঝারি জোশেফের ফুলটসকে লং অনের ওপর দিয়ে বাউন্ডারির বাইরে ফেলতে গিয়ে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে বসলেন তিনি।
ঋতুরাজ ছাড়া চেন্নাই ব্যাটিংয়ের বাকি তারকাদের পারফর্ম্যান্স আশানুরূপ হলো না আজ। ১৬ কোটি ২৫ লাখ টাকার বিনিময়ে ২০২৩ আইপিএলে ইংল্যান্ডের বেন স্টোকসকে (Ben Stokes) সই করিয়েছে চেন্নাই। আজ ব্যাট হাতে কেবল ৭ রান করলেন তিনি। মঈন আলি করলেন ২৩। ভারতের হয়ে টেস্ট এবং একদিনের ক্রিকেটে সাম্প্রতিক কালে দুরন্ত ক্রিকেট খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ছন্দ খুঁজে পেলেন না আজ। আউট হলেন মাত্র ১ রান করে। শেষলগ্নে ব্যাট হাতে পুরনো ধোনির আবির্ভাব দেখলো আহমেদাবাদ। ৭ বলে ১৪* রানের ইনিংস খেলে দলের স্কোর ১৭৮ অবধি পৌঁছে দেন তিনি।
চেন্নাইকে চমকে দলেন ‘ফিনিশার’ রশিদ-

গত বছর গুজরাতকে সাফল্যের শিখরে নিয়ে যেতে বড় ভূমিকা নিয়েছিলেন ঋদ্ধিমান সাহা (Wirddhiman Saha) এবং শুভমান গিলের (Shubman Gill) ওপেনিং জুটি। নতুন মরসুমেও এই দুজনকেই ইনিংস সূচনার দায়িত্ব দিয়েছে গুজরাত ব্যাট হাতে দ্রুত লয়েই ইনিংসের সূচনা করতে দেখা গেলো দুজনকে। পাওয়ার প্লে’তে সাধারণত আগ্রাসী ভূমিকায় দেখা যায় ঋদ্ধিমানকে। আজকেও ঝোড়ো ব্যাটিং করলেন বাংলার উইকেটরক্ষক ব্যাটার। রাজবর্ধন হাঙ্গারগেকরকে পয়েন্টের ওপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠাতে গয়ে আউট হলেন তিনি। ১৬ বলে ২চার এবং ২ ছক্কার সাহায্যে ঋদ্ধির ঝুলিতে এলো ২৫ রান।
আহমেদাবাদের মাঠে শেষ আন্তর্জাতিক টি-২০তে ১২৬ রানের ইনিংস খেলেছিলেন শুভমান গিল। দিনকয়েক আগেই টেস্টে এই মাঠে করেছেন ১২৮। আজকেও উজ্জ্বল শুভমান গিল (Shubman Gill)। আইপিএলের ষোড়শ মরসুমের প্রথম ম্যাচে ভারতীয় ক্রিকেটের নবতম ব্যাটিং তারকার স্কোর ৩৬ বলে ৬৩ রান। ৬টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে গুজরাত দলকে শক্ত ভীতের ওপর দাঁড় করিয়ে দিয়ে যান তিনি। চেন্নাই ইনিংসে ঋতুরাজের বাউন্ডারি আটকাতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। তাঁর জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আনা হয় সাই সুদর্শনকে। সুযোগ পেয়ে ১৭ বলে ২২ রান করে যান তিনি।
একটা সময় ঋদ্ধিমান-শুভমানদের ব্যাটিং বিক্রমে মনে হচ্ছিলো সহজেই ম্যাচ পকেটে পুরে ফেলবে গুজরাত টাইটান্স দল। কিন্তু শুভমানের উইকেট পড়তেই ম্যাচে ফিরে আসে চেন্নাই সুপার কিংস (CSK)। আজকের ম্যাচে ব্যাট হাতে বিশেষ সুবিধা করতে পারেন নি হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ১১ বলে ৮ রান করেই ফেরেন তিনি। চেষ্টা করেছিলেন বিজয় শঙ্কর। ২১ বলে ২৭ রান করে রাজবর্ধন হাঙ্গারগেকরের শিকার হন তিনিও। আশা-নিরাশার দোলাচলে দুলতে থাকা ম্যাচকে ফের একবার গুজরাতের পক্ষে এনে দিলেন রশিদ খান। বল হাতে দুই উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের সুপারস্টার। ব্যাট হাতে ম্যাচের ফয়সালা করতে মাত্র ৩ বল লাগলো তাঁর। ৩৩৩.৩৩ স্ট্রাইক রেটসহ ৩ বলে ১০ করে ম্যাচের মোড় ঘোরালেন তিনি। রশিদের ক্যামিওতে ভর করে জয় দিয়েই মরসুম শুরু করলো ২০২২-এর চ্যাম্পিয়নেরা।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur