IPL 2023: গুজরাত-চেন্নাই ম্যাচে শেষ হাসি হাসবে গুজরাত দল, এই পরিসংখ্যান বলছে খালি হাতে ফিরবে ধোনি বাহিনী !! 1

IPL 2023: মার্চের ৩১ তারিখ গুজরাত বনাম চেন্নাই লড়াই দিয়েই পথচলা শুরু করেছিলো ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। প্রায় দুই মাসের ব্যাট-বলের লড়াই শেষে আবার সেই শুরুর জায়গাতেই ফিরেছে ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতা। আরও একবার মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স। মঞ্চও সেই একই। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে মহারণ। সব একই থাকলেও বদলে গিয়েছে ম্যাচের ফলাফলের গুরুত্ব। ৩১শে মার্চ খেলা ছিলো নিছক দুই পয়েন্টের জন্য। হারলেও সুযোগ থাকত অন্য ম্যাচগুলিতে ভালো করে টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার। আর ২৮ মে’র মহারণ দুই পক্ষের জন্যই ‘মাস্ট উইন।’ চেনা মাঠে দ্বিতীয় খেতাবের লক্ষ্য মাঠে নামবে গুজরাত। আর চেন্নাইয়ের লক্ষ্য থাকবে পঞ্চম খেতাব জিতে মুম্বইয়ের সফলতম দলের তকমায় ভাগ বসানো।

ফাইনালে নামার আগে নিজেদের ও প্রতিপক্ষের শক্তি এবং দুর্বলতা মেপে নিতে চাইবে দুই দলই। আজকের ম্যাচে নামার আগে গুজরাতকে ভরসা যোগাবে তাদের দলগত পারফর্ম্যান্স। এই বছর আইপিএলের লীগ পর্বে দশ ম্যাচ জিতে শীর্ষে ছিলো গুজরাত। ব্যাটে-বলে চূড়ান্ত ধারাবাহিকতা দেখিয়েছে তারা। ঘরের মাঠে হোক বা বাইরের মাঠে নিয়মিত ম্যাচ জিতেছে হার্দিক পান্ডিয়ার দল। গতবারে ট্রফি জয়ের অভিজ্ঞতা আজকের ম্যাচে নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে তাদের। তা ছাড়া ম্যাচ আয়োজিত হচ্ছে গুজরাতের হোম গ্রাউন্ডে। যা বাড়তি সাহায্য করতে পারে টাইটান্সদের। অন্যদিকে চেন্নাইয়ের শক্তি তাদের দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের মেলবন্ধন। তুষার দেশপাণ্ডে, মাথিশা পথিরানাদের মত তরুণ তুর্কিদের পাশে ধোনি, জাদেজা, কনওয়েদের অভিজ্ঞতা নিজেদের পঞ্চম খেতাব জয়ের আশা জাগাচ্ছে সুপার কিংস শিবিরে। এই ম্যাচের সম্ভাব্য বিজেতা নির্ধারণ করতে বিসে বিশেষজ্ঞদের অনেকেই সাহায্য নিচ্ছেন পরিসংখ্যানের। আর সেই পরিসংখ্যানের নিরিখেই অধিকাংশের কাছে ‘ফেভারিট’ গুজরাত।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

মুখোমুখি সাক্ষাতে এগিয়ে গুজরাতই-

CSK vs GT | IPL 2023 | image: Twitter
GT and CSK have faced each other 4 times in IPL, with GT leading 3-1 vs CSK

গত বছরই আইপিএলের আঙিনায় পদার্পণ করেছে গুজরাত টাইটান্স। প্রথম মরসুমেই ট্রফি জিতে তাক লাগিয়ে দিয়েছিলো তারা। এবার দ্বিতীয় মরসুমে টানা দ্বিতীয় ফাইনাল খেলতে চলেছে তারা। ইতিমধ্যে চার বার একে অন্যের মুখোমুখি হয়েছে চেন্নাই ও গুজরাত। ফলাফলের নিরিখে অনেকটাই এগিয়ে হার্দিক পান্ডিয়ার দল। তাদের জয়ের হার ৭৫ শতাংশ। অর্থাৎ ৪ ম্যাচের মধ্যে ৩টি জিতেছে তারা। ২০২২ সালের দুই সাক্ষাতে যথাক্রমে ৩ উইকেট ও ৭ উইকেটে জিতেছিলো তারা। চলতি বছরের উদ্বোধনী ম্যাচেও শেষ হাসি হাসে গুজরাতই।  ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৮ তুলেছিলো চেন্নাই। জবাবে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ তুলে নেয় গুজরাত টাইটান্স। জেতে পাঁচ উইকেটে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

দুই দলের শেষ সাক্ষাৎ অবশ্য মাত্র দিনকয়েক আগে। আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে বাজিমাত করেছিলো চেন্নাই। চিপকের মন্থর পিচকে কাজে লাগিয়ে হার্দিকদের হারিয়ে সরাসরি পা রেখেছিলো ফাইনালে। প্রথমে ব্যাট করে ১৭২ রান স্কোরবোর্ডে যোগ করে তারা। আর জবাবে ১৫৭ রানে গুটিয়ে যায় গুজরাত। ১৫ রানে জেতেন মহেন্দ্র সিং ধোনিরা। হেড টু হেড মোকাবিলা ও আহমেদাবাদের মাঠে দুই পক্ষের সাক্ষাতের ফলাফলের নিরিখে গুজরাতকেই এগিয়ে রাখছেন অনেকে। তবে প্রথম কোয়ালিফায়ারের জয় নিঃসন্দেহে সাহস যোগাবে চেন্নাইকে।

ফর্মের নিরিখে ‘ফেভারিট’ গুজরাত টাইটান্স-

Shubman Gill | IPL 2023 | image: twitter
Shubman Gill’s terrific form has made Gujarat Titans the favourite for today’s IPL final

আজকের ম্যাচে গুজরাত টাইটান্সকে এগিয়ে রেখেছে তাদের সাম্প্রতিক ফর্মও। ব্যাটে-বলে একাধিক ম্যাচ উইনার রয়েছে তাদের দলে। কমলা টুপির মালিক শুভমান গিল এর মধ্যেই করে ফেলেছেন ৮৫১ রান। গত মরসুমে সর্বোচ্চ রান করেছিলেন জস বাটলার। ইংল্যান্ডের তারকার ২০২২-এর রেকর্ডকে তপকে যেতে মাত্র ১৩ রান দরকার তরুণ ওপেনারের। ৩টি শতরান রয়েছে শুভমানের। আজ ১২৩ রান করলে তিনি টপকে যাবে বিরাট কোহলির এক মরসুমে সর্বোচ্চ রান করার রেকর্ডও। শুভমানের পাশাপাশি ব্যাট হাতে ঋদ্ধিমান সাহা, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়ারাও বিভিন্ন সময়ে কার্যকরী কয়েকটি ইনিংস খেলেছেন। যা টুর্নামেন্টে গুজরাতের ভালো ফর্মের অন্যতম কারণ। পাশাপাশি বোলিং বিভাগেও ফর্মের শিখরে রয়েছেন মহম্মদ শামি, রশিদ খান, মোহিত শর্মা’রা। সর্বোচ্চ উইকেটশিকারী তালিকায় প্রথম তিনটি নামের তিনজনই গুজরাতের। যথাক্রমে শামি, রশিদ ও মোহিত নিয়েছেন। ২৭,২৫ এবং ২৪ উইকেট।

গত মরসুমে নবম স্থানে শেষ করেছিলো চেন্নাই। এই বছর অনেকটাই সামলে নিয়েছে তারা। তবে ইনিংসের গোড়ায় গত কয়েকটি ম্যাচে বেশ মন্থর ব্যাটিং করছেন ডেভন কনওয়ে। আহমেদাবাদেও আজ তেমনটা হলে সমস্যার মুখে পড়তে হতে পারে। ইমপ্যাক্ট প্লেয়ায়র হিসেবে প্রায় রোজই মিডল অর্ডারে খেলছেন অম্বাতি রায়ডু। কিন্তু একদমই ফর্মে নেই তিনিও। অজিঙ্কা রাহানে শুরুটা ঝড়ের গতিতে করলেও শেষ কিছু ম্যাচে তাঁর স্ট্রাইক রেট ঘোরাফেরা করেছে নীচের দিকে। অথবা ইনিংসের সূচনাটা ভালো করলেও দীর্ঘক্ষণ টিকতে পারেন নি তিনি। আজ যা সমস্যায় ফেলতে পারে চেন্নাইকে। বোলিং বিভাগে তুষার দেশপাণ্ডের অতিরিক্ত রান খরচ করাও সমস্যায় চেন্নাইয়ের জন্য। এক বনাম একের যুদ্ধ হিসেবে দেখলে গুজরাতকে সেই কারণে এগিয়ে রাখা যেতেই পারে।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *