IPL 2023: ঋষভ পন্থকে সম্মান জানানোর পদ্ধতি নিয়ে আপত্তি BCCI-এর, ঘোর বিপাকে দিল্লী ক্যাপিটালস !! 1

IPL 2023: মরসুম শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিলো দিল্লী ক্যাপিটালস (DC)। সড়ক দূর্ঘটনার কবলে পড়ে ছিটকে গিয়েছেন তাদের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। গোটা মরসুমেই পন্থকে পাচ্ছে না দিল্লী। তাঁর বদলে অধিনায়ক হিসেবে অভিজ্ঞ ডেভিড ওয়ার্নারকে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। নেতা হিসেবে পন্থের বিকল্প পাওয়া গেলেও উইকেটরক্ষক হিসেবে বিকল্প খুঁজে বের করতে গলদঘর্ম হতে হচ্ছে দিল্লী থিঙ্কট্যাঙ্ককে। সরফরাজ খানকে প্রথম ম্যাচে সুযোগ দিলেও তিনি সফল হন নি। বাংলার অভিষেক পোড়েলকে খেলিয়ে দেখার ভাবনা জোরালো হচ্ছে দিল্লী (DC)শিবিরে।

গত ডিসেম্বরের ৩০ তারিখ গাড়ি চালিয়ে দিল্লী থেকে রুরকি ফিরছিলেন ঋষভ (Rishabh Pant)। হাইওয়েতে একটি ডিভাইডারে ধাক্কা মেরে উলটে গিয়েছিলো তাঁর গাড়িটি। সাথে সাথে তাতে আগুন লেগে যায়। কোনোক্রমে কাঁচ ভেঙে বাইরে আসতে পারায় প্রাণে বেঁচে ছিলেন ঋষভ। কিন্তু তাঁর চোখের পাশে, পিঠে গভীর ক্ষত তৈরি হয়। পায়ের লিগামেন্টও ছিঁড়ে গিয়েছিলো। প্রথমে দেহরাদুন এবং পরে মুম্বইতে চিকিৎসা চলে তাঁর। করাতে হয় অস্ত্রোপচারও। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন ঋষভ (Rishabh Pant)। লড়াই চালাচ্ছেন প্রত্যাবর্তনের। চোটের কারণে ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পারেন নি। আইপিএলেও খেলতে পারবেন না বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

মাঠে নামতে না পারলেও অধিনায়ক যে শিবিরের অংশ হিসেবেই রয়েছেন তা বোঝাতে মরসুমের প্রথম ম্যাচে ঋষভ পন্থকে (Rishabh Pant) বিশেষ সম্মানজ্ঞাপন করেছিলো দিল্লী ক্যাপিটালস (DC) ফ্র্যাঞ্চাইজি। তাঁর ‘১৭’ নম্বর জার্সিটি ডাগ আউটে ঝুলিয়ে রাখা হয়েছিলো গোটা ম্যাচে। দূরে থেকেও পন্থ যে এবারও দলের অংশ তা বোঝাতে চেয়েছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner), অক্ষর প্যাটেলরা (Axar Patel)। বিভিন্ন মহলে সাধুবাদও জুটেছিলো দিল্লীর। কিন্তু এই সম্মান জানিয়ে এবার খোদ ভারতীয় বোর্ডের রোষানলে পড়তে হয়েছে তাদের। শোনা যাচ্ছে বন্ধ করতে হতে পারে এই সম্মনা প্রদর্শন।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

রুষ্ট BCCI,ঘোর সমস্যায় দিল্লী ক্যাপিটালস-

DC dug out | IPL 2023 | image: twitter
Delhi Capitals paid tribute to injured Rishabh Pant by hanging his jersey at team dugout

ঋষভ পন্থ (Rishabh Pant) সড়ক দূর্ঘটনায় আঘাত পাওয়ার পর থেকে প্রতি মুহূর্তে তাঁর পাশে থেকেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বেশ কয়েকবার সচিব জয় শাহ ছুটে গিয়েছেন হাসপাতালে ঋষভের সাথে দেখা করতে। দেহরাদুন থেকে এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে পন্থকে (Rishabh Pant) স্থানান্তরিত করেছে বোর্ড। বহন করেছে চিকিৎসার যাবতীয় খরচও। আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে প্রথম ম্যাচে দিল্লী ক্যাপিটালসের (DC) সম্মান প্রদর্শনের ধরণ দেখে অখুশি হয়েছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা। ফ্র্যাঞ্চাইজিকে সরাসরি জানিয়েও দেওয়া হয়েছে তা। বোর্ডের মতে ‘বাড়াবাড়ি’ করে ফেলেছে দিল্লী। ‘অনভিপ্রেত’ বলা হচ্ছে বিসিসিআই-এর তরফ থেকে।

আইপিএলের অন্দর সম্পর্কে ওয়াকিবহাল এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, “এটা দেখে একটু বাড়াবাড়িই মনে হচ্ছিলো। এই ভঙ্গীতে শ্রদ্ধা সাধারণত তখনই জানানো হয় যখন চরম বিপর্যয় নেমে আসে অথবা কেউ অবসর নেন। পন্থ তো সুস্থ হওয়ার পথে। যেমনটা আশা করা হচ্ছিলো, তার থেকে অনেক দ্রুত গতিতে ও সেরে উঠছে। যদিও ভালো উদ্দেশ্য নিয়েই এই সম্মানজ্ঞাপন করা হয়েছিলো, কিন্তু বোর্ডের তরফে সবিনয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে এমন কার্যকলাপ যেন না করা হয়।”

ডাগ আউটে জার্সি রাখার পরিকল্পনা করেন স্বয়ং হেড কোচ রিকি পন্টিং (Ricky Ponting), এমনটাই জানা গিয়েছে। ঋষভকে (Rishabh Pant) সম্মান জানাতে একটি ম্যাচে গোটা দলের সকল ক্রিকেটার তাঁর নাম ও নম্বর লেখা জার্সি পরে মাঠে নামবে বলেও শোনা যাচ্ছিলো দিল্লী (DC) ফ্র্যাঞ্চাইজি সূত্রে। বিসিসিআই রুষ্ট হওয়ায় সেই পরিকল্পনা আদৌ বাস্তবায়িত হয় কিনা তা নিয়েও এখন দেখা গিয়েছে সংশয়।

মাঠে হাজির থাকতে পারেন ঋষভ-

Rishabh Pant | IPL 2023 | image: twitter
Rishabh Pant can be present at Arun Jaitley Stadium to cheer for his team against Gujarat Titans

মরসুমের প্রথম ম্যাচে অধিনায়কের অভাব বোধ করেছে দিল্লী ক্যাপিটালস (DC) ফ্র্যাঞ্চাইজি। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৫০ রানের ব্যবধানে হারতে হয়েছে তাদের। টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং করতে আমন্ত্রণ জানিয়েছিলেন দিল্লীর অন্তর্বর্তীকালীন অধিনায়ক ডেভিড ওয়ার্নার (David Warner)। ১৯৩ রান তোলে কে এল রাহুলের দল। জবাবে ব্যাট করতে নেমে মার্ক উডের (Mark Wood) গতির সামনে নতজানু হতে হয়েছিলো দিল্লীকে। পৃথ্বী শ, মিচেল মার্শ, সরফরাজ খান-সহ মোট পাঁচ উইকেট নেন উড। ওয়ার্নারের অর্ধশতক সত্ত্বেও ১৪৩ এর বেশী এগোতে পারে নি ক্যাপিটালস (DC)।

আজ দ্বিতীয় ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের (GT) মুখোমুখি হতে চলেছে দিল্লী (DC)। প্রথম ম্যাচের হার ভুলে আজ ঘরের মাঠে জিততে বদ্ধপরিকর অক্ষর, কুলদীপ’রা। মাঠে নামার আগে দলকে চাঙ্গা করতে আজ হাজির থাকতে পারেন স্বয়ং ঋষভ পন্থ (Rishabh Pant)। চোট সারিয়ে আস্তে আস্তে সুস্থ হচ্ছেন তিনি। ক্রাচে ভর দিয়ে হাঁটও শুরু করেছেন। শোনা যাচ্ছে রুরকির বাড়ি থেকে দিল্লীতে খেলা দেখতে আসতে পারেন তিনি। তাঁর উপস্থিতিতে ক্যাপিটালস (DC) শিবির আদৌ ঘুরে দাঁড়াতে পারে কিনা সেদিকেই নজর থাকবে ক্রিকেটবিশ্বের।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *