IPL 2023: দিল্লীর বিরুদ্ধে মধুর প্রতিশোধ সানরাইজার্সের, ৯ রানে ম্যাচ জিতে নিলো ‘অরেঞ্জ আর্মি’ !! 1

IPL 2023: টানা পাঁচ ম্যাচ হেরে বিপর্যয়ের মুখে পড়া দিল্লী ক্যাপিটালস (DC) প্রথম জয়ের স্বাদ পেয়েছিলো কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদের ঘরের মাঠে গিয়ে তাদের হারিয়ে এসেছিলেন ওয়ার্নাররা। পরপর দুই জয় আশার সঞ্চার করেছিলো দিল্লী শিবিরে। অরুণ জেটলি স্টেডিয়ামে প্রতিযোগিতার ফিরতি পর্বে সানরাইজার্সকে (SRH) হারিয়ে জয়ের হ্যাট্রিক করতে চেয়েছিলো তারা, কিন্তু সেই আশা আর পূরণ হলো না। শনিবার নিজেদের ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে ৯ রানে হারতে হলো দিল্লীকে। ঘরের মাঠে হেরে যে আঘাত সইতে হয়েছিলো সানরাইজার্সকে, গতকাল তার মধুর প্রতিশোধ নিয়ে গেলো তারা।

চলতি মরসুমে অরুণ জেটলি স্টেডিয়ামে রান তাড়া করে জয়ের সংখ্যাই বেশী। সেই পরিসংখ্যানকে বিশেষ আমল না দিয়ে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন সানরাইজার্স অধিনায়ক মার্করাম (Aiden Markram)। মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) রান না পেলেও আরেক ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ঝকঝকে ৬৭ রানের ইনিংস খেললেন শনিবার। মিচেল মার্শের (Mitchell Marsh) বোলিং দাপটে বিশেষ সুবিধা করতে পারে নি হায়দ্রাবাদ মিডল অর্ডার, তবে শেষলগ্নে হেনরিখ ক্লাসেনের (Heinrich Klaasen) ঝোড়ো ব্যাটিং ১৯৭ রানে পৌঁছে দেয় হায়দ্রাবাদকে। রান তাড়া করতে নেমে শুরুতেই ওয়ার্নার (David Warner) আউট হলেও দলে যায় নি দিল্লী। মার্শ ও ফিলিপ সল্টের (Phillip Salt) ব্যাটে দিশা খুঁজে পায় তারা। তবে তাঁরা আউট হওয়ার পর সমস্যায় পড়ে ক্যাপিটালস (DC) শিবির। অক্ষর প্যাটেলের (Axar Patel) ১৪ বলে ২৯* রানের ইনিংসও ঢাকতে পারলো না মিডল অর্ডারের ব্যর্থতা। ১৯৭ এর জবাবে ১৮৮ রানেই থামে দিল্লী। হারতে হয় ৯ রানে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

১) নয়া ওপেনিং জুটি স্থায়ী হলো না বেশীক্ষণ-

DC vs SRH | IPL 2023 | image: twitter

গতকাল ওপেনিং জুটি হিসেবে অভিষেক শর্মার সাথে মায়াঙ্ক আগরওয়ালকে ব্যবহার করলো সানরাইজার্স হায়দ্রাবাদ। দিল্লীর বিরুদ্ধে বেশীদূর এগোতে পারলো না এই নয়া জুটি। তৃতীয় ওভারের তৃতীয় বলে ঈশান্ত শর্মার বলে বোল্ড হন মায়াঙ্ক। ৬ বলে ৫ রান করেন তিনি। ২১ রানের মধ্যেই প্রথম উইকেট হারিয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

২) অসাধারণ ইনিংস খেললেন অভিষেক শর্মা-

DC vs SRH | IPL 2023 | image: twitter

মায়াঙ্ক ফিরলেও তাঁর ওপেনিং পার্টনার অভিষেক শর্মাকে এদিন দেখা গেলো দুর্দান্ত ব্যাটিং করতে। অরুণ জেটলি স্টেডিয়ামে প্তিভার স্বাক্ষর রাখলেন তিনি। দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে তাঁর ব্যাট থেকে এলো ৩৬ বলে ৬৭ রান। মারলেন ১২টি চার। অভিষেকের অসাধারণ ইনিংস বড় রানের দিকে এগিয়ে যেতে সাহায্য করে সানরাইজার্স হায়দ্রাবাদকে।

৩) মিডল অর্ডারের দৈন্যতা স্পষ্ট-।

সম্পূর্ণ মরসুম জুড়েই সানরাইজার্স হায়দ্রাবাদ মিডল অর্ডারে দেখা যাচ্ছে ধারাবাহিকতার অভাব। তা ফের একবার স্পষ্ট হলো দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে। অভিষেক শর্মা ব্যাট হাতে দাপট দেখালেও রান পেলেন না রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম’রা। গতকাল ত্রিপাঠীর সংগ্রহ ৬ বলের ১০ রান এবং সানরাইজার্স অধিনায়ক মার্করাম করেন ১৩ বলে ৮ রান। নাইট রাইডার্সের বিপক্ষে শতরানের পর হ্যারি ব্রুকের ব্যর্থতা অব্যাহত। ২ বলে ০ রান করে আউট হন তিনি।

৪) বল হাতে জ্বলে উঠলেন মার্শ-

DC vs SRH | IPL 2023 | image: twitter

দিল্লী ক্যাপিটালসের হয়ে গতকাল অসামান্য বোলিং করতে দেখা গেলো অলরাউন্ডার মিচেল মার্শকে। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৭ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন তিনি। রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, হ্যারি ব্রুক এবং আব্দুল সামাদকে আউট করেন তিনি। মার্শের চার উইকেট পাশাপাশি দিল্লীর হয়ে ১টি করে উইকেট পান ঈশান্ত শর্মা এবং অক্ষর প্যাটেল।

৫) ক্লাসেন ঝড় উঠলো কোটলায়-

DC vs SRH | IPL 2023 | image: twitter

মিচেল মার্শের বোলিং-এ ভেঙে পড়ে সানরাইজার্স মিডল অর্ডার। চাপের মুখে দলকে ম্যাচে ফেরান উইকেটরক্ষক-ব্যাটার হেনরিখ ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ২৭ বলে ৫৩ রান করে অপরজিত থাকলেন দিল্লীর মাঠে। মারলেন ২টি চার এবং ৪টি ছক্কা। ক্লাসেনের ঝোড়ো ইনিংস ১৯৭ রান তূলতে সাহায্য করে সানরাইজার্সকে।

৬) দুই বলেই খতম অধিনায়কের ইনিংস-

রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে দিল্লী ক্যাপিটালস। প্রথম ওভারের দ্বিতীয় বলেই অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে আউট করে ভুবনেশ্বর কুমার। শর্ট আর্ম পুল মারতে চেয়েছিলেন ওয়ার্নার। ব্যাটের নাগাল এড়িয়ে স্টাম্পের বেল ছুঁয়ে যায় বল। ২ বলে ০ রান করে আউট হতে হলো ওয়ার্নারকে। স্কোরবোর্ডে কোনো রান যুক্ত হওয়ার আগেই উইকেট খুইয়ে চাপে পড়ে যায় দিল্লী।

৭) মার্শ-সল্ট জুটিতে দিশা পেলো দিল্লী-

DC vs SRH | IPL 2023 | image: twitter

সানরাইজার্সের বিরুদ্ধে অনবদ্য বোলিং-এর পর ব্যাটিং-এ দলকে ভরসা দিলেন মিচেল মার্শ। দ্বিতীয় উইকেটের জুটিতে ফিলিপ সল্টের সাথে ১১২ রান যোগ করেন তিনি। ৩৯ বলে ৬৩ রান করেন মার্শ। ১টি চার এবং ৬ ছক্কা হাঁকান মার্শ। পাশাপাশি উজ্জ্বল লাগলো সল্টকেও। তিনি ৩৫ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ড ক্রিকেটারের ব্যাট থেকে এসেছে ৯টি চার। ম্যাচের রাশ একদম দিল্লী ক্যাপিটালসের হাতেই তুলে দিয়েছিলো মারশ-সল্ট জুটি।

৮) ভরসা দিতে ব্যর্থ মনীশ-সরফরাজ’রা-

DC vs SRH | IPL 2023 | image: twitter

সল্টকে আউট করে জুটি ভাঙেন মায়াঙ্ক মারকণ্ডে। ফের চাপে পড়ে যায় দিল্লী। ১ রানে অভিষেক শর্মার বলে আউট হন মনীশ পান্ডে। এরপর আকেল হোসেনের বলে মার্শ ফিরতেই জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলো সানরাইজার্সের। ফের একবার ঘরের মাঠে মুখ থুবড়ে পড়লো দিল্লী ক্যাপিটালসের মিডল অর্ডার। সরফরাজ খান আউট হন ৯ রান করে। প্রিয়ম গর্গের সংগ্রহ ১২ রান।

৯) অক্ষরের লড়াই সত্ত্বেও হার দিল্লীর-

Axar Patel | IPL 2023 | image: Twitter

গোটা মরসুমে জুড়ে দিল্লির ব্যাটিং ব্যর্থতা ঢাকার দায় এসে পড়ছে অক্ষর প্যাটেলের ওপর। মিডল অর্ডার আজও থরথরিকম্প হওয়ায় সাতে নামা অক্ষরের ওপরেই ছিলো সম্মানরক্ষার ভার। ১৯তম ওভারের শেষ বলকে বাউন্ডারিতে পাঠিয়ে হতাশায় মাথা নাড়তে দেখা গেলো অক্ষরকে। শেষ ওভারে বাকি ছিলো ২৬ রান। ১৬ রানের বেশী তূলতে পারে নি দিল্লী। মরিয়া লড়াই চালিয়ে ১৪ বলে ২৯ রানে অপরাজিত থাকলেন অক্ষর, কিন্তু যথেষ্ট হলো না তা। ৯ রানে ম্যাচ হারতে হলো তাদের।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *