ipl 2023

IPL 2023: আহমেদাবাদ, মোহালি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ,লক্ষ্ণৌর পর আইপিএলের আসর আজ বসেছিলো ‘দিলওয়ালা’দের শহর দিল্লীতে। ২০২১ সালের পর প্রথম আইপিএল ম্যাচ, জনতার আকর্ষণ ছিলো প্রচন্ড মাত্রায়। দলে দলে মাঠ ভরিয়েছিলেন তাঁরা। গ্যালারিতে তিলধারণেরও জায়গা ছিলো না সম্ভবত। গ্যালারিতে চেনা ছবি দেখা গেলেও অচেনা ঠেকলো অরুণ জেটলি স্টেডিয়ামের বাইশ গজ। দিল্লী সাধারণত স্পিন-সহায়ক মন্থর উইকেট দেখে অভ্যস্ত ক্রিকেটজনতা। বল বাইশ গজে পড়ে নীচু থাকে, খানিক সময় নিয়ে ব্যাটে আসে এখানে। কিন্তু আজ সবুজ ঘাসের আভাস দেখা গেলো উইকেটে। ফ্লাড লাইটের আলোয় পেসারদের বলকে রীতিমত নড়াচড়া করতেও দেখা গেলো।

চোটের কারণে গোটা মরসুমে দিল্লী পাবে না ঋষভ পন্থকে (Rishabh Pant)। তরুণ উইকেটরক্ষক-ব্যাটার আজ ক্রাচ নিয়েই খেলা দেখতে মাঠে ছুটে এসেছিলেন। তাঁকে দেখে গ্যালারি ফেটে পড়তেও দেখা গেলো। পন্থের উপস্থিতি অবশ্য ক্যাপিটালস (DC) শিবিরের ব্যাটিং-এ বিশেষ উন্নতি আনতে পারলো না। আজ টসে জিতে প্রথমে দিল্লীকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ফের একবার টপ অর্ডার ভেঙে পড়লো তাসের ঘরের মত। ডেভিড ওয়ার্নার (David Warner), অক্ষর প্যাটেলদের (Axar Patel) সৌজন্যে ২০ ওভারের শেষে ১৬২ রানে পৌঁছতে পেরেছিলো দিল্লী। ব্যাটিং নিয়ে সমস্যা রয়ে গেলেও সম্ভবত উইকেটরক্ষক নিয়ে বাকি মরসুমে আর ভাবতে হবে না ক্যাপিটালসকে। প্রথম সুযোগে আজ ভরসা যোগালেন বাংলার অভিষেক পোড়েল।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

রান তাড়া করতে নেমে শুরুটা বিস্ফোরক করেছিলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) এবং শুভমান গিল (Shubman Gill)। কিন্তু দ্রুত তাঁডের ফিরিয়ে দিল্লীকে ম্যাচে ফেরান এনরিখ নর্খিয়া (Anrich Nortje)। সদ্যই দক্ষিণ আফ্রিকা থেকে দিল্লী শিবিরে যোগ দিয়েছেন তিনি। প্রথম  ম্যাচেই গতির আগুন ছোটালেন তিনি। বিপর্যয় সামলে দলকে ঘুরে দাঁড় করালেন সাই সুদর্শন (Sai Sudarshan) এবং বিজয় শঙ্কর (Vijay Shankar)। তাঁদের জুটি ভাঙলেও জয় তুলে নিতে সমস্যায় পড়তে হলো না টাইটান্সদের। ছয় নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেলে ১১ বল বাকি থাকতেই গতবারের চ্যাম্পিয়নদের টানা দ্বিতীয় জয়ের স্বাদ এনে দেন ডেভিড মিলার।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

ব্যাটিং নিয়ে চিন্তা রয়েই গেলো দিল্লীর-

IPL 2023 | Axar Patel | image: twitter
Late flurry from Axar Patel’s bat propelled Delhi to a respectable total

প্রথম ম্যাচে লক্ষ্ণৌর বিরুদ্ধে দিল্লী ক্যাপিটালস (DC) ব্যাটিং অনেক প্রশ্নের জন্ম দিয়ে গিয়েছিলো। আজ গুজরাত টাইটান্স (GT) ম্যাচেও সেই একই প্রশ্নগুলি রয়েই গেলো। কোনো উত্তর খুঁজে বের করতে পারলো না রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়দের মত বড় নামসমৃদ্ধ থিঙ্কট্যাঙ্ক। দেশের জার্সিতে পৃথ্বী শ’কে (Prithvi Shaw) দেখতে চেয়ে সরব হয়েছিলেন বেশ কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞ। ব্যাট হাতে পৃথ্বীর পারফর্ম্যান্স দেখে তাঁরা নিজেদের সেই দাবী থেকে সরে এলে অবাক হওয়ার কোনো কারণ নেই। আজ মাত্র ৭ রান করে আউট হলেন তিনি। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে ভালো ব্যাট করার পর আশা ছিলো মিচেল মার্শকে (Mitchell Marsh) নিয়ে। প্রথম ম্যাচে শূন্যের পর দ্বিতীয় ম্যাচে মাত্র ৪ রান করলেন তিনি।

নিজের সেরা সময় অবশ্যই পেরিয়ে এসেছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। কিন্তু ঋষভ পন্থহীন এই দিল্লী ব্যাটিং লাইন আপে এখনও ভরসাযোগ্য মুখ যে কেবল তিনি, তা আজও বুঝিয়ে দিলেন অজি ওপেনার। লক্ষ্ণৌর বিরুদ্ধে একা কুম্ভ হয়ে লড়ে ৫৬ রান করেছিলেন। আজও উল্টোদিকে যখন একের পর এক ব্যাটার আসছেন আর ফিরছেন সাজঘরে, ওয়ার্নারকেই দেখা গেলো রান তোলার চেষ্টায় ব্যাপৃত হতে। আলঝারি জোশেফকে (Alzharri Joseph) কাট মারতে গিয়ে ৩৮ রানে বোল্ড হলেন তিনি। অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ছড়ি ঘোরাতে দেখা গেলো পেসারদের। মহম্মদ শামি (Mohammed Shami) পেলেন ৩ উইকেট। ২ উইকেট পেলেন আলঝারি জোসেফও।

সরফরাজ খানকেও (Sarfaraz Khan) ইতিবাচক মনে হলো না আজ। আড়ষ্ট হয়ে রইলেন বাইশ গজে। থিতু হওয়ার পরেও বড় শট খেলার অনীহা দেখা গেলো তাঁর মধ্যে। ৩৪ বলে ৩০ রানের মন্থর ইনিংস খেলে দিল্লীর ওপর উলটে চাপ বাড়িয়ে দিয়ে গেলেন মুম্বইয়ের ব্যাটার। তুলনায় বেশ সপ্রতিভ মনে হলো বাংলার অভিষেক পোড়েলকে (Abhishek Porel)।

হেলমেটে বল লাগলো তাঁর। তবুও দমে না গিয়ে রানের সন্ধান করতে দেখা গেলো তাঁকে। যশ ঠাকুরকে একটি দর্শনীয় ছক্কাও হাঁকালেন লং-অনের ওপর দিয়ে। রশিদ খানের (Rashid Khan) বলের লাইন না বুঝে স্টেপ আউট করতে গিয়ে অবশ্য বোল্ড হলেন তিনি। করলেন ১১ বলে ২০ রান। ম্যাচে ৩ উইকেট নিলেন আফগানিস্তানের লেগস্পিনার। দিল্লীর রানকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। লোয়ার অর্ডারে ২০ বলে ৩৪ রানের অমূল্য ইনিংস খেললেন তিনি।

সুদর্শন আর ‘কিলার মিলারে’ জয় গুজরাতের-

Sai Sudarshan | IPL 2023 | image: twitter
Sai Sudarshan’s unbeaten half-century helped Gujarat Titans register their second consecutive win in IPL 2023

গুজরাত টাইটান্সের (GT) তরফ থেকে ইনিংসের শুরুতে খোলা মনে খেলার অনুমতি দেওয়াই আছে ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha)। আজকেও চার-ছক্কা দিয়েই সূচনাটা করেছিলেন শিলিগুড়ির ‘পাপালি’। বাধ সাধলো এনরিক নর্খিয়া’র (Anrich Nortje) গতি। ভেতরে আসা বলের লাইন বুঝতে না পেরে বোল্ড হন ঋদ্ধি। করেন ৭ বলে ১৪ রান। তাঁর ওপেনিং পার্টনার শুভমান গিলকে (Shubman Gill) নিয়েই সবচেয়ে বেশী আশায় ছিলেন গুজরাত সমর্থকেরা। কিন্তু ‘ল অফ অ্যাভারেজ’ আজ কোপ বসালো শুভমানে ব্যাটেও। নর্খিয়ার বলেই বোল্ড হয়ে ফিরলেন তিনি। ১৪ রান করেন ভারতীয় ক্রিকেটের নতুন ‘পোস্টার বয়।’ অধিনায়ক হার্দিকের (Hardik Pandya) ইনিংসকে বেশী লম্বা হতে দেন নি খলিল আহমেদ (Khaleel Ahmed)। অনবদ্য ‘লেট স্যুইং’-এর নমুনা দেখালেন তিনি। বাঁ-হাতি পেসারের বল হার্দিকের ব্যাটের কোণে চুম্বন করে জমা পড়লো উইকেটরক্ষক অভিষেক পোড়েলের (Abhishek Porel) দস্তানায়।

৫৪ রানে ৩ উইকেট খুইয়ে এক সময় চাপে পড়ে গিয়েছিলো গুজরাত (GT) দল। গতবারের চ্যাম্পিয়নদের অশ্বমেধের ঘোড়া কি শেষে দিল্লীতে এসে থামবে? উঠতে শুরু করেছিলো প্রশ্ন। কঠিন অবস্থা থেকে ম্যাচের পাল্লা টাইটান্সের (GT) দিকে ঘোরানোর কাজটা করেন সাই সুদর্শন (Sai Sudarshan) এবং বিজয় শঙ্কর (Vijay Shankar)। কেন উইলিয়ামসন (Kane Williamson) চোটের জন্য ছিটকে যাওয়ায় তিন নম্বরে ব্যাটিং-এর সুযোগ পেয়েছেন সাই।

সুযোগের সম্পূর্ণ সদ্ব্যাবহার করে ম্যাচ জেতানো ৬২* রানের ইনিংস খেললেন তিনি। মারলেন ৪টি চার এবং ২ ছক্কা। উল্টোদিকে আইরিশ পেসার জশুয়া লিটলের (Joshua Little) পরিবর্তে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলতে নামা বিজয় শঙ্কর ২৩ বলে ২৯ রান করে গুজরাত স্কোরবোর্ডকে সচল রাখলেন।

গুজরাত দলকে এবারও ট্রফিজয়ের অন্যতম দাবীদার বলা হচ্ছে তাদের স্কোয়াডের গভীরতার জন্য। যে কোনো পরিস্থিতির জন্যই তাদের দলে যে ম্যাচ উইনাররা রয়েছেন তা আজ আবার প্রমাণ করলো হার্দিক পান্ডিয়ার দল। গতকাল দলের সাথে যোগ দিয়েছিলেন ডেভিড মিলার (David Miller)। আজ ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে প্রায় ২০০ স্ট্রাইক রেট-সহ ৩১* রানের ঝকঝকে ইনিংস খেলে জয়ের পথ সুগম করে দিলেন তিনি। টানা দুই ম্যাচে জয় নিয়ে চার পয়েন্ট-সহ লীগ তালিকার শীর্ষে জায়গা করে নিলো টাইটান্সরা। আর পরপর দুই হার নিয়ে ডেভিড ওয়ার্নারের দিল্লী পড়ে রইলো নীচের দিকেই।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *