Delhi capitals ipl 2023

IPL 2023: চলতি আইপিএলে দিল্লী ক্যাপিটালস শিবিরের সময়টা বিশেষ ভালো কাটছে না। মরসুম শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিলো তারা। সড়ক দূর্ঘটনায় আহত হয়ে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছিলেন তাদের অধিনায়ক ঋষভ পন্থ। উইকেটরক্ষক-ব্যাটার পন্থের অনুপস্থিতি প্রতি পদে অনুভব করছে দিল্লী দল। ঋষভের (Rishabh Pant) পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে (David Warner) অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিলো ক্যাপিটালস (DC) শিবির। কিন্তু দলের খেলার মধ্যে জমাট ভাব এখনও আনতে পারেন নি তিনি। ফলস্বরূপ পরপর ম্যাচ হেরে আইপিএলে বিধ্বস্ত অবস্থা দিল্লীর। মাঠের লড়াইতে প্রত্যাবর্শনের পথ হাতড়ে বেড়াতে হচ্ছে তাদের।

টুর্নামেন্টের শুরুটা হার দিয়ে হয়েছিলো দিল্লীর। ৫০ রানে তারা হেরেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) কাছে। হার থেকে শিক্ষা নিয়ে ফিরে আসার অঙ্গীকার করেছিলো ক্যাপিটালস শিবির। কিন্তু দেখতে দেখতে পাঁচ ম্যাচ পেরিয়ে গেলেও এখনও পয়েন্টের খাতা খুলতে পারে নি তারা। পরপর হারতে হয়েছে গুজরাত টাইটান্স (GT), রাজস্থান রয়্যালস (RR), মুম্বই ইন্ডিয়ান্স (MI) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) কাছে। টালমাটাল পরিস্থিতিতে প্লে-অফের লড়াইতে টিকে থাকতে গেলে আগামী ২০ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জিততেই হবে তাদের। তবে ঘরের মাঠে নাইটদের মোকাবিলা করতে নামার আগে ফের বিপাকে দিল্লী দল। শেষে কিনা চুরি হয়ে গেলো ক্রিকেটারদের সরঞ্জাম। বেনজির এই ঘটনা চমকে দিয়েছে ক্রিকেটদুনিয়াকে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

 IPL-এর ব্যবস্থাপনা নিয়ে উঠে গেলো প্রশ্ন-

DC | IPL 2023 | image: twitter
DC players’ cricket equipment went missing during their travel from Bengaluru to Delhi

বেঙ্গালুরুর কাছে হেরে দিল্লী ফিরছিলেন ক্রিকেটাররা। যাতায়াতের পথে খোয়া গেলো সরঞ্জাম। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী সরঞ্জাম খোয়া যাওয়ার কথা ক্রিকেটাররা জানতে পারেন দিল্লী ফেরার পরে। যখন তাঁদের ঘরে কিটব্যাগ পৌঁছে দেওয়া হয় তখনই গোটা ঘটনা জানাজানি হয়। প্যাড, জুতো, থাই প্যাড, গ্লাভস প্রভৃতি চুরি হয়েছে। তবে হারানো জিনিসের তালিকায় সবচেয়ে বেশী সংখ্যায় রয়েছে ব্যাট। মোট ১৬টি ব্যাট হারিয়েছে বলে জানা গিয়েছে। খোয়া যাওয়া ব্যাটের বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ টাকা। সবচেয়ে বেশী ক্ষতির সম্মুখীন হয়েছেন তরুণ ক্রিকেটার যশ ধূল (Yash Dhull)। তাঁর ৫টি ব্যাট হারিয়েছে। পাশাপাশি ৩ টি করে ব্যাট খুইয়েছেন ফিল সল্ট (Phil Salt) ও অধিনায়ক ডেভিড ওয়ার্নার (David Warner)। ২টি হারিয়েছেন মিচেল মার্শও (Mitchell Marsh)।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

“গোটা ঘটনায় অবাক ক্রিকেটাররা, সকলকেই কিছু না কিছু হারাতে হয়েছে। এহেন অভিজ্ঞতার মুখে আগে কখনও পড়তে হয় নি বলেই জানিয়েছেন তাঁরা। গোটা বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। প্রথমে লজিস্টিকস ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করা হয়। পরে জানানো হয় বিমানবন্দর ও পুলিশকে” ঘটনার পরিপ্রেক্ষিতে এমনটাই ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে দিল্লী ক্যাপিটালস (DC) সূত্র। “আমাদের ডিউটি অফিসার ওনাদের অভিযোগপত্রে ঘটনার বিস্তারিত বিবরণ লিখে জমা করতে অনুরোধ করেন। ওনারা জানিয়েছেন যাবতীয় তথ্য সংগ্রহ করে অভিযোগপত্র জমা করবেন। আইন মোতাবেক গোটা ঘটনার তদন্ত হবে” ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন বিমানবন্দরের ডিসিপি দেবেশ কুমার মেহতা।

চুরির ঘটনা ঘটেছিলো PSL-এ-

PSL | image: twitter
CCTV cameras were stolen from Lahore’s Gaddafi stadium during PSL

আইপিএলে এই জাতীয় ঘটনা এই প্রথমবার ঘটতে দেখা গেলো। সাধারণত ক্রিকেটারদের সরঞ্জাম পরিবহনের জন্য কোনো কোম্পানিকে বরাত দেওয়া হয়, তারাই সুষ্ঠুভাবে গোটা বিষয়টি সম্পন্ন করেন। যখন যে শহরে ক্রিকেটাররা খেলতে যান তাঁরা সেই শহরের হোটেলে ক্রিকেটারদের নির্দিষ্ট ঘরে কিটব্যাগ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এভাবে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার ঘটনার কথা দেড় দশকে শোনা যায় নি।

মাসকয়েক আগে চুরির ঘটনায় শোরগোল পড়েছিলো আরেক ফ্র্যাঞ্চাইজি লীগে। পাকিস্তানের পিএসএল ম্যাচ চলাকালীন মাঠের সিসিটিভি ক্যামেরা চুরি হয়ে যাওয়ার খবর সামনে এসেছিলো। লাহোরের গদ্দাফি স্টেডিয়াম থেকে মোট আটটি ক্যামেরা খেলা চলাকালীন গায়েব হয়ে যাওয়ার ঘটনা ঘটে। একই সাথে চুরি গিয়েছিলো ফাইবার কেবল এবং জেনারেটরের ব্যাটারিও।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *