ipl 2024, mumbai indians
Mumbai Indians | Image: Getty Images

 

IPL 2023: আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স (MI)। পাঁচ বার ট্রফি ছিনিয়ে নিয়েছে তারা। মাঠের সাফল্যের পাশাপাশি মাঠের বাইরেও মুম্বই আইপিএলের দুনিয়ার অন্যতম জনপ্রিয় দল। বহু মানুষের আশা-আকাঙ্ক্ষা জড়িয়ে রয়েছে এই দলকে নিয়ে। পাঁচ বার খেতাব জিতলেও সাম্প্রতিক অতীতে মোটের ভালো পারফর্ম করতে পারে নি রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন মুম্বই দল। গত মরসুমে দশ দলের লীগে শেষ করেছিলো দশম স্থানে। এবারেও শুরুটা মোটেও চ্যাম্পিয়নসুলভ হয় নি তাদের। অ্যাওয়ে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হারতে হয়েছে আট উইকেটে।

বিরাট বাহিনীর বিরুদ্ধে হারের পর আজ আবার মাঠে নামছে মুম্বই (MI)। শনিবার সন্ধ্যায় ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে তারা। হার দিয়ে মরসুম শুরু করলেও চেন্নাই ঘুরে দাঁড়িয়েছে দিল্লী ক্যাপিটালসকে হারিয়ে। ছন্দে থাকা মহেন্দ্র সিং ধোনিদের (MS Dhoni) বিরুদ্ধে সহজ হবে না সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) লড়াই। জসপ্রীত বুমরাহরা মত বোলার গোটা মরসুমে না থাকা এমনিতেই খানকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে রোহিত শর্মাদের। ফর্মে থাকা ঋতুরাজ (Ruturaj Gaikwad), ডেভন কনওয়েদের (Devon Conway) মোকাবিলা করতে নামার আগে আরও একটা চিন্তা উদ্রেগকারী খবর শোনা যাচ্ছে মুম্বই শিবির থেকে। অনুশীলনে চোট পেয়ে নাকি চেন্নাই ম্যাচে অনিশ্চিত জোফ্রা আর্চার (Jofra Archer)।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

জোফ্রার থেকে IPL-এ অনেক আশা রয়েছে মুম্বইয়ের-

Jofra Archer | IPL 2023 | image: twitter
In the absence of Jasprit Bumrah, Jofra Archer is expected to lead MI’s bowling attack

পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ (JAsprit Bumrah)। বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্রকে হারিয়ে স্বভাবতই চাপে রয়েছে মুম্বই দল। বুমরাহর (Jasprit Bumrah) অভাব পূরণ করার জন্য তাদের তাকিয়ে থাকতে হচ্ছে ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারের দিকে। ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ের অন্যতম প্রধান কাণ্ডারী জোফ্রা আর্চারকে (Jofra Archer) গত ২০২২-এর মেগা নিলাম থেকে দলে নিয়েছিলো মুম্বই।বুমরাহ-জোফ্রা জুটিকে আগুন ঝরাতে দেখার আশা করেছিলেন সমর্থকেরা। তবে চোটের কারণে ২০২২ আইপিএলে খেলতে পারেন নি আর্চার। ২০২৩-এ বুমরাহ না থাকায় পেস জুটিকে মাঠে দেখতে আরও কিছুদিন অপেক্ষ করে হবে অনুরাগীদের।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স (MI) জার্সিতে অভিষেক হয়েছিলো জোফ্রার। প্রথম দিনের পারফর্ম্যান্স আহামতি ছিলো না ইংল্যান্ডের পেসারের। বিরাট কোহলি-ফাফ দু প্লেসিদের বিরুদ্ধে সাধারণ মনে হয়ছিলো তাঁকে। এগিয়ে এসে রীতিমত আগ্রাসন দেখিয়ে জোফ্রাকে (Jofra Archer) কভার বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেন বিরাট (Virat Kohli)। প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৩ রান দিয়ে উইকেটের ঝুলি শূন্য রয়ে গিয়েছে তাঁর।

চোট পেয়ে অনিশ্চিত জোফ্রা আর্চার-

Virat vs Archer | IPL 2023 | image: twitter
Jofra Archer might miss the clash against CSK owing to a injury sustained during training

আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রতিযোগিতার দুই সফলতম দলের লড়াই। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) প্রতিপক্ষ চার বারের খেতাব বিজয়ী চেন্নাই সুপার কিংস (CSK)। আইপিএলের এল ক্লাসিকোতে জয় ছিনিয়ে নিতে মরিয়া দুই পক্ষই। এখনও পয়েন্টের খাতা খুলতে পারে নি রোহিত শর্মার (Rohit Sharma) দল। তাই তাগিদ বেশী তাদেরই। গত ম্যাচের ভুলত্রুটি শুধরে নিয়ে দল সাজানোর পথে হাঁটার সম্ভাবনা তাদের। কিন্তু মাঠে নামার আগেই বড় ধাক্কার সম্মুখীন তারা। অনিশ্চিত হয়ে পড়েছেন তারকা পেসার জোফ্রা আর্চার।

প্রাক্তন ক্রিকেটার সুব্রহ্মনিয়াম বদ্রীনাথ এই তথ্য জানিয়েছেন। বদ্রীনাথ তাঁর ইউটিউব চ্যানেলে জানান যে অনুশীলনের সময় কনুইতে চোট পেয়েছেন আর্চার (Jofra Archer)। চোট নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তিনি। ঝুঁকি চাইছে না মুম্বই ম্যানেজমেন্ট’ও। সেই কারণে চেন্নাইয়ের বিরুদ্ধে বাইরে থাকতে পারেন ইংল্যান্ডের পেসার। চোটের কারণে আইপিএলে ২০২২ মরসুমে না খেললেও ভারতের ফ্র্যাঞ্চাইজি লীগের আঙিনায় একদম নতুন নন আর্চার। এর আগে রাজস্থান রয়্যালস জার্সি (RR) গায়ে চাপিয়ে তিনি খেলেছেন। ৩৬ আইপিএল ম্যাচে ৪৬ উইকেট রয়েছে তাঁর। টি-২০ কেরিয়ারে ১২৮ ম্যাচে ১৬৭ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন আর্চার।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *