indian-origin-players-in-world-cup

World Cup 2023: ভারতের মাটিতে বসেছে বিশ্বকাপের আসর। ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১-এর পর চতুর্থবার ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতার আসর বসেছে ভারতের মাটিতে। তবে এবারের বিশ্বকাপ আগের তিন সংস্করণের থেকে খানিকটা আলাদা। এই প্রথম কোনো এশীয় দেশ হিসেবে সম্পূর্ণ টুর্নামেন্ট আয়োজন করছে ভারত। ১৯৭৯-এর পর ভারতই প্রথম দেশ যারা গোটা টুর্নামেন্ট নিজেদের দেশে আয়োজন করার ছাড়পত্র পেয়েছে। বিশাল দেশ ভারতবর্ষ, তার প্রতিটি কোণার মানুষকে বিশ্বকাপের আমেজ উপভোগ করার সুযোগ করে দিতে বদ্ধপরিকর আইসিসি ও বিসিসিআই। সেই কারণেই ভারতের নানা প্রান্তের দশটি মাঠকে চিহ্নিত করা হয়েছে বিশ্বকাপের ভেন্যু হিসেবে। উদ্বোধন ও ফাইনাল হচ্ছে আহমেদাবাদে। এছাড়া সেমিফাইনালের দায়িত্ব পেয়েছে মুম্বই ও কলকাতা। এছাড়াও দিল্লী,চেন্নাই, বেঙ্গালুরু, পুনে, লক্ষ্ণৌ, ধর্মশালা ও হায়দ্রাবাদও থাকছে তালিকায়।

আয়োজক ভারতের সাথে আরও নয় দেশ এবার বিশ্বকাপের (ICC World Cup 2023) আঙিনায় পা রেখেছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের মত হেভিওয়েট দলের পাশাপাশি থাকছে শ্রীলঙ্কা, বাংলাদেশ্, আফগানিস্তান, নেদারল্যান্ডও। বিশ্বকাপে ভারতকে ‘ফেভারিট’ বলে মানছেন অধিকাংশ ক্রিকেটবিশেষজ্ঞই। কোহলি, রোহিতদের ক্রিকেটীয় দক্ষতার পাশাপাশি ‘হোম অ্যাডভান্টেজ’ও বড় ভূমিকা নেবে বলে মনে করছেন তারা। তবে ভারতের মাটিতে কেবল টিম ইন্ডিয়াই যে হোম অ্যাডভান্টেজ পাবে, এমনটা কিন্তু মোটেই নয়। বরং অন্যান্য দলগুলিতেও এমন বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যাঁদের সাথে আত্মিক যোগসূত্র রয়েছে ভারতের। নিজেদের পূর্বপুরুষের দেশে অন্য কোনো দলের জার্সি গায়ে মাঠে নামবেন তাঁরা।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

১) কেশব মহারাজ, দক্ষিণ আফ্রিকা-

Keshav Maharaj | ICC World Cup 2023 | Image: Getty Images
Keshav Maharaj | Image: Getty Images

এই তালিকার প্রথমেই থাকবেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ (Keshav Maharaj)। প্রোটিয়া জার্সিতে ৩২ একদিনের ম্যাচে ৩৯ উইকেট নেওয়া কেশব, চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) দক্ষিণ আফ্রিকার অন্যতম ভরসা। তাঁর পূর্বপুরুষেরা দক্ষিণ আফ্রিকা পাড়ি দিয়েছিলেন উত্তরপ্রদেশের সুলতানপুর অঞ্চল থেকে। আগামী ১২ অক্টোবর উত্তরপ্রদেশের লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে কেশব যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন, তখন ‘ঘরের মাঠ’-এ খেলার অনুভূতি হতেই পারে তাঁর।

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

২) রচিন রবীন্দ্র, নিউজিল্যান্ড-

Rachin Ravindra | ICC World Cup 2023 | Image: Getty Images
Rachin Ravindra | Image: Getty Images

এবারের বিশ্বকাপে (ICC World Cup 2023) হইচই ফেলে দিয়েছেন ২৩ বর্ষীয় কিউই অলরাউন্ডার রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য ১২৩* রান করেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে নেরদারল্যান্ডসের বিরুদ্ধেও করেছেন ৫১ রান। এই তরুণ প্রতিভার সাথেও ভারতের যোগাযোগ বেশ গভীর। রচিনের নামটি বেশ তাৎপর্যপূর্ণ। শচীন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়-ভারতের দুই ক্রিকেট কিংবদন্তির নাম জুড়ে তাঁর নাম রেখেছিলেন রচিনের বাবা।। কর্ণাটকের বেঙ্গালুরু থেকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলো রচিনের পরিবার।

৩) ঈশ সোধি, নিউজিল্যান্ড-

Ish Sodhi | ICC World Cup 2023 | Image: Getty Images
Ish Sodhi | Image: Getty Images

নিউজিল্যান্ডের স্পিনার ঈশ সোধির (Ish Sodhi) সাথেও ভারতের যোগসূত্র রয়েছে। পাঞ্জাবের লুধিয়ানা অঞ্চলে ১৯৯২ সালের ৩১ অক্টোবর মাসে জন্ম তাঁর। ভারত থেকে পাড়ি দেন নিউজিল্যান্ডে। আন্তর্জাতিক ক্রিকেটে কিউইদের কালো জার্সিই বেছে নেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে গত দশ বছরে টেস্টে ৫৪টি, একদিনের ম্যাচে ৬১টি এবং টি-২০তে ১২৬টি উইকেট নিয়েছেন তিনি।

৪) বিক্রমজিৎ সিং, নেদারল্যান্ডস-

Vikramjit Singh | ICC World Cup 2023 | Image: Getty Images
Vikramjit Singh | Image: Getty Images

নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে অর্ধশতক করে নজর কেড়েছেন বছর ২০’র বিক্রমজিৎ সিং (Vikramjit Singh)। বাম হাতি ওপেনিং ব্যাটারের জন্মও ভারতে। ২০০৩ সালে পাঞ্জাবের চিমা কুর্দ এলাকায় জন্ম তাঁর। জলন্ধর এলাকা ছেড়ে পাড়ি জমান নেদারল্যান্ডসে। সেখানে বয়সভিত্তিক ক্রিকেটে উত্থান তাঁর। বর্তমানে ভারতের নীল নয়, বরং নেদারল্যান্ডসের কমলা জার্সিতেই উজ্জ্বল তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ একদিনের ম্যাচে ৮৯০ রান করেছেন তিনি। ৮টি টি-২০তে তাঁর রানসংখ্যা ৭৬।

৫) তেজা নিদামানুরু, নেদারল্যান্ডস-

Teja Nidamanuru | ICC World Cup 2023 | Image: Getty Images
Teja Nidamanuru | Image: Getty Images

ডাচ অলরাউন্ডার তেজা নিদামানুরু’র (Teja Nidamanuru) জন্মও ভারতে। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারা অঞ্চলে ১৯৯৪ সালের ২২ অগস্ট জন্মগ্রহণ করেন তিনি। ২৯ বর্ষীয় অলরাউন্ডারও বিশ্বকাপ খেলছেন, তবে ভারতের জার্সিতে নয়, বরং নেদারল্যান্ডসের জার্সিতে। ডাচ বাহিনীর হয়ে তিনি ২১ একদিনের ম্যাচে ৫০৬ রান করেছেন। রয়েছে ২টি শতরান’ও। ৬টি টি-২০তে ৩০ রানের বেশী অবশ্য করতে পারেন নি।

৬) আরিয়ান দত্ত, নেদারল্যান্ডস-

Aryan Dutt | ICC World Cup 2023 | Image: Getty Images
Aryan Dutt | Image: Getty Images

ডাচ শিবিরের আরও এক ক্রিকেটারের সাথে সম্পর্ক রয়েছে ভারতের। বছর কুড়ির স্পিনার আরিয়ান দত্ত’ও (Aryan Dutt) ভারতীয় বংশোদ্ভুত। তাঁর পরিবার পাঞ্জাবের হোশিয়ারপুর ছেড়ে পাড়ি জমিয়েছিলো নেদারল্যান্ডসে। সেখানে ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নিয়েছেন আরিয়ান। এখনও অবধি কমলা জার্সিতে ২৬টি একদিনের ম্যাচে তিনি করেছেন ১০১ রান এবং নিয়েছেন ২১টি উইকেট। ৫টি টি-২০ ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা ৪।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *