ভারত বনাম পাকিস্তান (IND vs PAK), নিঃসন্দেহে ক্রিকেট দুনিয়ার শ্রেষ্ঠতম প্রতিদ্বন্দ্বিতা। উপমহাদেশের দুই হেভিওয়েট দল বিশ্বের যে প্রান্তেই মুখোমুখি হোক না কেন, ভরে ওঠে গ্যালারি। গলা ফাটাতে দেখা যায় সমর্থকদের। দুই পড়শি দেশের বাইশ গজের যুদ্ধকে কেন্দ্র করে সরগরম থাকে সারা বিশ্বের ক্রিকেটমহল। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ‘অ্যাসেজ’ প্রতিদ্বন্দ্বীতার সাথে মাঝেমধ্যেই চলে আসে তুলনা। তবে রাজনৈতিক, সামাজিম দিক থেকে দুটোর যে কোনো তুলনা হয় না তা স্পষ্ট জানিয়েছেন খোদ প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার টম মুডিই।
রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে এই মুহূর্তে দুই দল দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ রেখেছে বহুদিন হলো। সেই কারণে ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ (T20 World Cup), চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়া কাপের মত বহুদলীয় টুর্নামেন্টে দুই শিবিরের সাক্ষাৎ হলে তা চুটিয়ে উপভোগ করতে মুখিয়ে থাকেন দর্শকেরা। অনেক সময়ই কথা ওঠে যে কেমন হত যদি সীমানার ব্যবধান মুছে একই দলে খেলতে পারতেন ভারত ও পাকিস্তানের (IND vs PAK) ক্রিকেটাররা? ৯ তারিখ টি-২০ বিশ্বকাপে ভারত-পাক যুদ্ধের আগে দেখা যাক সেক্ষেত্রে কেমন হতে পারত দল।
Read More: ভিডিও: ওয়ার্নারকে অপমান ওমানের তারকার, বার্বাডোজের মাঠে ছড়ালো উত্তেজনা !!
এক দলে বাবর-বিরাট, অধিনায়ক রোহিত-
ভারত বনাম পাক (IND vs PAK) ম্যাচে যাঁদের পরস্পরের বিপরীতে দেখা যায় তাঁদের যদি কোনো কারণে খেলানো যায় একই দলে, তাহলে দুনিয়ার ক্রিকেটজনতার কাছে তা যে এক অসাধারণ অভিজ্ঞতা হতে পারে তা হলফ করে বলা যায়। সেক্ষেত্রে এই যৌথ দলের হয়ে ওপেনিং করতে সম্ভবত দেখা যাবে রোহিত শর্মা (Rohit Sharma) ও বাবর আজমকে (Babar Azam)। অভিজ্ঞতা ও সাফল্যের নিরিখে নেতা হওয়ার বিষয়ে এগিয়ে থাকবেন রোহিতই। তিন নম্বরে নামবেন কোহলি (Virat Kohli)। পাকিস্তানের বিপক্ষে ভারতীয় সুপারস্টারের পরিসংখ্যান দুর্দান্ত। যৌথ দলের হয়ে তিনি কেমন খেলেন, নজর থাকবে সকলের। এরপর নামতে পারেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। কুড়ি-বিশের খেলায় ধারাবাহিকতার অন্য নাম রিজওয়ান। এই স্কোয়াডে তাই তাঁর জায়গা পাওয়া নিয়ে প্রশ্নের অবকাশ নেই।
পাঁচে খেলতে পারেন ভারতের সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টি-২০ বিশ্বর্যাঙ্কিং-এ গত দুই বছর পয়লা নম্বর ব্যাটার তিনি। টানা দুইবার পেয়েছেন বর্ষসেরার পুরষ্কার। ‘মিস্টার ৩৬০ ডিগ্রী’ও তাই এই একাদশে ‘অটোমেটিক চয়েজ।’ ছয়ে দেখা যেতে পারে ঋষভ পন্থকে (Rishabh Pant)। সড়ক দুর্ঘটনার বিভীষিকাকে পিছনে ফেলে বর্তমানে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। আইপিএলে ভালো পারফর্ম্যান্স করার পর নজর কেড়েছেন চলতি টি-২০ বিশ্বকাপেও। ভারত-পাক যৌথ দলেও তাই জায়গা হচ্ছে তাঁর। উইকেটরক্ষকের দস্তানাও রিজওয়ান নয়, বরং উঠবে ঋষভের হাতে। এছাড়াও সাতে থাকছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ব্যাট হাতে ‘ফিনিশার’-এর ভূমিকা নিতে পারেন তিনি। খেলতে পারেন ঝোড়ো ইনিংস। সাথে হয়ে উঠতে পারেন কার্যকরী বোলিং বিকল্প’ও।
শক্তিশালী বোলিং, দেখা যেতে পারে স্বপ্নের পেস জুটি-.
ভারত ও পাকিস্তানের (IND vs PAK) যৌথ একাদশে থাকতে পারেন চার বিশেষজ্ঞ বোলার। এর মধ্যে তিন পেসার ও এক স্পিনারের ফর্মূলা নিয়েই এগোনো যেতে পারে। পেস বিভাগে যে প্রথম নামটি হবে জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah), সে সম্পর্কে কারও মনেই কোনো দ্বিধা নেই। এই মুহূর্তে গোটা ক্রিকেটদুনিয়ায় তিন ফর্ম্যাটে এত ধারাবাহিক পেসার সম্ভবত দ্বিতীয় কেউ নেই। চোট সারিয়ে এসে যেন আলাদা ছন্দে রয়েছেন তিনি। ওডিআই বিশ্বকাপ, টেস্ট সিরিজে ভালো খেলেছেন। চলতি টি-২০ বিশ্বকাপেও প্রথম ম্যাচে পেয়েছেন সেরা খেলোয়াড়ের পুরষ্কার। নতুন বলে তাঁর সাথে জুটি বাঁধতে পারেন শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। তরুণ বাম হাতি পেসারের প্রতিভাও তারিফযোগ্য। গতির সাথে নিখুঁত নিশানায় বোলিং-এর দক্ষতা তাঁকে অনন্য করে তুলেছে।
যদি ভারত-পাক (IND vs PAK) কোনো যৌথ দল গঠিত হয় তাহলে সেখানে থাকতে পারেন মহম্মদ আমির (Mohammad Amir)। বিস্তর ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছে তাঁর ক্রিকেটজীবন। স্পট ফিক্সিং কাণ্ড থেকে আচমকা থেকে অবসর ঘোষণা-নাটকীয়তা রয়েছে পরতে পরতে। কিন্তু ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের জন্য দলে ফিরেছেন তিনি। ১৪০-১৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দুই দিকে স্যুইং করানোর দক্ষতা রয়েছে আমিরেরও। পাওয়ার প্লে’র পাশাপাশি ডেথ ওভারেও কার্যকরী হতে পারেন তিনি। চতুর্থ পেসার হিসেবে থাকতে পারেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এছাড়া স্পিন বিভাগে একমাত্র নাম হতে পারে ভারতের কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ইমাদ ওয়াসিম বা শাদাব খান বাদ পড়বেন ফর্মের কারণে। টিম কম্বিনেশনের জন্য জায়গা হচ্ছে না জাদেজা, চাহাল, অক্ষরদের।
এক নজরে যৌথ দল-
রোহিত শর্মা (উইকেটরক্ষক), বাবর আজম, বিরাট কোহলি, মহম্মদ রিজওয়ান, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, শাহীন শাহ আফ্রিদি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ আমির।
Also Read: IND vs PAK: T20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের মূল্য পৌঁছেছে কোটি টাকায়, মাথায় হাত ক্রিকেট প্রেমীদের !!