IND vs ENG: “ভারতের দুই কোহিনূর…” যশস্বী-সরফরাজের প্রশংসায় মুখর নেটপাড়া, শুভেচ্ছা গাওস্কর, শচীনেরও !! 1

IND vs ENG: রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চালকের আসনে ভারত। টসে জিতে প্রথম ইনিংসে ব্যাটিং করে ৪৪৫ রান তুলেছিলো টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনের শেষ দেড় সেশনে ইংল্যান্ড যেভাবে ব্যাটিং করেছিলো, তা রীতিমত আশঙ্কা জাগিয়েছিলো ভারতীয় সমর্থকদের মধ্যে। কিন্তু তৃতীয় দিন থেকে ম্যাচের পাল্লা ঝুঁকে ‘মেন ইন ব্লু’র দিকেই। ইংল্যান্ডের ‘বাজবল’-এর পালটা ‘জয়স-বল’ দেখা গিয়েছিলো গতকালই। ওপেন করতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন যশস্বী জয়সওয়াল। প্রথমে খানিক সময় নিলেও পরে গিয়ার বদলে পেরিয়ে গিয়েছিলেন শতরানের গণ্ডী। সেঞ্চুরি সেলিব্রেশনে কোমরে টান ধরেছিলো তরুণ ব্যাটারের। মাঠ ছেড়েছিলেন রিটায়ার্ড হার্ট হয়ে। আজ সকালে ফের মাঠে নামেন তিনি। গতকালের মত আজও চলে যশস্বীর ব্যাটিং তাণ্ডব, সঙ্গী হিসেবে পান সরফরাজ খান’কে। দুই তরুণের ব্যাটিং বিক্রমে মোহিত ক্রিকেটবিশ্ব।

রাজকোট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত এগিয়ে ছিলো ৩২২ রানে। ক্রিজে ছিলেন শুভমান গিল ও কুলদীপ যাদব। আজ সকালে শুভমান রান-আউট হতেই ক্রিজে আসেন যশস্বী। টেস্ট নয়, বরং আগাগোড়া টি-২০র মেজাজে পাওয়া গেলো তাঁকে। রেহান আহমেদ, টম হার্টলি, জেমস অ্যান্ডারসন-ইংল্যান্ড শিবিরের কোনো বোলারকেই রেয়াৎ করেন নি তিনি। কিংবদন্তি অ্যান্ডারসনকে গতকাল পরপর তিন বলে এক ছক্কা ও দুই চার মেরেছিলেন। আজ টানা তিন ছক্কা মেরে বুঝিয়ে দিলেন আন্তর্জাতিক আঙিনায় এই মুহূর্তে বিশ্বসেরা ওপেনারদের তালিকায় রাখতেই হবে তাঁকে। গত টেস্টেই একটি দ্বিশতরান করেছিলেন যশস্বী। রাজকোটে প্রথম ইনিংসের ব্যর্থতা পুষিয়ে দিলেন দ্বিতীয় ইনিংসে কেরিয়ারের দ্বিতীয় দ্বিশতক করে। অপরাজিত রইলেন ২১৪ রান করে।

Read More: IND vs ENG: মাঠে ফিরছেন রবিচন্দ্রণ অশ্বিন, রাজকোট টেস্টের চতুর্থ দিনে শক্তি বাড়ছে টিম ইন্ডিয়ার !!

যশস্বী-সরফরাজ’কে কুর্নিশ সোশ্যাল মিডিয়ার-

Yashasvi Jaiswal and Sarfaraz Khan | IND vs ENG | Image: Getty Images
Yashasvi Jaiswal and Sarfaraz Khan | IND vs ENG | Image: Getty Images

যশস্বীর পাশাপাশি নজর কাড়লেন সরফরাজ খান’ও। বহু সংঘর্ষের পর অবশেষে জাতীয় দলের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি। প্রথম ইনিংসেও ব্যাট হাতে নির্ভরতা দিয়েছিলেন। ৬৭ বলে ৬২ করে দুর্ভাগ্যজনক ভাবে রান-আউট না হলে হয়ত অভিষেক টেস্টে শতরান করতে পারতেন। আজ দ্বিতীয় ইনিংসেও সপ্রতিভ তিনি। স্পিনের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করলেও। প্রায় নিখুঁত ভাবে সামলালেন অ্যান্ডারসন-উডদের পেস বোলিং’ও। কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতক এলো তাঁর ব্যাট থেকে। অপরাজিত থাকেন ৬৮ রান করে। বাইশ গজে যশস্বী ও সরফরাজের ব্যাটিং এক ঝলক টাটকা বাতাসের সঞ্চার করেছে ভারতীয় সমর্থকদের মনে। কোহলি-রোহিতদের উত্তরসূরিরা দলের দায়িত্ব নিতে তৈরি, মনে করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

গতকাল এক্স-হ্যান্ডেলে যশস্বীর প্রশংসা করেছিলেন বীরেন্দ্র শেহবাগ। আজ যশস্বীর সাথে সাথে সরফরাজেরও প্রশংসা শোনা গেলো সুনীল গাওস্কর, শচীন তেন্ডুলকরদের মত কিংবদন্তিদের থেকে। ধারাভাষ্যের মাইক হাতে গাওস্কর দুই তরুণ তুর্কির প্রশংসা করে বলেন, ‘উইকেটে টিকে থেকে বড় ইনিংস খেলা, এটাই মুম্বই ক্রিকেটের ঘরানা। কুর্নিশ দুজনকে।’ তারিফ করে শচীন এক্স-হ্যান্ডেলে লিখেছেন, “একজনের ডাবল হান্ড্রেড আরেকজনের ডাবল অর্ধশতক। যশস্বী-সরফরাজ জুটি ইংল্যান্ডের সামনে জোড়া সমস্যা হয়ে দেখা দিয়েছে। ওদের খেলা লাইভ দেখতে পারি নি। কিন্তু শুনে ভালো লাগছে। এভাবেই চালিয়ে যাও।” দুই প্রজন্মের দুই তারকার সাথে একমত হয়েছেন অধিকাংশ নেটিজেন। সরফরাজ-যশস্বীকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন তাঁরাও। লিখেছেন, ‘দুজনেই ভবিষ্যতের সুপারস্টার।’

দেখুন ট্যুইটচিত্র-

Also Read: IND vs ENG: রান-আউটে হাতছাড়া শতরান, মাঠের মধ্যেই হতাশার বহিঃপ্রকাশ শুভমানের অভিব্যক্তিতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *