IND vs ENG: রান-আউটে হাতছাড়া শতরান, মাঠের মধ্যেই হতাশার বহিঃপ্রকাশ শুভমানের অভিব্যক্তিতে !! 1

IND vs ENG: চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের তৃতীয় টেস্ট। দ্বিতীয় দিনের শেষে বেন ডাকেটের বিক্রমে খানিক পিছিয়ে পড়েছিলো টিম ইন্ডিয়া। তৃতীয় দিন দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরেছে তারা। প্রথমে প্রতিপক্ষকে আটকে রেখেছে অল্প রানে। আদায় করে নিয়েছে ১২৬ রানের লিড। তারপর ব্যাট হাতেও দাপট বজায় রেখেছে ‘মেন ইন ব্লু।’ অ্যান্ডারসন, উড, হার্টলিদের বিরুদ্ধে দুই তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের ব্যাটে ভর দিয়ে এগোলো ভারত। ম্যাচের তৃতীয় দিনেই শতরান সম্পূর্ণ করেন যশস্বী। এরপর কোমরে টান লাগায় অবসৃত হন তিনি। অর্ধশতক পেরিয়ে অপরাজিত ছিলেন শুভমান। তাঁর কাছেও সুযোগ ছিলো আজ অর্থাৎ ম্যাচের চতুর্থ দিনে শতরান করার। কিন্তু কাছাকাছি পৌঁছেও হাতছাড়া হলো তিন অঙ্কের মাইলস্টোন। ৯১ রানের মাথায় ফিরতে হলো তাঁকে।

Read More: IND vs ENG: মাঠে ফিরছেন রবিচন্দ্রণ অশ্বিন, রাজকোট টেস্টের চতুর্থ দিনে শক্তি বাড়ছে টিম ইন্ডিয়ার !!

রাজকোটের ব্যাটিং বান্ধব পিচে নৈশপ্রহরী কুলদীপ যাদবকে সঙ্গে নিয়ে আজ সকালে ভারতীয় ইনিংসকে সাবলীল ছন্দেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শুভমান। বেশ কিছু বাউন্ডারিও এসেছিলো তাঁর ব্যাট থেকে। কিন্তু ‘নার্ভাস নাইন্টি’র গেরোয় পড়ে হাতছাড়া হলো শতরান। ইনিংসের ৬৪তম ওভারের শেষ বলে দুর্ভাগ্যজনক ভাবে রান-আউট হতে হলো তরুণ ব্যাটারকে। টম হার্টলির ডেলিভারিটি কুলদীপ যাদব মিড অনের দিকে ঠেলতেই নন-স্ট্রাইকার প্রান্ত থেকে রানের উদ্দেশ্যে দৌড়েছিলেন শুভমান। রানের উদ্দেশ্যে দুই পা এগোলেও পরে তাঁকে ফেরত পাঠান কুলদীপ। মরিয়া হয়ে ক্রিজে ফেরার প্রয়াস করেছিলেন শুভমান। কিন্তু ততক্ষণে দেরী হয়ে গিয়েছে অনেকটা। বেন স্টোকসের দুরন্ত থ্রো তালুবন্দী করে উইকেট ভেঙে দেন টম হার্টলি। ডাইভ দিয়েও শেষরক্ষা করতে পারেন নি ভারতীয় তারকা।

প্রথম ইনিংসে জাদেজার ভুলে রান-আউট হয়ে শতরানের সুযোগ হারিয়েছিলেন সরফরাজ খান। দ্বিতীয় ইনিংসে ভুলবোঝাবুঝির শিকার হয়ে শতক হাতছাড়া হলো শুভমানের। সম্প্রতি টেস্ট ক্রিকেটে ফর্ম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। প্রথম ইনিংসে করেছেন শূন্য রান। দ্বিতীয় ইনিংসে কেরিয়ারের চতুর্থ শতরান নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাত তরুণ ব্যাটারকে। কিন্তু দুর্ভাগ্য তাড়া করে বেড়ালো তাঁকে। রান-আউট হওয়ার পর নিজের হতাশা চেপে রাখতে পারেন নি তিনি। মাঠেই শুভমানের শরীরী ভাষায় দেখা গেলো একরাশ বিরক্তি আর হতাশার বহিঃপ্রকাশ। হাতের ব্যাটটি দিয়েই মাটিতে আঘাত করতে উদ্যত হয়েছিলেন তিনি। মাথা নাড়তে নাড়তে বেরোন মাঠ থেকে। শুভমান আউট হওয়ায় তৃতীয় উইকেট হারালো ভারত। গতকাল চোটের কারণে মাঠ ছাড়া যশস্বী জয়সওয়াল আপাতত নেমেছেন নিজের ইনিংস এগিয়ে নিয়ে যেতে।

দেখে নিন শুভমানের হতাশার বহিঃপ্রকাশ-

Also Read: IND vs ENG: “বাজবলের ধার উধাও…” ব্যাটে-বলে দাপট টিম ইন্ডিয়ার, সিরাজ-যশস্বীদের প্রশংসায় মুখরিত নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *