IND vs ENG: মাঠে ফিরছেন রবিচন্দ্রণ অশ্বিন, রাজকোট টেস্টের চতুর্থ দিনে শক্তি বাড়ছে টিম ইন্ডিয়ার !! 1

IND vs ENG: রাজকোটে জমে উঠেছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের তৃতীয় টেস্ট। দ্বিতীয় দিনে ভারতের তোলা ৪৪৫ রানের জবাবে দুরন্ত ক্রিকেট খেলে ২০৭ রানে পৌঁছে গিয়েছিলো ইংল্যান্ড। মাত্র ২ উইকেট খুইয়েছিলো তারা। কিন্তু তৃতীয় দিনে প্রত্যাবর্তন ঘটায় টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে প্রতিপক্ষকে চাপে রাখে রোহিত শর্মার দল। দিনের শুরুতে বেন স্টোকসবাহিনীকে মাত্র ৩১৯ রানে গুটিয়ে দিয়ে ভারতকে ১২৬ রানের বড় লিড উপহার দেন বোলাররা। এরপর ব্যাট করতে নেমে শুরুতে ওপেনার রোহিত শর্মাকে হারালেও যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের ব্যাট চালকের আসনে বসায় স্বাগতিক দেশকে। দুরন্ত শতরান করেন যশস্বী। অর্ধশতক শুভমানেরও। দ্বিতীয় দিনের শেষে ৩২২ রানে এগিয়ে থাকা স্বস্তি যুগিয়েছিলো ভারতীয় শিবিরকে।

Read More: IND vs ENG: তৃতীয় দিনের শেষে চালকের আসনে ভারত, যশস্বীর শতরানে ৩২২ রানে এগিয়ে রোহিত’রা !!

টিম ইন্ডিয়ার স্বস্তি আরও খানিক বাড়লো রবিচন্দ্রণ অশ্বিনের প্রত্যাবর্তনের খবরে। রাজকোট টেস্টে ৫০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করার পরেই মাঠ ছাড়তে হয়েছিলো অভিজ্ঞ অফস্পিনারকে। ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে ব্যক্তিগত কারণে বাড়ি ফিরছেন অশ্বিন। খেলছেন না বাকি টেস্টে। পরে বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্ল জানান যে মায়ের অসুস্থতার কারণে বাড়ি ফিরেছেন তারকা ক্রিকেটার। জানা যায় হাসপাতালেও ভর্তি করতে হয়েছে অশ্বিনের মা’কে। এমনিতেই কোহলি, কে এল রাহুল, শ্রেয়স আইয়ারদের মত তারকারা নানা কারণে খেলতে পারছেন না রাজকোট টেস্ট। তার উপর অশ্বিনের না থাকা চিন্তা বাড়িয়েছিলো সমর্থকদের। দুশ্চিন্তার মেঘ কাটলো তাঁর প্রত্যাবর্তনের খবরে।

ইএসপিএন ক্রিকইনফো মারফত সকালেই খবর মিলেছিলো যে মাঠে ফিরতে চলেছেন অশ্বিন। কিছুক্ষণ আগে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই খবরে সিলমোহর দিয়েছে খোদ বিসিসিআই। বোর্ডের তরফে জানানো হয়েছে যে, ম্যাচের দ্বিতীয় দিনের পর সাময়িক বিরতি নিলেও চতুর্থ দিন মাঠে উপস্থিত থাকবেন রবিচন্দ্রণ অশ্বিন। কঠিন সময়ে পাশে থাকার জন্য  সমর্থক ও সংবাদমাধ্যমের প্রতি ধন্যবাদজ্ঞাপনও করা হয়েছে বোর্ডের তরফ থেকে। অশ্বিন ফেরায় পূর্ণ শক্তির দল নিয়েই শেষ দুই দিন মাঠে নামতে পারবে ভারত। এমসিসি’র নিয়মের ১.২.২ ধারা অনুযায়ী কোনো ক্রিকেটার ম্যাচের মাঝে অব্যাহতি নিলে একমাত্র প্রতিপক্ষ দলের সম্মতিতেই বিকল্প পাওয়া যেতে পারে। তেমন কোনো সম্মতি স্টোকস বাহিনীর তরফ থেকে মেলে নি বলেই খবর। অশ্বিনের বদলি হিসেবে গতকাল দেবদত্ত পাডিক্কাল ফিল্ডিং করেছেন ঠিকই, কিন্তু ব্যাটিং বা বোলিং করার ছাড়পত্র ছিলো না তাঁর।

Also Read: IND vs ENG: শতরান করেই কোমরের চোটে কাবু যশস্বী জয়সওয়াল, ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে ফিরতে হল ড্রেসিংরুমে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *