IND vs ENG: “বাজবলের ধার উধাও…” ব্যাটে-বলে দাপট টিম ইন্ডিয়ার, সিরাজ-যশস্বীদের প্রশংসায় মুখরিত নেটমাধ্যম !! 1

IND vs ENG: রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। দ্বিতীয় দিনের শেষে বেশ চাপে ছিলো টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার জোড়া শতরানের সৌজন্যে স্কোরবোর্ডে ৪৪৫ রান তুলেও স্বস্তিতে থাকা সম্ভব হয় নি ভারতের। নেপথ্যে বেন ডাকেটের বিধ্বংসী ব্যাটিং। গতকাল মাত্র দেড় সেশন ব্যাট করেই শতরান করে দিয়েছিলেন তিনি। দিনের শেষে অপরাজিত ছিলেন ১৩৩ রানে। ইংল্যান্ডের স্কোর ছিলো ২০৭/২। ম্যাচে চালকের আসনে বসতে হলে আজ ভারতকে অসামান্য পারফর্ম্যান্স করতেই হত। গতকাল রাত্রে ব্যক্তিগত কারণে রবিচন্দ্রণ অশ্বিন সরে দাঁড়ানোয় চ্যালেঞ্জ আরও কঠিন হয়েছিলো টিম ইন্ডিয়ার জন্য। কিন্তু কঠিন পরীক্ষায় আজ সসম্মানে উত্তীর্ণ হলো দল। প্রথমে বোলাররা ও পরে ব্যাটারদের দাপটে ভারত পিছনে ফেললো প্রতিপক্ষকে।

দিনের শুরুতেই ফেরেন জো রুট। যেভাবে জসপ্রীত বুমরাহকে রিভার্স স্কুপ মারতে গিয়ে উইকেট ছুঁড়ে এলেন তা নিয়ে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় প্রাক্তনী আকাশ চোপড়া তো রুটের ব্যাটিং-এর সাথে লগান সিনেমার অর্জন চরিত্রটির তুলনা করেছেন এক্স প্ল্যাটফর্মে। এরপর সিরাজ, কুলদীপদের দাপটে ইংল্যান্ডের ইনিংস বেশীক্ষণ স্থায়ী হয় নি আজ। ৪ উইকেট নিয়ে নেটনাগরিকদের শুভেচ্ছা কুড়িয়েছেন সিরাজ। গতকাল পায়ে চোট পেয়েছিলেন তিনি। তা সত্ত্বেও যেভাবে বোলিং করেছেন, তাকে কুর্নিশ জানিয়েছেন ক্রিকেট অনুরাগীরা। ইংল্যান্ড ব্যাটারদের কটাক্ষ করে অনেকে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটটা টেস্টের মত করেই খেলা উচিৎ। টি-২০’র মত করে নয়।’ ৩১৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। তাদের প্রথম ইনিংস শেষে ১২৬ রানের লিড পায় টিম ইন্ডিয়া।

Read More: IND vs ENG: “দেখালো ব্যাটিং কাকে বলে…” ফের শতরান যশস্বীর, তরুণ তুর্কির ব্যাটিং-এ মোহিত সমাজমাধ্যম !!

যশস্বীর জন্য প্রশংসা, রজতের ভাগ্যে জুটলো কটাক্ষ-

Yashasvi Jaiswal | IND vs ENG | Image: Getty Images
Yashasvi Jaiswal | IND vs ENG | Image: Getty Images

জবাবে ব্যাট করতে নেমে ভালোই এগোচ্ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু জো রুটের বলে উইকেট হারান তিনি। এরপর ইনিংসের হাল ধরেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। প্রথম খানিক সময় নিলে পরে টি-২০’র মেজাজেই দেখা গেলো যশস্বীকে। প্রথম ৫০ রান করতে তিনি নেন ৮০ বল। মাত্র ৪২ বলে পরবর্তী ৫০ রান করে কেরিয়ারের তৃতীয় টেস্ট শতরান করলেন তরুণ ক্রিকেটার। ২২ বর্ষীয় ওপেনারকে শুভেচ্ছায় ভরিয়েছে নেটদুনিয়া। ‘এমন প্রতিভা লাখে একটা হয়। ভারত ভাগ্যবান, যশস্বীর মত একজনকে পেয়েছে’ লিখেছেন এক নেটিজেন। প্রাক্তনী বীরেন্দ্র শেহবাগ’ও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। মস্করার সুরে লিখেছেন, ‘স্পিনারদের সাথে যেমন ব্যবহার করা উচিৎ, ঠিক তেমনটাই করছে যশস্বী। দে দনা দন।’

শতরান সেলিব্রেট করতে গিয়ে কোমরে টান ধরে যশস্বী জয়সওয়ালের। ফিরলো ডেভিড ওয়ার্নার ও হাসান আলির স্মৃতি। দ্বিশতরান করে আনন্দে লাফ দিতে গিয়ে পেশীতে টান ধরেছিলো ওয়ার্নারের। পাক পেসার হাসান আলি’র উইকেট উদযাপন হয়ে উঠেছিলো যন্ত্রণাদায়ক। সেই ঘটনার উল্লেখ করে কেউ কেউ মজা করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে রিটায়ার্ড হার্ট হওয়া যশস্বী আগামীকাল ফের মাঠে নামুন,চলছে সেই প্রার্থনাও। রাজকোটের ব্যাটিং সহায়ক পিচেও ব্যর্থ রজত পতিদার। আজ ১০ বলে ০ করেন তিনি। নেটনাগরিকদের কটাক্ষের শিকার মধ্যপ্রদেশের ব্যাটার। ‘পরবর্তী টেস্ট থেকে পতিদারকে যেন দেখতে না হয়’ লিখেছেন একজন। ‘ভারতীয় ব্যাটিং-এর একমাত্র দুর্বল স্থান পতিদার’ মন্তব্য আরও একজনের। অর্ধশতক করে অপরাজিত শুভমান। তাঁর থেকেও বড় স্কোরের প্রত্যাশা নেটনাগরিকদের। দিনের শেষে ভারতের লিড ৩২২ রানের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG: শতরান করেই কোমরের চোটে কাবু যশস্বী জয়সওয়াল, ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে ফিরতে হল ড্রেসিংরুমে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *