IND vs ENG: “সেরা সময় পেরিয়ে এসেছে রোহিত…” ভারতের পরাজয়ের দিনে কোহলির স্মৃতি হাতড়ালেন ইংল্যান্ড কিংবদন্তি !! 1

IND vs ENG: ২০২৪-এর শুরুটা বেশ ভালো হয়েছিলো টিম ইন্ডিয়ার (Team India)। কেপ টাউনে তারা হারিয়েছিলো দক্ষিণ আফ্রিকাকে। ঘরের মাঠে আফগানিস্তানকেও হোয়াইটওয়াশ করেছিলো রোহিত শর্মার দল। জয়রথের চাকা আটকে গেলো ইংল্যান্ডের বিরুদ্ধে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়লো ভারত। টসে জিতে সফরকারী দলের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন। প্রথম ইনিংসে প্রতিপক্ষকে ২৪৬ রানে আটকে রেখেছিলেন ভারতীয় বোলাররা। জবাবে ব্যাট হাতে ১৯০ রানের লিড’ও নিতে সক্ষম হয়েছিলো ‘মেন ইন ব্লু।’ কিন্তু তৃতীয় ইনিংসে অলি পোপের (Ollie Pope) মহাকাব্যিক ১৯৬ রানের ইনিংস ‘পথের কাঁটা’ হয়ে দাঁড়ায় ভারতের। ৪২০ রান অবধি পৌঁছে যায় ইংল্যান্ড।

জয়ের জন্য চতুর্থ ইনিংসে টিম ইন্ডিয়ার সামনে লক্ষ্য ছিলো ২৩১। ঘূর্ণি পিচে বাজিমাত করেন নবাগত বাম হাতি স্পিনার টিম হার্টলি (Tom Hartley)। মাত্র ৬২ রান খরচ করে একাই ৭ উইকেট তুলে নেন তিনি। ২০২ রানেই থামে টিম ইন্ডিয়ার ইনিংস। ২৮ রানে হেরেই মাঠ ছাড়েন রোহিত-বুমরাহ’রা। হায়দ্রাবাদের মাঠে এই প্রথম হারলো ভারত। একই সঙ্গে টেস্ট ইতিহাসে প্রথমবার ভারতীয় দল ১০০’র বেশী রানের লিড নেওয়ার পরেও নাম লেখালো পরাজিতের তালিকায়। ইংল্যান্ডের বিরুদ্ধে অপ্রত্যাশিত হার ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায় নামিয়ে দিয়েছে পঞ্চম স্থানে। চাপ বাড়িয়েছে তারকাদের চোট-আঘাত। এরই মধ্যে কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ইংল্যান্ড প্রাক্তনী জিওফ্রে বয়কট (Geoffrey Boycott)। অধিনায়ক রোহিতকে কটাক্ষ করেন তিনি।

Read More: IND vs ENG: হায়দরাবাদে হারের পর বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া, বুমরাহকে শাস্তি দিল আইসিসি !!

সমালোচনার মুখে রোহিত শর্মা-

Ravichandran Ashwin and Rohit Sharma | IND vs ENG | Image: Getty Images
Ravichandran Ashwin and Rohit Sharma | IND vs ENG | Image: Getty Images

প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর তীব্র সমালোচনার মুখে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রশ্ন উঠেছে তাঁর ব্যাটিং নিয়ে। দুই ইনিংসে যথাক্রমে ২৪ ও ৩৯ রান করেছেন তিনি। প্রথম ইনিংসে যেভাবে অহেতুক স্টেপ আউট করে লিচকে (Jack Leach) মারতে গিয়ে উইকেট ছুঁড়ে এলেন,তা কতটা অধিনায়কোচিত সেই নিয়ে চলছে বিতর্ক। দ্বিতীয় ইনিংসেও হার্টলির (Tom Hartley) নীচু থেকে যাওয়া বলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেন নি তিনি। ফেরেন লেগ বিফোর উইকেট হয়ে। রোহিতের মত অভিজ্ঞ ব্যাটারের থেকে আরও বেশী দায়িত্ববোধ আশা করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু তাঁর পারফর্ম্যান্স নিঃসন্দেহে হতাশ করেছে তাঁদের।

একই সঙ্গে প্রশ্ন উঠছে রোহিতের (Rohit Sharma) অধিনায়কত্ব নিয়েও। যেখানে প্রতিপক্ষ ইংল্যান্ড আগাগোড়া আগ্রাসন দেখিয়ে বাজিমাত করে গেলো, সেখানে কেন অহেতুক রক্ষণাত্মক স্ট্র্যাটেজি গ্রহণ করলেন রোহিত, তা নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে সমর্থকদের মধ্যে। ক্লোজ-ইন ফিল্ডারের সংখ্যা বাড়িয়ে প্রতিপক্ষকে বড় শট খেলার চেষ্টা করতে বাধ্য করার কোনো প্রয়াস দেখা যায় নি রোহিতের অধিনায়কত্বে। পোপ (Ollie Pope) বা হার্টলির মত ব্যাটারকে যে পরিমাণ খুচরো রান নিতে দিয়েছে ভারত, দিনের শেষে সেটাই ব্যুমেরাং হয়ে ফিরেছে বলে মনে করছেন ক্রিকেটবোদ্ধারা। একই সাথে বোলিং পরিবর্তনের ক্ষেত্রেও আরও খানিক আক্রমণাত্মক হওয়ার প্রয়োজন ছিলো রোহিতের, মত বিশেষজ্ঞদের।

রোহিতের সমালোচনা করলেন বয়কট-

Geoffrey Boycott | IND vs ENG | Image: Getty Images
Geoffrey Boycott | Image: Getty Images

ভারতের পরাজয়ের পরের দিন ইংল্যান্ডের জনপ্রিয় সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’-এ রোহিতের তীব্র সমালোচনা করেছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan)। হারের দায় অনেকখানি ভারত অধিনায়কের উপর চাপিয়ে তিনি লেখেন, “…হায়দ্রাবাদে ভারত যেই ম্যাচে পরাজিত হয়েছে, সেখানে আমার মনে হয়েছে রোহিত শর্মার অধিনায়কত্ব একেবারেই মধ্যমানের ছিলো।”  এবার একই পথে হাঁটলেন ইংল্যান্ডের আরও এক কিংবদন্তি। ‘দ্য টেলিগ্রাফ’ সংবাদপত্রেই নিজের কলামে জিওফ্রে বয়কট (Geoffrey Boycott) গতকাল লিখেছেন, “নিজের সেরা সময়টা পেরিয়ে এসেছেন রোহিত শর্মা।” বিশ্বকাপ ফাইনালে হারের পরেই রোহিতের (Rohit Sharma) অবসর নিয়ে চলছিলো জল্পনা। বয়কটের কটাক্ষের পর হিটম্যানের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়া উচিৎ কিনা, তা নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা।

বয়কট (Geoffrey Boycott) নিজের প্রতিবেদনে উল্লেখ করেছেন ভারতীয় দলের আরেক স্তম্ভ বিরাট কোহলির (Virat Kohli) কথাও। ব্যক্তিগত কারণবশত হায়দ্রাবাদ টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। “মাঠে বিরাট কোহলির মত একজন অভিজ্ঞ ব্যাটারের অভাব অনুভব করেছে ভারত” লিখেছেন বয়কট। কিংবদন্তি ক্রিকেটার আরও জানিয়েছেন, “এবারই ১২ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতার সুবর্ণ সুযোগ রয়েছে ইংল্যান্ডের।” আগামী ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচের সাফল্যের পর আত্মবিশ্বাস সঙ্গী করেই মাঠে নামবেন রুট, স্টোকসরা। অন্যদিকে বেশ বেকায়দায় টিম ইন্ডিয়া। কোহলি, শামিদের পাচ্ছে না দল। চোটের কারণে খেলতে পারবেন না কে এল রাহুল, রবীন্দ্র জাদেজাও।

Also Read: IND vs ENG: দ্বিতীয় টেস্টের আগে হাসপাতালে ভর্তি তারকা ওপেনার, দলের মাথায় পড়লো বাজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *