IND vs AUS: আরও একটা টেস্ট ম্যাচ শেষ হয়ে গেলো মাত্র তিন দিনে। নাগপুর এবং দিল্লীতে ভারত সহজেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিলো। এবার শুধু বদলে গেলো জয়ী দলের নাম। বর্ডার-গাওস্কর ট্রফিতে প্রথম দুই ম্যাচের ব্যাপক বিপর্যয় কাটিয়ে উঠে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে বিশাল জয় পেলো অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে স্টিভ স্মিথ’রা (Steve Smith) হেরেছিলেন ইনিংস ও ১৩২ রানে। দ্বিতীয় ম্যাচেও বেনজির ব্যাটিং বিপর্যয়ের ফলাফল হিসেবে পরাজয় জুটেছিলো ৬ উইকেটে। ইন্দোরে সকল হিসেবনিকেশ উলটে সেই অজিরাই দুরন্ত ছন্দে থাকা ভারতের অশ্বমেধের ঘোড়াকে লাগাম পড়ালো অনায়াসে। জিতলো ৯ উইকেটে।
চার ম্যাচের সিরিজে তিন টেস্টের পর ফলাফল এখন ২-১। চোটের কারণে ব্যাগি গ্রিন শিবিরে ছিলেন না ডেভিড ওয়ার্নার (David Warner), জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। ব্যক্তিগত সমস্যায় দেশে ফিরেছিলেন অধিনায়ক প্যাট কামিন্স’ও (Pat Cummins)। নানাবিধ সমস্যায় জর্জরিত অস্ট্রেলিয়া দল ঘুরে দাঁড়ালো কেবলমাত্র হার না মানা লড়াইকে সম্বল করে। স্টিভ স্মিথের (Steve Smith) নেতৃত্বে পুণেতে ২০১৭ সালে টেস্ট জিতেছিলো অস্ট্রেলিয়া। ছয় বছর পর সেই স্মিথের নেতৃত্বেই ভারতকে হারালো তারা।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
আজকের হারের সাথে সাথে প্রশ্ন উঠে গেলো ‘টিম ইন্ডিয়া’র হোম অ্যাডভান্টেজের অতিরিক্ত ব্যবহার নিয়ে। ঘূর্ণি পিচ নিয়ে সিরিজ শুরুর আগে থেকেই চলছে আলোচনা। সেই পিচই ভারতের কাছে ত্রাস হয়ে দেখা গেলো ইন্দোরে। নিজেদের পাতা জালে নিজেরাই আটকা পড়লেন কোহলি, রোহিত’রা। হোলকার স্টেডিয়ামে হেরে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার স্বপ্নের সামনে উঠে গেলো প্রশ্নচিহ্ন।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
অস্ট্রেলিয়ার স্পিনে ঘায়েল হলো ভারত-

স্পিনের জাল বুনে প্রতিপক্ষকে দেশের মাঠে ঘায়েল করছে ভারত। শেষ কয়েক বছরে যেন এটাই দস্তুর হয়ে উঠেছে। বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মত দলগুলির বিরুদ্ধে স্পিন মন্ত্রেই বারবার ভরসা রাখতে দেখা গিয়েছে ‘মেন ইন ব্লু’কে। ‘হোম অ্যাডভান্টেজ ব্যবহারের পক্ষে বারবার সওয়াল করতে শোনা গিয়েছে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), কোচ রাহুল দ্রাবিড়দেরও (Rahul Dravid)। সেই স্পিনের ছকই ইন্দোরে ভারতের কাছে কাল হয়ে দাঁড়ালো। প্রথম দিন থেকেই বল এমন ঘুরলো যে ব্যাটিং’ই মুশকিল হয়ে দাঁড়ালো ভারতীয় মহাতারকাদের সামনে।
প্রথম ইনিংসে ম্যাথিউ ক্যুনেমানের (Mathew Kunhemann) ৫-১৬’র দরুণ ভারতের ইনিংস গুটিয়েছিলো ১০৯ রানে। ৮৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে নাথান লিয়ঁ’র (Nathan Lyon) সামনে আত্মসমর্পণ করতে দেখা গেলো ‘টিম ইন্ডিয়া’কে। কে এল্ রাহুলের (KL Rahul) বদলে জায়গা পেয়েও দুই ইনিংসেই ব্যর্থ হলেন শুভমান গিল। লিয়ঁ’কে মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে উইকেট হারালেন তিনি। রোহিত, শ্রেয়স, জাদেজা, ভরতের মত ব্যাটারদেরও সাজঘরের রাস্তা গতকাল দেখিয়েছিলেন লিয়ঁ।
লড়ছিলেন একা পূজারা (Cheteshwar Pujara)। ব্যাকওয়ার্ড শর্ট লেগে লিয়ঁ’র বলে দুরন্ত ক্যাচ ধরে তাঁর লড়াইতে ইতি টানেন স্টিভ স্মিথ। ৫৯ রান করে ফেরেন তিনি। ৬৪ রানে ৮ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং-এর মেরুদন্ড ভেঙে দিয়েছিলেন লিয়ঁ (Nathan Lyon)। চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে মাত্র ৭৬ রানের লক্ষ্যমাত্রাই বাঁধতে পারে ‘টিম ইন্ডিয়া।’
আক্রমণাত্মক ব্যাটিং-এ সহজ জয় অজিদের-

মাত্র ৭৬ রানের লক্ষ্য ছিলো সামনে। ভারত সফরে এসে এর থেকে ভালো জয়ের সুযোগ আর যে আসবে না তা বুঝেছিলেন অস্ট্রেলীয় ব্যাটার’রা। ম্যাচের শুরুর কিছুক্ষণ গুটিয়ে থেকে ভারতের বোলিং আক্রমণ সহ্য করার খেলায় মেতেছিলেন তাঁরা। তাতে লাভ অবশ্য বিশেষ হয় নি। দিনের দ্বিতীয় বলেই ফর্মে থাকা উসমান খোয়াজাকে (Usman Khawaja) ফিরিয়ে খানিক স্বপ্ন দেখিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। রক্ষণাত্মক খেলতে গেলে হিতে বিপরীত হতে পারে, তা বুঝতে বিশেষ সময় নেন নি ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন’রা। খেলার দুনিয়ায় ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ কথাটি বেশ পরিচিত। সেই চিরচেনা স্ট্র্যাটেজিই আজ বাইশ গজে ব্যবহার করতে দেখা গেলো হেড (Travis Head) এবং লাবুশেন’কে (Marnus Labuschagne)।
স্পিনভীতি দূরে সরিয়ে রেখে অশ্বিন (Ravichandran Ashwin) এবং জাদেজার (Ravindra Jadeja) বিরুদ্ধে আক্রমণে পন্থা অবলম্বন করলেন তাঁরা। চার-ছক্কা আসতে লাগলো দ্রুত। ধুলো ওড়া ঘূর্ণি পিচে অস্ট্রেলিয়া যে দ্রুত রান তোলায় মন দেবে, তা হয়ত আন্দাজ করেন নি ভারতীয় স্পিনার’রা। সেই কারণেই সম্পূর্ণ রণনীতিই বদলাতে হয় তাঁদের। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছে। মাত্র ৭৫ রানের পুঁজি নিয়ে মারমুখী অজিদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখা নেহাত দূরাশা ছাড়া কিছু নয়। ১৮.৫ ওভারের মধ্যেই জয়সূচক রান তুলে নেয় ‘ব্যাগি গ্রিন’ শিবির। ৪৯ রানে অপরাজিত থাকেন হেড (Travis Head)। লাবুশেন (Marnus Labuschagne) করেন ২৮* রান।
পরপর হার, চোট-আঘাত সমস্যায় জর্জরিত অস্ট্রেলিয়াকে সিরিজ থেকে মুছে ফেলেছিলেন অনেক বিশেষজ্ঞ’ই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত কেউ কেউ তো ভারতের পক্ষে ৪-০ ফলাফলের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু স্টিভ স্মিথের (Steve Smith) নেতৃত্বে বিখ্যাত অস্ট্রেলীয় ‘রুথলেসনেস’-এর দূর্দান্ত নিদর্শন রেখে ইন্দোরে ভারতকে শুধু রুখে দিলো না ক্যাঙারুবাহিনী, সাথে আগাগোড়া নাজেহাল করে স্পিনিং উইকেটের চেনা ছক আদৌ ভবিষ্যতে কার্যকরী হবে কিনা তা নিয়েও তুলে দিলো প্রশ্ন। এই হারের ফলে সিরিজের ফল এখন ২-১। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি জায়গা করে নিতে হলে আহমেদাবাদে চতুর্থ ম্যাচ জিততেই হবে ভারত’কে। সেখানেও কি অপেক্ষা করে থাকবে ধুলো ওড়া স্পিনিং পিচ? নাকি এই হার থেকে শিক্ষা নিয়ে উইকেটের চরিত্র বদলানোর কথা ভাববে ভারত? প্রশ্নের উত্তর খুঁজছে ক্রিকেটবিশ্ব।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur