শুরুতে আউট হয়ে যাওয়া এবং সেট হয়ে আউট হওয়ার মধ্যে অনেক তফাত রয়েছে। সেট হয়ে আউট হওয়াকে অনেকেই গর্হিত অপরাধ মনে করেন, এবং সেই ব্যাটসম্যান যদি হন রোহিত শর্মা, তাহলে সমালোচনা আরও বাড়বে বই কমবে না। এদিন বেশ ভালোমত সেট হয়ে গেলেও অস্ট্রেলিয়ার তারকা অফ স্পিনার নাথান লিয়ঁর বলে বাজে শট খেলে ৪৪ রানে আউট […]