IND vs AUS: শুভমান গিল নাকি KL রাহুল? সাংবাদিকের প্রশ্ন শুনেই মেজাজ হারালেন রোহিত শর্মা !! 1

IND vs AUS: আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। প্রথমে ম্যাচটি হিমাচল প্রদেশের পাহাড়ঘেরা ধর্মশালা’র মাঠে হওয়ার কথা থাকলেও স্টেডিয়ামে সময়ে তৈরি না হওয়ায় সরানো হয়েছে মধ্যপ্রদেশে। ইন্দৌরের হোলকার স্টেডিয়ামে বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় মোকাবিলায় স্টিভ স্মিথ, উসমান খোয়াজাদের মুখোমুখি হবেন রোহিত শর্মা (Rohit Sharma) , বিরাট কোহলি’রা (Virat Kohli)।

প্রথম দুই ম্যাচে ‘টিম ইন্ডিয়া’র সামনে নূন্যতম প্রতিরোধ গড়ে তুলতেও পারে নি ব্যাগি গ্রিন বাহিনী। দুটি ম্যাচই শেষ হয়ে গিয়েছে তিন দিনের মধ্যে। নাগপুরে সিরিজের প্রথম ম্যাচটিতে অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে তাসের ঘরের মত ভেঙে পড়ে অস্ট্রেলীয় ব্যাটিং আক্রমণ। ভারত জেতে ইনিংস এবং ১৩২ রানে। এরপর দিল্লীর মাঠেও ভারত জেতে ৬ উইকেটে। ফের একবার বল হাতে অজিদের ত্রাস হয়ে উঠেছিলেন অশ্বিন ও জাদেজা’ই।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023 

ছন্দে থাকা ভারতের কাছে ইন্দৌরে টানা তৃতীয় জয় তুলে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করাই লক্ষ্য। সাফল্য যেমন আত্মবিশ্বাস যোগাচ্ছে তেমনই চিন্তায় রেখেছে কে এল রাহুলের অফ ফর্ম। কর্ণাটকের ওপেনারকে বাতিল করে জায়গা দেওয়া হবে শুভমান গিল’কে (Shubman Gill)? ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে সাংবাদিকের প্রশ্ন শুনে রীতিমত বিরক্তি প্রকাশ করতে শোনা গেলো ভারত অধিনায়ক রোহিত শর্মা’কে (Rohit Sharma)।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

সেরা ছন্দের ধারেকাছেও নেই কে এল রাহুল-

IND vs AUS| KL Rahul | image: Getty images
KL Rahul has been going through a lean patch in his career for quite a while now

ব্যাট হাতে বর্তমানে কেরিয়ারের কঠিনতম সময় চলছে কে এল রাহুলের (KL Rahul)। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই দীর্ঘদিন রানের দেখা নেই। টি-২০ বিশ্বকাপে ব্যর্থ, রান পান নি বাংলাদেশ সফরে, দেশের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজেও উল্লেখযোগ্য কোনো ইনিংস খেলেন নি। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও ব্যাটিং-এর হালত তথৈবচ।

প্রথম টেস্টে এক ইনিংসে করেন ২০ রান। আর দ্বিতীয় ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে ১৭ এবং ১। লাল বলের খেলায় শেষবার অর্ধশতকের গণ্ডী পেরিয়েছেন এক বছরেরও বেশী আগে। শেষ দশ ইনিংসে মোট রান করেছেন ১২৫। এমতাবস্থায় তাঁকে দলের ওপেনার হিসেবে জায়গা দেওয়ার পক্ষপাতী নন অনেকেই।

সাধারণ সমর্থক থেকে বেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad) , কপিল দেবদের (Kapil Dev) মত বিশেষজ্ঞ’ও বলছেন সময় হয়েছে কর্ণাটকের ওপেনারকে দল থেকে বাদ দেওয়ার। ঘরোয়া ক্রিকেট খেলে নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করতে তাঁকে পরামর্শ দিয়েছেন হরভজন সিং। ভারতীয় দলের একাদশে কান্নুর লোকেশ রাহুলের (KL Rahul) বিকল্প হিসেবে সমর্থকদের প্রথম পছন্দ পাঞ্জাবের তরুণ ওপেনার শুভমান গিল।

আগুনে ফর্মে রয়েছেন শুভমান গিল-

Shubman Gill | IND vs AUS | image: twitter
Shubman Gill is in sublime form in all three formats of the game

রাহুলের ব্যাটে যদি ব্যর্থতা বাসা বেঁধে থাকে তাহলে তাঁর সম্পূর্ণ বিপরীত ছবি শুভমান গিলের (Shubman Gill) ব্যাটিং-এ। এই মুহূর্তে পাঞ্জাবের তরুণ ওপেনার যে ছন্দে ব্যাট করছেন, মনে হচ্ছে কোনোরকম ভুলচুক করা তাঁর পক্ষে সম্ভবই না। গত বছর জিম্বাবুয়ের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম একদিনের শতরান করেছিলেন তিনি। এরপর রানের লকগেট বন্ধ হয় নি তাঁর।

বাংলাদেশে জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন। নয়া বছরর গোড়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচে এসেছিলো শতরান। সেই কৃতিত্ব’কে তিনি ছাপিয়ে গিয়েছিলেন পরবর্তী নিউজিল্যান্ড সিরিজে। একটি শতরানের পাশাপাশি করেন দ্বিশতরানও। ২০৮ রানের চোখধাঁধানো ইনিংস খেলে পঞ্চম ভারতীয় হিসেবে দুইশত রানের ক্লাবের সদস্য হলেন তিনি। হলেন কনিষ্ঠতম দ্বিশতককারীও।

কুড়ি-বিশের ক্রিকেটেও অব্যাহত ছিলো শুভমানের (Shubman Gill) ব্যাটিং বিক্রম। আহমেদাবাদে কিউইদের বিপক্ষে মাত্র ৬৩ বলে তিনি ১২৬* রানের একটি ইনিংস খেলেন। তৈরি করেন একাধিক রেকর্ড। টেস্টে রাহুল (KL Rahul) ব্যর্থ হওয়ায় শুভমানকেই (Shubman Gill)  দলে চাইছেন অগণিত ক্রিকেটভক্ত।

প্রশ্ন শুনে মেজাজ হারালেন রোহিত শর্মা-

Rohit Sharma | IND vs AUS | image: Twitter
Indian captain Rohit Sharma lost his cool after a journalist asked him about Shubman and KL Rahul

গত কয়েক দিন ধরেই কে এল রাহুল (KL Rahul)  ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে ভারতের ক্রিকেটমহলের অলিন্দ। দেশজুড়ে অপসারণে দাবী ওঠা সত্ত্বেও কিসের ভিত্তিতে ভারতীয় একাদসে জায়গা করে নিচ্ছেন রাহুল? উঠেছে সেই প্রশ্ন। ইন্দৌরে ম্যাচ শুরু হওয়ার আগে রাহুল বিতর্ক থামার কোনো নাম নিচ্ছে না।

সাংবাদিক সম্মেলনে প্রশ্ন এড়াতে পারলেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা’ও (Rohit Sharma) । তৃতীয় টেস্টেও কি রোহিতের ওপেনিং সঙ্গী রাহুল? নাকি অবশেষে জায়গা পাচ্ছেন শুভমান (Shubman Gill) ? প্রশ্ন শুনে প্রশ্নকর্তার ওপরেই ক্ষাপ্পা হয়ে উঠলেন ‘হিটম্যান।’ তিনি বলেন, “শুভমান গিল এবং কে এল রাহুলের ব্যাপারে বলতে পারি যে ম্যাচের আগে দু’জনেই অনুশীলন করে। আজ গোটা দলের জন্যই ঐচ্ছিক অনুশীলন ছিলো। ১৭-১৮ জন সদস্য ছিলো। এটা শুধু রাহুল আর গিলের ব্যাপার নয়।”

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Read More: IND vs AUS: ইন্দৌর টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় একাদশে দেখা যেতে পারে এই ৩ রদবদল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *