IND vs AUS: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের চতুর্থ দিনে ছড়ি ঘোরালেন ভারতের ব্যাটার’রা। অস্ট্রেলিয়ার তোলা ৪৮০ রানের জবাবে তৃতীয় দিনের শেষে ‘টিম ইন্ডিয়া’র স্কোর ছিলো ২৮৯/৩। ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছিলো শুভমান গিলের অনবদ্য শতরান। অপরাজিত অবস্থায় সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। আহমেদাবাদের ব্যাটিং সহায়ক উইকেটে আজকেও বিশেষ সুবিধা করতে পারেন নি অজি বোলার’রা। কোহলি (Virat Kohli), অক্ষর প্যাটেলদের (Virat Kohli) ব্যাটিং বিক্রমে দিনভর ব্যাকফুটেই রইলেন মার্ফি, লিয়ঁ, ক্যুনেমান’রা।
ভারতের ব্যাটিং-কে এগিয়ে নিয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘসময় টেস্টে ক্রিকেটে রানখরা চলছিলো তাঁর ব্যাটে। চলতি সিরিজেও উল্লেখযোগ্য কোনো ইনিংস খেলতে পারেন নি প্রথম তিন টেস্টে। ঘরে-বাইরে সমালোচনার সম্মুখীন হচ্ছিলেন। আজ অসামান্য ব্যাটিং করে সমালোচনার জবাব দিলেন তিনি। দিনভর উইকেটে টিকে থেকে ৩২৪ বলে ১৮৬ রানের অনবদ্য ইনিংস খেললেন বিরাট। টেস্ট ক্রিকেটে করলেন ২৮তম শতরান। আন্তর্জাতিক কেরিয়ারের ৭৫তম সেঞ্চুরিটি করে শচীনের (Sachin Tendulkar) ১০০ শতরানের রেকর্ডের সাথে ব্যবধান আরও খানিক কমালেন তিনি।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
ব্যাট হাতে সাফল্য পেলেন শ্রীকার ভরত (KS Bharat), অক্ষর প্যাটেলরাও (Axar Patel)। প্রথম তিন টেস্টে সুবিধা করতে পারেন নি উইকেটরক্ষক শ্রীকার ভরত। আজ নিজের দক্ষতার ঝলক দেখালেন তিনি। করলেন ৪৪ রান। নাগপুর, দিল্লীর পর আরও একটি অর্ধশতক এলো অক্ষর প্যাটেলের ব্যাট থেকে। ৭৯ রানের ইনিংস খেলে স্টার্কের বলে উইকেট খোয়ান তিনি। আহমেদাবাদে রানের উৎসবের মাঝেই এক নয়া রেকর্ড গড়ে ফেললো ‘মেন ইন ব্লু।’ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবার প্রথম ছয় পার্টনারশিপের প্রতিটিই ৫০ রানের গণ্ডী পেরোলো।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
জুটি গড়ে বড় রান তুললেন ব্যাটার’রা-

বড় রান স্কোরবোর্ডে তূলতে হলে পার্টনারশিপের বিকল্প হয় না। প্রায়শই এমনটা বলে থাকেন বিশেষজ্ঞ’রা। বাইশ গজে আজ সেটাই করে দেখালো ‘টিম ইন্ডিয়া।’ ওপেনিং থেকে ষষ্ঠ উইকেট অবধি প্রতিটি পার্টনারশিপেই অন্তত ৫০ এর বেশী রান উঠলো ভারতের ইনিংসে। শুরুটা করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমান গিল (Shubman Gill)। প্রথম উইকেট পড়ার আগে ভারত স্কোরবোর্ডে যোগ করে ৭৪ রান। রোহিত ব্যক্তিগত ৩৫ রানের মাথায় উইকেট হারিয়ে ফেরেন সাজঘরে।
রোহিত ফিরলেও উইকেটে অটল ছিলেন শুভমান গিল (Shubman Gill)। তরুণ ওপেনার আহমেদাবাদে নিজের টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরানটি করলেন। চেতশ্বর পূজারার সাথেও লম্বা পার্টনারশিপ গড়েন তিনি। পূজারা (Cheteshwar Pujara) ও শুভমানের জুটি ভাঙে ১১৩ রান যোগ করার পর। ৪২ রান করে সাজঘরের পথ ধরেন পূজারা। চলতি টেস্টে চতুর্থ ভারতীয় হিসেবে বর্ডার-গাওস্কর ট্রফিতে ২০০০ রানের গণ্ডী পেরোলেন তিনি। চারে নামা বিরাট কোহলির সাথেও ৫৮ রানের জুটি গড়েন শুভমান। তৃতীয় দিনের শেষলগ্নে ১২৮ রান করে নাথান লিয়ঁ’র বলে আউট হন তিনি।
শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) পিঠের চোটে না থাকায় পাঁচ নম্বর ব্যাটিং করতে নেমেছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তৃতীয় দিনের শেষে বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার জুটি অপরাজিত ছিল আহমেদাবাদে। চতুর্থ দিনের সকালে রানগতি বাড়ানোর প্রয়াস করেছিলেন ‘জাড্ডু।’ তবে ক্রিজে দীর্ঘস্থায়ী হন নি তিনি। তবে আউট হওয়ার আগে বিরাট কোহলির (Virat Kohli) সাথে ৫৮ রানের জুটি গড়েন তিনি।
ভরত ও অক্ষরকে নিয়ে বড় ইনিংস খেললেন বিরাট-

জাদেজা আউট হতে ব্যাট করতে এসেছিলেন উইকেটরক্ষক কোনা শ্রীকার ভরত (KS Bharat)। ঋষভ পন্থের জায়গায় চলতি সিরিজেই টেস্ট অভিষেক হয়েছে তাঁর। প্রথম তিন টেস্টে, ব্যাট হাতে বিশেষ সুবিধা করতে পারেন নি। আজ আহমেদাবাদে অবশ্য ঝোড়ো মেজাজে পাওয়া গেলো ভরতকে। একদিকে শান্ত, সমাহিত, ঝুঁকিহীন ব্যাটিং করছিলেন বিরাট (Virat Kohli)। অপরপ্রান্তে ঝড় তুললেন অন্ধ্রের উইকেটরক্ষক। ক্যামেরন গ্রিনকে একই ওভারে জোড়া ছক্কা হাঁকালেন তিনি। ডিপ পয়েন্টের ওপর দিয়ে মারেন চার’ও। ৪৪ রান করে আউট হন তিনি। বিরাট ও ভরতের জুটি যোগ করে ৯০ রান।
দিনের সবচেয়ে সফল জুটি অবশ্যই বিরাট কোহলি (Virat Kohli) এবং অক্ষর প্যাটেলের (Axar Patel)। যত দিনে যাচ্ছে ব্যাটার হিসেবে নিজের জাত চেনাচ্ছেন অক্ষর প্যাটেল। নাগপুর এবং দিল্লীর কঠিন পিচে জোড়া অর্ধশতরান করেছিলেন তিনি। আজও দ্রুত গতিতে ব্যাটিং করে ৭৯ রানের চোখধাঁধানো ইনিংস খেললেন তিনি। উলটো দিকে সপ্রতিভ ছিলেন বিরাট’ও। শতরান সম্পূর্ণ করার পর হাত খোলেন তিনি। চা পানের বিরতির পর রান গতি বাড়ে টিম ইন্ডিয়ার। মিচেল স্টার্কের বলে অক্ষর প্লেইড-অন হওয়ার শেষমেশ জুটি ভাঙে বিরাট-অক্ষরের। ১৬২ রান যোগ করলেন তাঁরা।
১৯৯৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে প্রথম পাঁচটি পার্টনারশিপে পঞ্চাশ পেরোনোর নজির রয়েছে ভারতীয় ক্রিকেটে। তবে ছ’টি জুটির এই কৃতিত্ব অর্জনের নজির আর নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট এই বিরল কৃতিত্বের অধিকারী হয়ে পরিসংখ্যানবিদের নোটবইতে জায়গা করে নিলেন রোহিত-বিরাট’রা।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur