IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরানের শিখর ছুঁলেন শুভমান, আহমেদাবাদে বড় রানের পথে ‘টিম ইন্ডিয়া’ও !! 1

IND vs AUS: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের আজ ছিলো তৃতীয় দিন। চলতি বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম তিনটি টেস্ট গুটিয়ে গিয়েছিলো তিন দিনের মধ্যেই। আহমেদাবাদে অবশ্য দেখা গেলো না সেই দৃশ্য। তৃতীয় দিনের শেষেও দাঁড়িপাল্লা ঝুঁকলো না ভারত না অস্ট্রেলিয়া, কোনো দলের দিকেই। এখনও ব্যাট-বলের লড়াইতে ‘ফেভারিট’ বলা যাচ্ছে কাউকেই।

সিরিজের প্রথম দুই ম্যাচ অনায়াসে জিতেছিলো ‘টিম ইন্ডিয়া।’ ঘরের মাঠে রোহিত শর্মাদের (Rohit Sharma) দাপট দেখে অজিদের হোয়াইটওয়াশ করার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ভারতীয় সমর্থকেরা। তবে নাগপুর ও দিল্লীর জয়ের পর ইন্দোরে দেখা গেলো উলটপুরাণ। যে স্পিন অস্ত্রে শান দিয়ে সাফল্য পেয়েছিলো ভারত, তাকেই ‘টিম ইন্ডিয়া’র বিপক্ষে ব্যবহার করে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন নাথান লিয়ঁ (Nathan Lyon), ম্যাথিউ ক্যুনেমান’রা (Matthew Kunhemann)। সিরিজ ২-১ হয়ে পড়ায় ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার স্বপ্নের সামনেও দেখা যায় প্রশ্নচিহ্ন।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023 

সরাসরি ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে আহমেদাবাদে জয় প্রয়োজন ভারতের। টসে হেরে অবশ্য শুরুতেই খানিক পিছিয়ে পড়েছিলেন রোহিত শর্মা’রা (Rohit Sharma)। অস্ট্রেলিয়া ৪৮০ রানের পাহাড়প্রমাণ স্কোর খাড়া করার জরুরী ছিলো প্রত্যাঘাত। আজ শুভমান গিলের (Shubman Gill) শতরানের সৌজন্যে লড়াইতে ফিরলো ‘মেন ইন ব্লু।’ দিনের শেষে ভারতের স্কোর ২৮৯/৩।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

দাপট দেখালেন শুভমান, ছন্দে কোহলি’ও-

Shubman Gill | IND vs AUS | image: twitter
Shubman Gill scored the second test hundred of his career at Ahmedabad

প্রথম দুই টেস্টে ভারতীয় দলে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ হোক বা শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের খেলা, অসাধারণ পারফর্ম করেও বাদ পড়তে হয়েছিলো শুভমান গিল’কে (Shubman Gill)। বিতর্কের ঝড় ওঠে এই সিদ্ধান্ত নিয়ে। যেখানে রাহুলের (KL Rahul) ব্যাটে দিনের পর দিন রান নেই, সেখানে শুভমান ব্রাত্য কেনো, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। ইন্দোরে, তৃতীয় ম্যাচে দলে জায়গা পেলেও সাফল্য পান নি পাঞ্জাবের ওপেনার। আহমেদাবাদে সেই ব্যর্থতার গ্লানি ঝেড়ে ফেললেন শুভমান।

গতকাল দিনের শেষে ভারতের স্কোর ছিলো ৩৬/০। তৃতীয় দিনের সকালে পার্টনারশিপ গড়েন রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমান গিল। ব্যক্তিগত ৩৫ রানের মাথায় রোহিত আউট হন ম্যাথিউ ক্যুনেমানের (Matthew Kunhemann) বলে। অধিনায়ক ফিরলেও থামেন নি শুভমান (Shubman Gill)। আহমেদাবাদের পিচও এখনও অবধি ব্যাটারদের সহায়তা করছে। চেতেশ্বর পূজারা’কে (Cheteshwar Pujara) নিয়ে দলের স্কোরকে এগিয়ে নিয়ে যান ২৩ বর্ষীয় ওপেনার।

ইনিংসের ৬২তম ওভারে টড মার্ফিকে (Todd Murphy) বাউন্ডারির বাইরে পাঠিয়ে টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান সম্পূর্ণ করলেন তিনি। আন্তর্জাতিক কেরিয়ারে ইতিমধ্যেই তাঁর সেঞ্চুরির সংখ্যা ছুঁলো ৭। চা-পানের বিরতির পর নাথান লিয়ঁ’র (Nathan Lyon) বলে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন তিনি। গিলের  (Shubman Gill) ২৩৫ বলে ১২টি চার এবং ১টি ছক্কা দিয়ে সাজানো ১২৮ রানের ইনিংস’টিকে প্রশংসায় ভাসিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞ’রা।

Virat Kohli | IND vs AUS | image: Twitter

গিলের (Shubman Gill) পাশাপাশি ‘টিম ইন্ডিয়া’কে স্বস্তি দেবে বিরাট কোহলির (Virat Kohli) রানের মধ্যে ফেরা। সিরিজে এর আগেও ভালো শুরু করে বেশ কয়েকটি ইনিংসে উইকেট খোয়াতে হয়েছিলো বিরাট’কে। তাঁর ব্যাট থেকে বড় রানের অপেক্ষা করতে করতে অধৈর্য্য হয়ে উঠছিলেন অনুরাগীরা। অবশেষে টেস্ট ক্রিকেটে অর্ধশতকের গণ্ডী পেরোলেন তিনি। আহমেদবাদে অস্ট্রেলীয় বোলারদের বিরুদ্ধে বেশ সাবলীল লেগেছে তাঁকে। দিনের শেষে ১২৮ বলে ৫৯ রান করে অপরাজিত রয়েছেন তিনি। সাথে রয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। আগামীকাল সকালে ভারতীয় ইনিংস’কে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাঁদেরই।

নিষ্প্রাণ পিচে সুবিধা করতে পারলেন না স্পিনার’রা-

IND vs AUS | image: Twitter
The pitch at Ahmedabad offered little assistance to the Australian spinners on DAY 3

রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin), রবীন্দ্র জাদেজা, টড মার্ফি হোন বা নাথান লিয়ঁ (Nathan Lyon), চলতি সিরিজে বারবার স্পিনারদেরই ম্যাচের ভাগ্যনিয়ন্তা হতে দেখা গিয়েছে। তবে নাগপুর, দিল্লী বা ইন্দোরের থেকে সম্পূর্ণ আলাদা আহমেদাবাদের বাইশ গজ। ইন্দোরের হারের পর স্পিনের ঝুঁকি নিতে চায় নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট? কানাঘুষো শোনা যাচ্ছে ক্রিকেটমহলে। প্রথম দুই দিন ব্যাটারদের স্বর্গ হতে দেখা গিয়েছিলো পিচ’কে। চিত্রনাট্য বদলালো না আজও। এখনও ব্যাটারদেরই সাহায্য করছে বাইশ গজ।

দিনভর হাত ঘুরিয়েও আজ সাফল্যের ঝুলি তেমন ভরলো না অস্ট্রেলিয়ার। মাত্র ৩ উইকেটই তূলতে পেরেছেন মার্ফি (Todd Murphy), ক্যুনেমান। লিয়ঁ’রা। অজি স্পিন ত্রয়ীর প্রত্যেকেই একটি করে উইকেট পেয়েছেন। ৩৭ ওভার হাত ঘুরিয়ে লিয়ঁ’র ঝুলিতে শুভমান গিলের (Shubman Gill) উইকেট। তিনি খরচ করেছেন ৭৫ রান। মার্ফি ২২ ওভার বল করে ৪৫ রানের বিনিময়ে পেয়েছেন চেতেশ্বর পূজারা’র (Cheteshwar Pujara) উইকেট’টি। আর রোহিত শর্মাকে সাজঘরে ফেরানোই ম্যাথিউ ক্যুনেমানের একমাত্র সাফল্য। তিনি খরচ করেছেন ৪৩ রান। ব্যর্থ হয়েছেন পেসার মিচেল স্টার্ক’ও।

দিনের শেষে ১৯১ রানে পিছিয়ে ‘টিম ইন্ডিয়া। ’ব্যাটিং স্বর্গে ভারতের কাছে কাল দ্রুত রান তুলে নেওয়ার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে ভারতীয় দল। চতুর্থ দিন চা পানের বিরতির পর থেকে উইকেট ভাঙার সম্ভাবনা রয়েছে। চতুর্থ ইনিংসে ব্যাটিং তাই সহজ হবে না। এখনও অবধি ড্র’ই ভবিতব্য বলে মনে হচ্ছে। আহমেদাবাদে জিতে সিরিজ ৩-১ করতে হলে সাহসী হওয়া ছাড়া গতি নেই রোহিত শর্মাদের।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *