ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম বর্ণময় চরিত্র মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ২০০৪ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিলো তাঁর। এরপর দেড় দশক ধরে নিয়মিত ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। খেলেছেন চারটি বিশ্বকাপ। এর মধ্যে দুটিতে ছিলেন অধিনায়ক। ভারতকে টেস্ট ক্রিকেটে প্রথমবার আইসিসি র্যাঙ্কিং-এ এক নম্বরে তুলে নিয়ে আসার কারিগরও ধোনিই (MS Dhoni)। লাল বলের ক্রিকেটকে ধোনি বিদায় জানিয়েছিলেন ২০১৪ সালে। কিন্তু সীমিত ওভারের খেলা চালিয়ে যান আরও পাঁচ বছর। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত হেরে যাওয়ার পর জাতীয় দলের নীল জার্সিকে চিরতরে বিদায় জানান তিনি। তরুণ অধিনায়ক হিসেবে ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয় হোক বা ২৮ বছরের খরা কাটিয়ে একদিনের বিশ্বকাপ জয়, মাহি মাহাত্ম্যে এক নতুন উচ্চতায় পৌঁছেছিলো টিম ইন্ডিয়া।
ভারতীয় দলের হয়ে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সাফল্যের পরিসংখ্যান নতুন করে বলার কিছু নেই। একমাত্র অধিনায়ক হিসেবে তিনটি আইসিসি ট্রফিজয় থেকে শুরু করে ভারতের একমাত্র মিডল অর্ডার ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে ১০০০০-এর বেশী রান, লম্বা ক্রিকেট কেরিয়ারে বরাবরই নিজেকে আলাদা উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন ঝাড়খণ্ডের ক্রিকেটার। ধোনির (MS Dhoni) আকাশচুম্বী সাফল্যও তাঁর প্রতিভার পক্ষে যথেষ্ট নয় বলে মনে করছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সতীর্থ থাকাকালীন গম্ভীর ও ধোনির মধ্যে মনোমালিন্য ছিলো বলেই শোনা যায়। ২০১১ সালের বিশ্বকাপজয়ের যথেষ্ট কৃতিত্ব তিনি যে পান নি, আকারে-ইঙ্গিতে তা বারবার বুঝিয়েছেন গম্ভীর। কিন্তু সম্প্রতি এশিয়া কাপ (Asia Cup 2023) চলাকালীন পুরনো বৈরিতা সরিয়ে রেখে ধোনির প্রশংসাই করলেন তিনি।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
নিঃস্বার্থ ক্রিকেট খেলেছেন ধোনি, বলছেন গম্ভীর-

ভারতের হয়ে ৯০ টেস্ট ম্যাচে ৪৮৭৬ রান করেছেন ধোনি (MS Dhoni)। টি-২০ ক্রিকেটে তিনি ৯৮ ম্যাচে করেছেন ১৬১৭। আর একদিনের ক্রিকেটের ‘বেতাজ বাদশাহ’ হিসেবে ৩৫০ ম্যাচে তাঁর সংগ্রহ ১০৭৭৩ রান। ব্যাটিং গড় ৫০-এর উপরে। যে কোনো ক্রিকেটারের পক্ষে এহেন পরিসংখ্যান বেশ চোখধাঁধানো বলেই মনে হওয়ার কথা, কিন্তু গৌতম গম্ভীর (Gautam Gambhir) মনে করেন, অধিনায়ক ধোনির প্রভাবে খানিক ব্যাকসিটেই থেকে যেতে হয়েছে ব্যাটার ধোনিকে (MS Dhoni)। যাঁর প্রতিফলন রয়েছে তাঁর কেরিয়ার পরিসংখ্যানে। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে গৌতি জানান, “যদি এম এস ধোনি অধিনায়ক না হত, তাহলে ও গোটা কেরিয়ার জুড়েই ৩ নম্বরে ব্যাট করত, আর অনেক বেশী রান করতে পারত। ও দলের সাফল্য আর ট্রফির জন্য ব্যক্তিগত রান ত্যাগ করেছে।”
World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
বাস্তবিকই কেরিয়ারের মধ্যগগণে থাকাকালীন বিরাট কোহলি (Virat Kohli),সুরেশ রায়নাদের ব্যাটিং অর্ডারে উপরের দিকে ঠেলে দিয়ে নিজে নীচের দিকে নেমেছেন ধোনি। সময়ের সাথে সাথে ধোনি বিশ্বের সর্বকালের সেরা ‘ফিনিশার’ হয়ে উঠলেও, কেরিয়ারের শুরুর দিকে তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) তাঁকে তিন নম্বরে ব্যাট করতে পাঠান। পাকিস্তানের বিরুদ্ধে বিশাখাপত্তনমে যে ১৪৮ রানের ইনিংসটি খেলে ভারতীয় ক্রিকেটমহলকে নিজের প্রতিভার সাথে তিনি পরিচয় করিয়েছিলেন্, তাও এসেছিলো তিন নম্বরে ব্যাট করেই। গম্ভীরের (Gautam Gambhir) মন্তব্যের যে যথেষ্ট সারবত্ত্বা রয়েছে তা বোঝা যাবে পরিসংখ্যানে চোখ রাখলেই। কেরিয়ারে মাত্র ১৬ ম্যাচ তিন নম্বরে ব্যাট করে ৮৩.২৫ গড়-সহ তাঁর সংগ্রহ ৯৯৩ রান। অধিনায়ক ধোনির (MS Dhoni) দায়বদ্ধতার চাপে কি ব্যাটার ধোনি সঠিকভাবে ডালপালা বিস্তারের সুযোগ পান নি? গম্ভীরের মন্তব্যের পর প্রশ্ন উঠতে বাধ্য।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur