"লুজারদের কাছেও হেরে গেল..." RCB'র কাছে হারতেই সমাজ মাধ্যমে তীব্র ট্রোলের শিকার SRH !! 1

IPL 2024: অবশেষে জয় সুনিশ্চিত করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সানরাইজার্স হায়দ্রাবাদকে ৩৫ রানে পরাজিত করে আপাতত পয়েন্ট তালিকায় কোনো উন্নতি না ঘটলেও দীর্ঘ ৬ ম্যাচ পর জয় সুনিশ্চিত করলো রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB) দল। আজকের ম্যাচের কথা বলতে গেলে প্রথমে ব্যাটিং করতে এসো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল ২০৬ রান বানাতে সক্ষম হয়। দলের হয়ে বিরাট কোহলি (Virat Kohli) ৪৩ বলে ৫১ রান বানান, ১২ বলে ২৫ করেন ক্যাপ্টেন ফফ (Faf Du Plesis)। মাত্র ২০ বলে বিধ্বংসী ৫০ রান বানান রজত পতিদার (Rajat Patidar) তাছাড়া ২০ বলে ৩৭ রানের ইনিংস খেলেন ক্যামেরন গ্রীন (Cameron Green)।

অবশেষে জয় সুনিশ্চত করলো RCB

Ipl 2024
SRH vs RCB | Image: Getty Images

জবাবে ব্যাটিং করতে এসে পাওয়ার প্লের ভিতরেই ৪ উইকেট হারিয়ে ফেলে সানরাইজার্স দল (SRH)। দলের হয়ে সর্বাধিক রান বানিয়েছেন প্রাক্তন আরিসিবিআন শাহবাজ আহমেদ (Shahbaz Ahamed)। ৩৭ বলে ৪০ রান বানান তিনি, তাছাড়া ক্যাপ্টেন কামিন্স (Pat Cummins) ১৫ বলে ৩১ রান বানান এবং ওপেনার অভিষেক শর্মা (Abhisekh Sharma) ১৩ বলে ৩১ রান বানাতে সক্ষম হন যেখানে বাঁকি ব্যাটসম্যানরা হয়েছেন সম্পূর্ণরূপে ফ্লপ। রান তাড়া করতে এসে ১৭১ রানে শেষ হয় সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং। SRH দলের এই পারফরমেন্সের পর সমাজমাধ্যমে শুরু হলো চর্চা।

দেখেনিন টুইট

আরও পড়ুন | IPL 2024, SRH vs RCB: জয়ের মুখ দেখলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, SRH’কে ৩৫ রানে হারালো RCB !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *