"চোখে ছানি পড়েছিল নাকি ?" সচিনের স্ট্যাচুর মুখ স্মিথের মতন দেখতে লাগায় BCCI-কে নিয়ে নেটপাড়ায় চলছে চর্চা !! 1

Sachin Tendulkar: বেশ জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ (World Cup 2023)। এই বিশ্বকাপে ভারতীয় দলের পারফরমেন্স দেখার মতন, একেরপর এক জয় টিম ইন্ডিয়াকে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে। আজকে শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি হয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচটি বিখ্যাত ওয়ানখেড়ে স্টেডিয়ামে স্টেডিয়ামে হচ্ছে এবং এই ম্যাচের আগে বিখ্যাত ওয়ানখেড়েতে ক্রিকেটের ঈশ্বর, ভারতরত্ন সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সম্মানে ভারতীয় ক্রিকেটের হোম ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিনের একটি মূর্তি স্থাপন করা হয়েছে। ১ নভেম্বর বুধবার শচীনের এই ২২ ফুটের মূর্তিটি উন্মোচন করা হয়। যদিও তেন্ডুলকরের নামে একটি স্ট্যান্ড রয়েছে এই স্টেডিয়ামে। আর তার পাশেই বসানো হলো সচিনের একটি মূর্তি।

এই মাঠেই ১২ বছর আগে বিশ্বকাপ দলের সদস্য ছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), দীর্ঘ ২৪ বছর ধরে ভারতীয় দলকে সেবা করার পর শেষমেষ ২০১১ সালে সচিনের হাতে ওঠে এই বিশ্বকাপ আর এই বিখ্যাত মাঠেই জিতেছিলেন বিশ্বকাপ, বৃহস্পতিবার ভারত শ্রীলঙ্কা ম্যাচের আগে সচিনের মূর্তি উন্মোচিত হল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকর, তাঁর স্ত্রী অঞ্জলি এবং কন্যা সারা তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ টেস্ট খেলে ১৫,৯২১ রান বানিয়েছেন তিনি এবং ৪৬৩ ওডিআই ম্যাচে ১৮,৪২৬ রান বানিয়েছেন তিনি। তবে সচিনের যে মূর্তিটি বসানো হয়েছে সেটি দেখতে স্টিভ স্মিথের (Steve Smith) মুখের মতন। আর মূর্তি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় পরে গেছে হইচই।

দেখেনিন টুইট

Read More: Sachin Tendulkar: অবশেষে সচিন কন্যার সঙ্গে সম্পর্কে সিলমোহর! এক সাথে পার্টিতে হাজির হলেন সারা ও শুভমান, ভিডিও ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *