IND vs SL: আরও একবার বিশ্ব ক্রিকেটের আঙিনা বিরাটময়। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পথে অনবদ্য শতরান করে বিশ্বের কুর্ণিশ আদায় করে নিলেন কোহলি। প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়েছিলো ভারত। গুয়াহাটিতে প্রথম ম্যাচে কোহলিরই শতরানের সৌজন্যে ৬৭ রানে জিতেছিলো দল। দ্বিতীয় ম্যাচেও জয় এসেছিলো ৪ উইকেটে। সিরিজের ফলাফলের নিরিখে তিরুঅনন্তপুরমের হয়ে দাঁড়িয়েছিলো কেবলই নিয়মরক্ষার। কিন্তু সন্মানরক্ষার […]