প্রতারণায় নাম জড়িয়ে গেলো অন্ধ্রপ্রদেশের ক্রিকেটার নাগরাজু বুদুমুরু’র। রঞ্জি ট্রফিতে নিজের রাজ্যের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এমনকি IPL-এ সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) শিবিরের অংশ ছিলেন নাগরাজু (Nagraju Budumuru)। তাঁর বিরুদ্ধে ৬০ টি সংস্থার থেকে ৩ কোটি টাকা তছরুপের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার সাথে জড়িয়ে গিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি’ও (YS Jagan Mohan Reddy)। মুখ্যমন্ত্রী আপ্তসহায়ক পরিচয় দিয়েই বিভিন্ন কোম্পানির থেকে তাকা তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তরুণ ক্রিকেটার রিকি ভুঁইয়ের (Ricky Bhui) নাম ব্যবহার করেও কোম্পানিগুলির সাথে প্রতারণা করেছেন তিনি।
গত বছর ২৮ বর্ষীয় নাগরাজু (Nagraju Budumuru) মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক পরিচয় দিয়ে ফোন করেন সিটি ইলেকট্রনিকস বলে একটি সংস্থায়। অন্ধ্র ক্রিকেটের পরিচিত নাম রিকি ভুঁইকে স্পন্সর করার কথা ঐ সংস্থাকে জানান তিনি। বেঙ্গালুরুতে অবস্থিত এনসিএ বা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ভুয়ো কাগজপত্র’ও সংস্থার সামনে পেশ করেছিলেন নাগরাজু (Nagraju Budumuru)। সংস্থাটি ১২ লক্ষ টাকা দেয় স্পন্সরশিপ বাবদ। পরে তাদের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে তদন্তে নেমে নাগরাজু’র সন্ধান পান তাঁরা।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
“অভিযোগ পাওয়ার পর খোওয়া যাওয়া টাকার সূত্র ধরে আমরা তদন্তে নেমেছিলাম। তদন্তে নাগরাজুর নাম উঠে আসে। আমরা ওকে এই সপ্তাহের গোড়ায় অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার ইয়েভারিপেট্টা গ্রাম থেকে গ্রেফতার করেছি।” সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এমনটাই জানিয়েছেন পুলিশের সাইবার ক্রাইম শাখার ডেপুটি কমিশনার ডক্টর বালসিং রাজপুত (DR. Balsing Rajput)। ইয়েভারিপাট্টায় বাড়ি রয়েছে নাগরাজু’র। তদন্তে উঠে এসেছে তা।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
বৈভবের মোহ থেকেই প্রতারণার জাল পাতেন নাগরাজু-

চিরুনিতল্লাশি চালিয়ে এখনও অবধি ৭.৬ লাখ টাকা পুনরুদ্ধার করতে পেরেছে পুলিশবাহিনী। তদন্ত চলছে এখনও। সাথে চলছে জিজ্ঞাসাবাদও। সাইবার ক্রাইম বিভাগ যে রিপোর্ট প্রকাশ করেছে, তা থেকে জানা যায় যে উচ্চাশা ও কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে না পারা থেকেই প্রতারণার পথ বেছে নেন নাগরাজু বুদুমুরু (Nagraju Budumuru)। ২০১৮ সাল নাগাদ তাঁর ক্রিকেট কেরিয়ারের গ্রাফ একদম তলানিতে গিয়ে ঠেকেছিলো। অর্থের সংস্থান না থাকায় বিলাস-বৈভবের জীবন’ও আর উপভোগ করতে পারছিলেন না তিনি। জীবনযাত্রার ধারা যাতে অপরিবর্তিত থাকে সেই কারণেই প্রতারণার জাল পাতেন তিনি।
“২০১৮ সাল থেকে যখন ওর মাঠের প্রদর্শন খারাপ হতে থাকে, তখন থেকেই বিলাসব্যসনে টান পড়তে শুরু করে ওর(নাগরাজু’র)। যে জীবনযাপনে ও অভ্যস্ত তার অভাব অনুভব করেছিলো ও। এই থেকেই প্রথমে প্রতারণায় হাতেখড়ি হয়। নানান ছলে টাকাপয়সা হাতানোর ধান্দা ফেঁদে বসেছিলো ও।” সাক্ষাৎকারে জানিয়েছেন সাইবার ক্রাইম শাখার এক উচ্চপদস্থ কর্তা।
প্রতিভাবান ক্রিকেটার হিসেবে একসময় অন্ধ্রপ্রদেশের ক্রিকেটমহলে নামডাক ছিলো বুদুমুরুর (Nagraju Budumuru)। ২০১৪ সালে রঞ্জি ট্রফি খেলতেও ডাক পেয়েছিলেন তিনি। দুই বছর রাজ্য দলের সাথে থাকলেও নিজের জায়গা পাকা করতে পারেন নি তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) দলেও ডাক পেয়েছিলেন। ড্রেসিংরুম ভাগ করে নিয়েছিলেন দেশ-বিদেশের মহাতারকাদের সাথে। তবে কমলা-কালো জার্সি গায়ে মাঠে নামার সুযোগ অবশ্য হয় নি তাঁর।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur