জোড়া ধাক্কার মুখোমুখি অর্জুন তেন্ডুলকর, দেওধর ট্রফির পর রঞ্জি থেকেও বাদ পড়লেন শচীন পুত্র !!

বিখ্যাত পিতার পদাঙ্ক অনুসরণ করার কাজটা সবসময় সহজ হয় না সন্তানের পক্ষে। কথাটা সত্য অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar)  ক্ষেত্রে। শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পুত্র তিনি। ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার যখন তাঁর পিতা তখন তুলনা চলে আসাটা অত্যন্ত স্বাভাবিক। শচীন নিজে চান না তাঁর কেরিয়ারের মাপকাঠিতে মাপা হোক পুত্রকে। কয়েকবার সংবাদমাধ্যমের সামনে এই ব্যাপারে আবেদনও করেছেন […]