IPL 2023: রাজস্থান রয়্যালসকে ভুললেন রবিচন্দ্রণ অশ্বিন, প্লে-অফের আগে শিবির বদল ভারতীয় স্পিনারের !! 1

IPL 2023: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে । আইপিএলের শেষ চারের যুদ্ধ শুরু হচ্ছে আজ। লড়াইয়ের মঞ্চ হিসেবে প্রস্তুত চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। লীগের লড়াইতে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে শেষ করেছেন গুজরাত। আর ১৭ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরে অর্থাৎ দ্বিতীয় স্থানে শেষ করেছে চেন্নাই। লীগতালিকায় প্রথম দুই স্থানে শেষ করার সুবাদে কোয়ালিফায়ার খেলছে এই দুই দল। আজ জিতলে সরাসরি জায়গা করে নিতে পারবে ফাইনালে। আর হারলে থাকছে দ্বিতীয় সুযোগ। সেক্ষেত্রে প্লে-অফে জায়গা পাওয়া বাকি দুই দল- লক্ষ্ণৌ সুপারজায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্সের দ্বৈরথে যারা জিতবে তাদের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে আজকের বিজিত দল। গুজরাত কি নিজেদের দ্বিতীয় খেতাবের দিকে এক পা এগোবে? নাকি পঞ্চম খেতাবের উদ্দেশ্যে ধাবমান হবে ধোনির চেন্নাই? প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজই।

চেন্নাইয়ের মাঠে খেলা। সুতরাং মাঠের দখল যে চেন্নাই সমর্থকদেরই থাকবে তা বলা বাহুল্য। চিপকের গ্যালারি ভরতে চলেছে হলুদ সুনামিতে। ঘরের মাঠের সুবিধা নিয়ে গুজরাতকে বেলাইন করার প্রয়াস থাকবে ধোনিবাহিনীর। গত মরসুমে আত্মপ্রকাশের পর নিঃসন্দেহে আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল গুজরাত। ২০২২ সালে ট্রফি জিতেছে তারা। এবারও লীগ পর্বে জিতেছে ১০টি ম্যাচ। গ্যালারির সমর্থন না পেলেও মাঠের লড়াইয়ে তারা যে সূচাগ্র মেদিনী ছেড়ে দেবে না সে বিষয়ে নিশ্চিত বিশেষজ্ঞরা। আজকের মহারণে জিতবে কারা? এই নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেট বিশেষজ্ঞ থেকে সাধারণ সমর্থক সকলেই। কেউ বলছে বাজিমাত করবেন হার্দিক পান্ডিয়ারা, আবার কেউ আস্থা রাখছেন মহেন্দ্র সিং ধোনির মগজাস্ত্রের ওপর। হলুদ বনাম গাঢ় নীলের দ্বন্দ্বে পক্ষ বেছে নিলেন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রণ অশ্বিন।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

পুরনো দলকেই সমর্থন যোগাচ্ছেন অশ্বিন-

Ravichandran Ashwin | IPL 2023 | image: twitter
Ravichandran Ashwin extends his support towards his old franchise CSK in IPL 2023 play-offs

মরসুমে ১৩ ম্যাচে ৭.৫১ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন অভিজ্ঞ অফস্পিনার। ব্যাট হাতেও বেশ কয়েকবার হয়ে উঠেছিলেন বিপক্ষের ত্রাস। তবুও প্লে-অফের লড়াইতে অংশ নেওয়া হয় নি রবিচন্দ্রণ অশ্বিনের। ভালো শুরু করেও তাঁর দল রাজস্থান রয়্যালস ছিটকে গিয়েছিলো প্রতিযোগিতা থেকে। ষষ্ঠ স্থানে শেষ করেছিলো তারা। শেষ দিন অবধি প্লে-অফের আশা বেঁচে ছিলো তাদের। কিন্তু গত রবিবার দিনের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দেওয়ায় শেষ চারের টিকিট আর নিশ্চিত হয় নি অশ্বিনদের। প্রতিযোগিতে থেকে ছিটকে গিয়ে বিফলমনোরথেই ঘরে ফিরেছেন তিনি। তবে ক্রিকেটের উত্তেজনা থেকে দূরে থাকতে পারেন নি।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের অংশ তিনি। তাই অনুশীলন শুরু করার জন্য ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা তার। কিন্তু মন যে পড়ে রয়েছে আইপিএলের মাঠে তা বোঝা গেলো বেশ। মঙ্গলবারের মহাম্যাচে নিজের শিবির বেছে নিলেন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে ভারতীয় অফস্পিনার স্পষ্টই জানিয়েছেন যে আজকের ম্যাচে তাঁর বাজি চেন্নাই সুপার কিংস। ভিডিও’র ক্যাপশনে চেন্নাই সুপার কিংসের স্লোগান “Yellove”-ও লিখে দেন তিনি। তামিলনাড়ুতেই জন্ম অশ্বিনের। ২০০৯ থেকে ২০১৫ অবধি চেন্নাই সুপার কিংস জার্সি গায়ে চাপিয়েই মাঠ মাতিয়েছিলেন তিনি। সেই পুরনো প্রেম যে এখনও ভোলেন নি তিনি, তা বোঝা গিয়েছে অশ্বিনের ভবিষ্যদ্বাণী থেকেই।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

দেখে নিন অশ্বিনের ভিডিওটি-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *