সারা’র ‘ঘরের ছেলে’ হয়ে উঠলেন শুভমান, বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন শচীনের স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর !! 1

আইপিএলের দৌলতে শুভমান গিলের নাম এখন পৌঁছে গিয়েছে দেশের প্রতিটি কোণায়। আট থেকে আশি-সকলেই এখন ভক্ত তরুণ ওপেনারের। ভারতের জার্সিতে বছরটা দুর্দান্ত ভঙ্গিতে শুরু করেছিলেন তিনি। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে করেছিলেন শতক ও দ্বিশতক। পাশাপাশি আন্তর্জাতিক টি-২০তেও শতরান করেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টেও শতক ছুঁয়েছিলেন। এরপর আইপিএলের মঞ্চে নিজের ব্যাটিং’কে আলাদা উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন তিনি। ১৬ ম্যাচে আপাতত তাঁর রান সংখ্যা ৮৫১। ব্যাটিং গড় ৬০-এর আশেপাশে। স্ট্রাইক রেট ১৫০’র বেশী। বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাতেও সবার ওপরে শুভমানই।

চলতি আইপিএলে তিনটি শতরান করেছেন গুজরাত টাইটান্স জার্সি গায়ে। এক মরসুমে সর্বোচ্চ শতরানের রেকর্ড বিরাট কোহলি এবং জস বাটলারের। ২০১৬ সালে কোহলি এবং ২০২২ সালে বাটলার ৪টি করে শতরান করেছিলেন। সেই রেকর্ড থেকে একধাপ দূরে দাঁড়িয়ে শুভমান। গত শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৬০ বলে ১২৯ রান করে একার কাঁধে দলকে পৌঁছে দিয়েছেন ফাইনালে। শুভমানের ইনিংসে মোহিত হয়ে তাঁকে কাছে ডেকে নেন স্বয়ং শচীন তেন্ডুলকরও। ভারতের সর্বকালের সেরা ব্যাটারের পাশে বসে দীর্ঘসময় আলাপচারিতায় মাততে দেখা যায় আগামী প্রজন্মের সুপারস্টারকে। বেশ ভাইরাল হয় সেই ছবি। শচীন-শুভমান কথোপকথনের পরই সামনে এলো নতুন তথ্য। শুভমানের সাথে নাকি আগে থেকেই আলাপ রয়েছে ‘মাস্টার ব্লাস্টারের।’ এমনকি তাঁর বাড়িতে বেশ কয়েকবার নাকি গিয়েছেন পাঞ্জাবের তরুণ।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

শচীনের বাড়িতে অতিথি হয়েছিলেন শুভমান-

Sachin Tendulkar | শুভমান গিল | image: twitter
Shubman Gill visited Sachin Tendulkar’s residence back in 2016

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী মুম্বইয়ে তেন্ডুলকরদের বাড়িতে বেশ কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে শুভমান গিলের। যদিও তা ক্রিকেটের সূত্রেই। শচীনের পুত্র অর্জুন আসলে শুভমানের প্রায় সমবয়সী। তিনিও ক্রিকেট খেলেন। আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে খেলতে দেখা গিয়েছে অর্জুনকে। ২০১৬ সালে দুজনের বয়সই যখন ১৫ বা ১৬’র আশেপাশে তখন একই দলের হয়ে অনুশীলন করতেন শুভমান আর অর্জুন। সেখানেই সাক্ষাৎ এবং বন্ধুত্ব হয় দুজনের। তখন অর্জুনকে খেলার মাঠে পৌঁছাতেন তাঁর মা অঞ্জলি তেন্ডুলকর। তখনই অঞ্জলীর সাথেও পরিচয় হয় শুভমানের।

সেই সময়ই নাকি শুভমানকে নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন অঞ্জলি। এমনকি মাতৃস্নেহে রান্না করেও খাইয়েছিলেন কিশোর শুভমানকে। এমনটাই দাবী করা হয়েছে সংবাদমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

শচীন কন্যা সারার সাথে নাম জড়িয়েছে শুভমানের-

SAra tendulkar | শুভমান গিল | image: twitter
Shubman Gill’s name has been associated with Sara Tendulkar

শচীন ও তাঁর পরিবারের সাথে বেশ কিছুদিন নাম জড়িয়েছে শুভমান গিলের। তরুণ ক্রিকেটারের সাথে ‘মাস্টার ব্লাস্টারের’ কন্যা সারা তেন্ডুলকরের সম্পর্ক নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। সমাজমাধ্যমে দুজনের বেশ কিছু পোস্ট দেখে নেটিজেনদের মনে হয়েছে যে সম্পর্কে রয়েছেন শুভমান ও সারা। এই বিষয়ে অবশ্য ক্রিকেটারের তরফ থেকে কিছু জানানো হয় নি। মুখ খোলেন নি শচীনের কন্যাও। তবে তাতে দমানো যায় নি অত্যুৎসাহী অনুরাগীদের। প্রায়শই সোশ্যাল মিডিয়াতে সারা’র দিকে ইঙ্গিত করে শুভমানকে কটাক্ষ করেন তাঁরা। এমনকি মাঠে খেলা চলাকালীন তরুণ ক্রিকেটারের উদ্দেশ্যে সারা’র নামে জয়ধ্বনিও দিতে শোনা গিয়েছে দর্শকদের। তবে কেবল সারা তেন্ডুলকর নয়, বলিউড অভিনেত্রী সারা আলি খানের সাথেও নাম জড়িয়েছে শুভমানের।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *