IPL 2023: আগামী শুক্রবার অর্থাৎ ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের নয়া মরসুম। বিশ্বের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি লীগ নিয়ে সরগরম ক্রিকেটবিশ্ব। সকলের চোখ এখন ভারতে। বৃহত্তম ক্রিকেট লীগের বোধন হবে বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে। প্রথম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের (GT) মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (CSK)। ২০০৮ সালে পথচলা শুরু করেছিলো আইপিএল। গত দেড় দশকে ক্রিকেট এবং বিনোদনের মাঝের সীমারেখা মুছে দিয়ে যে উপাদেয় ককটেল জনতার সামনে পেশ করেছে এই ফ্র্যাঞ্চাইজি লীগ, তার স্বাদ এবার আরও বাড়বে বলেই বিশ্বাস বিশেষজ্ঞদের।
২০০৮ থেকেই আইপিএলে অংশ নিচ্ছে দিল্লী ফ্র্যাঞ্চাইজি। প্রথমে নাম ছিলো দিল্লী ডেয়ারডেভিলস (DD)। পরে নাম বদলে হয়েছে দিল্লী ক্যাপিটালস (DC)। জার্সিও কালো-লাল থেকে বদলেছে। কালোর বদলে এসেছে নীলের ছোঁয়া। নাম-লোগো-জার্সিতে বদল এলেও ভাগ্যে বদল আসে নি তাদের। পনেরো বছর কেটে গেলেও এখনও একবারো খেতাব জিততে পারে নি তারা। একবার ফাইনালে গিয়ে হারতে হয়েছে। ষোড়শ মরসুমে ছবিটা পালটাতে মরিয়া দিল্লী ফ্র্যাঞ্চাইজি। সাফল্যের লক্ষ্যে শুরু হয়েছে প্রস্তুতি। অনুশীলনে কোনোরকম ফাঁক রাখছেন না ক্রিকেটাররা।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
দিল্লী ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ এবার চোটের কারণে ছিটকে গিয়েছেন লীগ থেকে। দমে না গিয়ে অভিজ্ঞ ডেভিড ওয়ার্নারের (David Warner) নেতৃত্বে দল সাজাচ্ছে তারা। থিঙ্কট্যাঙ্কের অংশ করা হয়েছে রিকি পন্টিং (Ricky Ponting) এবং সৌরভ গঙ্গোপাধ্যারের (Sourav Ganguly) মত দুই কিংবদন্তী ক্রিকেটারকে। দলে তারুণ্য এবং অভিজ্ঞতার মেলবন্ধনও রয়েছে। তবুও দিল্লীর ভাগ্যে এবারও ট্রফি দেখছেন না ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে আকাশের মন্তব্য ঘিরে সমাজমাধ্যমে চলছে জোড় আলোচনা।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
অধিনায়ক বদলে মাঠে নামতে হচ্ছে দিল্লীকে-

আসন্ন মরসুমে দিল্লী পাচ্ছে না তাদের অধিনায়ক ঋষভ পন্থকে (Rishabh Pant)। গত ৩০ ডিসেম্বর গাড়ি চালিয়ে দিল্লী থেকে রুরকিতে নিজের বাড়ি ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ঋষভ। হাইওয়ের একটি ডিভাইডারে ধাক্কা মেরে উলটে গিয়েছিলো তাঁর গাড়িটি। গভীর ক্ষত সৃষ্টি হয় তাঁর পিঠে এবং মুখে। এছাড়া পায়ের লিগামেন্টেও গুরুতর আঘাত লাগে। মুম্বইয়ের হাসপাতালে অস্ত্রোপচারের পর এখন ফিরে আসার লড়াই চালাচ্ছেন ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার।
ঋষভ (Rishabh Pant) গোটা মরসুমের জন্যই ছিটকে যাওয়ার ফলে অধিনায়ক হিসেবে নতুন কাউকে বেছে নিতেই হত দিল্লী ক্যাপিটালসকে (DC)। পৃথ্বী শ (Prithvi Shaw), অক্ষর প্যাটেলের (Axar Patel) মত বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছিলো ক্রিকেটমহলের অন্দরে কান পাতলে। তবে শেষমেশ আইপিএলের ষোড়শ মরসুমের জন্য তারুণ্য নয়, নেতা হিসেবে অভিজ্ঞতাতেই ভরসা রাখলো দিল্লী। অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হল অভিজ্ঞ অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নারের (David Warner) হাতে।
আসন্ন IPL-এ দিল্লীর সাফল্য দেখছেন না আকাশ-

সম্প্রতি দিল্লী ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মহিলা ক্রিকেট দল উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) ফাইনালে পৌঁছেছে। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে রানার্স-আপ হলেও নজর কেড়েছে তাদের খেলা। মেয়েরা সাফল্য পেলেও ছেলেদের কপালে সাফল্য দেখছেন না আকাশ চোপড়া। জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া (Aakash Chopra) দিল্লীর পুরুষ দলকে আইপিএলের সেরা চার দলের মধ্যে রাখছেন না। ইউটিউব ভিডিওতে ক্যাপিটালসের (DC) প্রথম একাদশ নিয়ে তাঁকে বিশেষ আশাবাদী শোনা গেলো না।
সেরা একাদশ বাছতে বসেছিলেন আকাশ। কিন্তু বেশ বেগ পেতে দেখা গেলো তাঁকে। তিনি বলেন, “কি হতে পারে সেরা এগারো? পৃথ্বী শ-এর সাথে ডেভিড ওয়ার্নারকে ওপেন করানো যেতে পারে। তারপর ৩ নম্বর মিচেল মার্শ, কারণ পৃথ্বী বা ওয়ার্নারকে ৩ নম্বরে পাঠানো যাবে না। এরপর চার নম্বরে নামবে মনীশ পান্ডে।” ঋষভ পন্থ (Rishabh Pant) না থাকায় উইকেটরক্ষক নিয়ে ক্যাপিটালস (DC) দলকে যে সমস্যায় পড়তে হবে তা মনে করিয়ে দিয়েছেন আকাশ (Aakash Chopra)। বলেন, “মনে রাখবেন এখনও অবধি দলে একজন উইকেটরক্ষক নেই। তারপর ৫ নম্বরে রাইলি রুশো অথবা রোভম্যান পাওয়েল। ছয় নম্বরে সরফরাজ খান বা কোনো উইকেটরক্ষক। আমরা জানি না কে উইকেটের পিছনে দাঁড়াবে। আমি বলছি সরফরাজ, তবে সত্যি বলতে কি আমি নিশ্চিত নই।”
বোলিং বিভাগ নিয়েও বিশেষ নিশ্চিত নন আকাশ (Aakash Chopra)। বলেন, “তারপর ৭ নম্বর অক্ষর প্যাটেল। আটে কুলদীপ যাদব। তারপর চারজনের মধ্যে তিন পেসার খেলবে। মিচেল মার্শ যেহেতু বোলিং করছে না আমার, তাই আমার এমনটাই মনে হচ্ছে। এনরিক নর্খিয়া, চেতন সাকারিয়ার সাথে মুকেশ কুমার বা ঈশান্ত শর্মা খেলতে পারে।” দিল্লীর স্কোয়াডের গভীরতা নিয়ে সন্তষ্ট নন আকাশ (Aakash Chopra)। তিনি বলেন, “প্রথম আট দলের মধ্যে তিনটি (দিল্লী, পাঞ্জাব, বেঙ্গালুরু) এখনও ট্রফি জেতে নি। প্রত্যেকেই কাছাকাছি গিয়েছে। দিল্লীও গিয়েছে। কিন্তু এবার দিল্লী ক্যাপিটালস ট্রফির কাছাকাছি আসবে বলে আমি মনে করি না।”
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur