বেজে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) দামামা। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ শুরু হতে বাকি আর মাত্র কিছুদিন। এর মধ্যেই আইপিএল জ্বরে আক্রান্ত আট থেকে আশি। দুই মাসব্যপী ক্রিকেট উৎসবে সামিল হতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা। আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। যোড়শ মরসুমের নির্ঘন্টও সামনে এনেছে বিসিসিআই। প্রথম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে মাঠে নামছে ২০২২-এর চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (GT) ।
আইপিএলের বয়স পনেরো পেরিয়ে ষোলোর দিকে পা বাড়ালেন গুজরাত টাইটান্স দলের বয়স কিন্তু মাত্র এক। গত মরসুমে নতুন দুই ফ্র্যাঞ্চাইজিকে প্রতিযোগিতার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলো আয়োজক সংস্থা বিসিসিআই। নতুন দুই দল হিসেবে পথ চলা শুরু হয়েছিলো গুজরাত টাইটান্স এবং লক্ষ্ণৌ সুপারজায়ান্টস-এর। আবির্ভাবেই চমকে দিয়েছিলো গুজরাত ফ্র্যাঞ্চাইজি। নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে আগাগোড়া দাপট বজায় রেখে খেতাব নিজেদের নামে করে নিয়েছিলো তারা। রশিদ খান (Rashid Khan), শুভমান গিলদের (Shubman Gill) মত তরুণ প্রতিভাদের সাথে ডেভিড মিলার (David Miller), ঋদ্ধিমান সাহাদের (Wriddhiman Saha) অভিজ্ঞতার মিশেলে এক দুর্দান্ত উইনিং ফর্মূলা বানাতে সক্ষম হয়েছিলো গুজরাত দল।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
প্রথম বছরের সাফল্যের পর এবার প্রত্যাশা অনেক গুজরাত ফ্র্যাঞ্চাইজির (GT) থেকে। দলে বেশ কিছু নতুন মুখকে সামিল করেছে তারা। একই সাথে বিদায় জানিয়েছে বেশ কিছু খেলোয়াড়’কে। নতুন মরসুমে হার্দিকবাহিনী ফের একবার ২০২২-এর সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেন কিনা সেইদিকে নজর রয়েছে সবার। চেন্নাই এবং মুম্বই এর আগে পরপর দুইবার ট্রফি জয়ের নজির গড়েছে। তালিকায় তৃতীয় দল হিসেবে গুজরাতের সামিল হওয়া বেশ মুশকিল বলেই মনে করছেন বিশেষজ্ঞ’রা। ময়নাতদন্তে উঠে আসছে ৩টি কারণ যা গুজরাতকে ট্রফি থেকে দূরে রাখতে পারে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
অধিনায়কের ইগো ডোবাতে পারে দলকে-

গত মরসুমে হার্দিক পান্ডিয়াকে নেতার দায়িত্ব দিয়েছিলো গুজরাত টাইটান্স (GT)। কোনোরকম অধিনায়কত্বের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সেই দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছিলেন হার্দিক। তাঁর আগ্রাসী অধিনায়কত্ব নজর কেড়েছিলো বিশেষজ্ঞদের। তার পর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। আইপিএলে অধিনায়ক হিসেবে সাফল্য হার্দিককে নেতা হিসেবে এনে দিয়েছে বিসিসিআই-এর রেডারে।
গত বছরে আয়ারল্যান্ড সফরে ভারত অধিনায়ক হিসেবে তিনি প্রথমবার মাঠে নামেন। এরপর নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সহজাত আগ্রাসন রয়েছে হার্দিকের (Hardik Pandya) মধ্যে, কিন্তু সেই আগ্রাসন মাঝেমধ্যেই অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্ম দেয়, যার ফলে তিনি এমন সব সিদ্ধান্ত নিয়ে বসেন যা দলকে চাপে ফেলে দিতে পারে।
এছাড়াও মাঠে অন্য ক্রিকেটারদের পরামর্শ প্রায়ই অগ্রাহ্য করতে দেখা যায় হার্দিককে। আইপিএলের মত দীর্ঘ প্রতিযোগিতা, যেখানে প্রতি মুহূর্তে স্ট্র্যাটেজি বদলের প্রয়োজন সেখানে সতীর্থদের সাথে হার্দিকের ইগোর লড়াই লাগলে তা আদপে ক্ষতি করবে দলের।
সেরা ফর্মে নেই তারকারা-

গত বছর গুজরাত টাইটান্সের সাফল্যের চাবিকাঠি ছিলো তারকা ক্রিকেটারদের দুর্দান্ত ফর্ম। ওপেনিং-এ শুভমান গিল (Shubaman Gill), ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) থেকে রশিদ খান (Rashid Khan), রাহুল তেওয়াটিয়ার (Rahul Tewatia) অলরাউন্ড পারফর্ম্যান্স, বল হাতে মহম্মদ শামির (Mohammed Shami) আগুনে স্পেল এবং সর্বোপরি হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) অসামান্য ক্রিকেটে ভর করে ট্রফি জিতেছিলো তারা। তবে এই বছর ফর্ম সমস্যা ডোবাতে পারে তাদের। বাংলা ছেড়ে ত্রিপুরা পাড়ি দিয়েছেন ঋদ্ধিমান সাহা। খেলেন নি আন্তর্জাতিক ক্রিকেটও। তাঁর ফর্ম নিয়ে রয়েছে ধোঁয়াশা।
শুভমান গিল (Shubman Gill) বছরের শুরুটা দুর্দান্ত করলেও সম্প্রতি অস্ট্রেলিয়া সিরিজে ফিকে লেগেছে তাঁকে। একই কথা বলা যায় হার্দিক সম্পর্কেও। ফিনিশার হিসেবে তাঁকে ভাবা হলেও চেন্নাইতে ম্যাচ ‘ফিনিশ’ করতে ব্যর্থ হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হেরেছেন শামি’ও। টি-২০ ক্রিকেটে যে কোনো দলের কাছে বড় অস্ত্র হয়ে উঠতে পারেন রশিদ খান (Rashid Khan)। আফগানিস্তানের স্পিন বোলিং অলরাউন্ডার পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচ মিলিয়ে মাত্র ২ উইকেট পেয়েছেন।
নিলাম থেকে এইবার গুজরাত দলে নিয়েছে কেন উইলিয়ামসনকে। কিউই তারকার আইপিএলের কমলা টুপি জেতার নজির থাকলেও টি-২০ ক্রিকেটে নিজের সেরা সময় সম্ভবত পেরিয়ে এসেছেন তিনি। তারকাদের অফ ফর্ম চিন্তায় রাখতে পারে গুজরাতকে।
ফিকে হবে টাইটান্সের ম্যাজিক-

গত মরসুমে প্রথমবার আইপিএল খেলেছিলো গুজরাত টাইটান্স। তাদের সম্পর্কে বিশেষ তথ্য ছিলো না প্রতিপক্ষের বিরুদ্ধে। নতুন দলের মুখোমুখি হওয়ার আগে তাদের শক্তি বা দুর্বল অংশগুলির ময়নাতদন্ত করা তাই অনেক ক্ষেত্রেই সম্ভব হয় নি। এই ‘এলিমেন্ট অফ সারপ্রাইজ’ ট্রফি জিততে অনেকটা সাহায্য করেছিলো হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya)। এই বছর অবশ্য সেই সুবিধা আর থাকছে না টাইটান্সদের সামনে। গত এক বছরে তাদের শক্তি বা দুর্বলতা নিয়ে অনেক কাটাছেঁড়া চলেছে। গুজরাতের মোকাবিলা করতে প্রতিপক্ষ এখন অনেকটা তৈরি। যা টাইটান্সদের ট্রফি ধরে রাখার স্বপ্নকে চুরমার করতে পারে।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur