"৪ ম্যাচ কখনও কারোর..." খারাপ সময়ে স্টার্কের পাশে দাঁড়ালেন মেন্টর গম্ভীর, দিলেন এই বয়ান !! 1

জমে উঠেছে ক্রিকেটের মহা মরশুম, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ১৭ তম মঞ্চে পরিসমাপ্তি ঘটেছে ২৭ ম্যাচের। আজকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টস (KKR vs LSG)। পয়েন্ট তালিকার বিচারে চার ম্যাচে ৩টি জয় নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা এবং দিল্লির কাছে পরাজিত হয়ে চতুর্থ স্থানে নেমে এসেছে লখনৌ।

আজ কলকাতার ইডেনে মুখোমুখি হচ্ছে দুই দল, এখনও পর্যন্ত লখনৌকে পরাস্ত করতে সক্ষম হয়নি কলকাতা আর আজকের এই ম্যাচের আগে কলকাতা দলের বড় সমস্যা তৈরি চলেছে মিচেল স্টার্কের (Mitchell Starc) ফর্ম। কিন্তু গৌতম গম্ভীর (Gautam Gambhir) স্টার্কের উপর আস্থা রাখছেন।

আরও পড়ুন  | IPL 2024: লো-স্কোরিং থ্রিলারে নায়ক হেটমায়ার, পাঞ্জাবকে হারিয়ে মরসুমের পঞ্চম জয় পেলো রাজস্থান !!

স্টার্কের পাশে দাঁড়ালেন গম্ভীর

Mitchell Starc, ipl 2024, kke
Mitchell Starc | Image: Getty Images

চলতি আইপিএলে ৪ ম্যাচে ১১ ইকোনোমিতে ২ উইকেট নিয়েছেন স্টার্ক। তবে গম্ভীর স্টার্ক’এর ফর্ম নিয়ে কোনো চিন্তা করছেন না। স্টার্ককে সমর্থন করে বলেছেন, “এটা কোন ব্যাপারই না, T20 ক্রিকেট মানেই বোলারদের বিধ্বস্ত হওয়া। এটা কোনো বিষয় নয় যখন আমরা ৪ ম্যাচে ৩ জয় পেয়েছি। দলগত জয়টাই গুরুত্বপূর্ণ।” স্টার্কের পারফরমেন্স নিয়ে মন্তব্য করে তিনি আরও জানিয়েছেন যে, “মানুষের ভালো খারাপ দিন থাকে, তবে শেষপর্যন্ত দলটাকে জিততে হবে। আমি কেন কারোর পারফরমেন্সে খুশি হব না ? মাত্র ৪ ম্যাচ কখনও কারোর ক্ষমতার প্রমান দেয়না। আবার ৪টি ভালো ম্যাচই কাউকে সুপারস্টার বানায় না। স্টার্ককে কঠিন ওভারে বোলিং করতে হয়েছে, যেখানে তিনি ব্যার্থ হয়েছেন, তবে উনি একজন আন্তর্জাতিক মানের বোলার। আমি আশাবাদী তিনি ফর্মে ফিরবেন।

LSG’কে হারাতে চান গম্ভীর

লখনৌ ম্যাচের আগে প্রস্তুত কলকাতা নাইট শিবির। দলের মেন্টর গম্ভীর গত দুই সিজিন LSG শিবিরে মেন্টরের ভূমিকা পালন করেছেন। তবে তিনি ফিরলেন কলকাতায়। অন্যদিকে গত দুই মরসুমে জয় না আসলেও লখনউয়ের প্রশংসা করেছেন গম্ভীর। মন্তব্য করে তিনি বলেছেন, “ওরা খুবই ভালো একটা দল তবে আমাদের দল যথেষ্ট ভালো। আমরা এখনও জিততে পারেনি LSG’র বিপক্ষে। তবে এটা নতুন ম্যাচ, নতুন একটা দিন আর সবথেকে বড় কথা দুই দলই স্কোরবোর্ডে শূন্য থেকে শুরু করবে। তাই অতীতের কথা বেশি ভাবতে চাইনা, আগামীকাল ম্যাচটি নিয়েই মাথা ঘামাতে চাই।

আরও পড়ুন | IPL 2024: “এটা কখনও আশীর্বাদ, কখনও অভিশাপ…” ম্যাচের সেরা হয়ে নিজের ফিনিশিং দক্ষতা নিয়ে মস্করা শিমরণ হেটমায়ারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *