ipl-hetmyer-wins-potm-in-pbks-vs-rr

IPL 2024: চলতি আইপিএলে (IPL) রাজস্থান রয়্যালসের স্বপ্নের দৌড় অব্যাহত। পরপর চারটি ম্যাচে জয়ের পর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হোঁচট খেতে হয়েছিলো। শেষ মুহূর্তে গিয়ে জুটেছিলো হার। আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মুল্লানপুরে ঘুরে দাঁড়ালেন সঞ্জু স্যামসন’রা। লো স্কোরিং ম্যাচ হলেও রুদ্ধশ্বাস লড়াই হলো দুই শিবিরের মধ্যে। শেষমেশ স্নায়ুর চাপ সামলে দুই পয়েন্ট ঝুলিতে পুরতে সক্ষম হলো রাজস্থান। আজকের জয়ের পর ১০ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষস্থানে নিজেদের জায়গা আরও পোক্ত করে নিলো তারা। হাতছানি থাকছে প্লে-অফের। অন্যদিকে ছয় ম্যাচ খেলে এই নিয়ে চতুর্থবার হারের স্বাদ পেলো পাঞ্জাব। চাপ বাড়লো তাদের উপর।

আজ ছিলেন না পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। বদলে নেতা হিসেবে মাঠে নামেন স্যাম কারান। টসের মুদ্রা যদিও পড়েছিলো অ্যাওয়ে টিম রাজস্থানের অনুকূলে। প্রথমে বোলিং বেছে নেন সঞ্জু স্যামসন। কুলদীপ সেন, আবেশ খান, কেশব মহারাজদের দাপটে শুরুতেই পিছিয়ে পড়েছিলো পাঞ্জাব। পরপর উইকেট হারায় তারা। ইনিংসের শেষ দশ ওভারে জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন ও আশুতোষ শর্মা খানিক প্রতিরোধ গড়ে তোলেন তাদের হয়ে। পাঞ্জাব থাকে ১৪৭ রানে। তাড়া করতে নেমে সাবলীল দেখায় নি রাজস্থান ব্যাটারদেরও। যশস্বী, সঞ্জু, রিয়ান’রা সাজঘরে ফেরার পর চাপের মুখে মাত্র ১০ বল খেলে ২৭* রানের ইনিংস খেলে ম্যাচ জেতান শিমরণ হেটমায়ার। ক্যারিবিয়ান তারকাই আজ পেলেন ম্যাচের সেরার পুরষ্কার।

Read More: IPL 2024: লো-স্কোরিং থ্রিলারে নায়ক হেটমায়ার, পাঞ্জাবকে হারিয়ে মরসুমের পঞ্চম জয় পেলো রাজস্থান !!

অনুশীলনই সাফল্যের চাবিকাঠি, জানালেন হেটমায়ার-

Shimron Hetmyer | IPL 2024 | Image: Getty Images
Shimron Hetmyer | IPL 2024 | Image: Getty Images

এর আগেও বহুবার পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের উদ্ধারকর্তা হয়ে উঠেছেন শিমরণ হেটমায়ার। ব্যতিক্রম হলো না আজও। রোভম্যান পাওয়েল ও কেশব মহারাজকে একই ওভারে পরপর আউট করে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন স্যাম কারান। শেষ ওভারে প্রয়োজন ছিলো ১০ রান। প্রথম দুই বল ডট হওয়ায় অঘটনের আশঙ্কা চেপে বসেছিলো রাজস্থান রয়্যালস সমর্থকদের মধ্যে। পর্বতসম চাপের মুখেও পরের তিনটে বলে যথাক্রমে ছক্কা, দুই ও ছক্কা এলো শিমরণ হেটমায়ারের ব্যাট থেকে। এক বল বাকি থাকতেই নিশ্চিত হলো দুই পয়েন্ট। কি করে বারবার দক্ষতার সাথে ম্যাচ ‘ফিনিশ’ করে মাঠ ছাড়েন? সেরা ক্রিকেটারের পুরষ্কার নিতে এসে এই প্রশ্নের মুখেই পড়তে হলো হেটমায়ার’কে।ক্যারিবিয়ান তারকা হাসিমুখেই জানান, “অনুশীলনের সৌজন্যেই। নেটে আমি যতটা সম্ভব চেষ্টা করি। ছক্কা মারার ক্ষেত্রে নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য থাকে।”

ফিনিশিং দক্ষতার কারণে উপরে ব্যাটিং-এর সুযোগ তো মেলে না? প্রশ্নের উত্তরে মস্করা করে হেটমায়ার বললেন, “এটা (ফিনিশিং দক্ষতা) কখনও আশীর্বাদ আবার কখনও অভিশাপ।” সাথে জুড়ে দেন,  “আমি খুশি দলকে সাহায্য করতে পেরে। প্রথম দুটো বলের পর বেশ চাপ ছিলো। তারপর আমি  বিষয়টাকে যথাসম্ভব সহজ রাখার চেষ্টা করেছি।” ক্রিজে কি কথা হয়েছে নন-স্ট্রাইকারের সাথে? ফাঁস করলেন হেটমায়ার। “আমি বোল্টি’কে (ট্রেন্ট বোল্ট) বলেছিলাম যে পঞ্চম বলে সিঙ্গল নিতে যথাসাধ্য চেষ্টা করবো। যদি নাও জিতি, অন্তত টাই হবে।” আইপিএলের জৌলুসের মাঝেও পরিবারের কথা জানাতে ভুললেন না ক্যারিবিয়ান তারকা। সাক্ষাৎকারের শেষ পর্বে হেটমায়ার জানান, “পরিবার থেকে দূরে রয়েছি। নিজেকে সতেজ রাখতে গেলে প্রতিটা মুহূর্ত উপভোগ করতেই হবে।”

Also Read: IPL 2024, KKR vs LSG, Match-28, Preview: ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি কলকাতা-লক্ষ্ণৌ, মর্যাদার লড়াই জিততে বদ্ধপরিকর দুই শিবিরই !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *