"পিটিয়ে ছাতু করে দিল..." লখনৌ'এর বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং KKR ! 1

আজকের আইপিএলের ৫৪তম ম্যাচে (IPL 2024) মুখোমুখি হয়েছে লখনৌ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্স (LSG vs KKR)। প্রথমে ব্যাটিং করতে এসে বিধ্বংসী ব্যাটিং করলো কলকাতা দল। ওপেনিং ব্যাটসম্যান ফিল সল্ট (Phil Salt) ও সুনীল নারায়ণ (Sunil Narine) বিধ্বংসী সূচনা দেন। প্রথম ছয় ওভারের মধ্যেই ৭০ রান জুড়ে দেয় কলকাতা।

ওপেনার সল্ট ১৪ বলে ৩২ রান বানান, তার ইনিংস জুড়ে ছিল ৫ টি চার ও ১ টি ছক্কা। দলের হয়ে সর্বাধিক রানের ইনিংস খেললেন সুনীল নারায়ণ (Sunil Narine)। আজকে আবার জ্বলে উঠলেন এই ক্যারিবিয়ান দানব, ব্যাট হাতে ৩৯ বলে ৬টি চার ও ৭টি লম্বা লম্বা ছক্কার বিনিময়ে ২০৭.৬৯ স্ট্রাইক রেটে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেললেন তিনি।

Read More: পাঞ্জাবের বিরুদ্ধে পরাজয়ের ডবল হ্যাটট্রিক থেকে বাঁচালো চেন্নাই, ২৮ রানে ছিনিয়ে নিলো সিজিনের ষষ্ঠ জয় !!

LSG’র বিরুদ্ধে ২৩৫’রান বানিয়ে ফেললো KKR

LSG vs KKR, IPL 2024
LSG vs KKR | Image: Getty Images

১২ ওভারে ১২০ রান বানিয়ে ফেলে কলকাতা এবং নারায়ণ আউট হলেও পিছিয়ে থাকেননি কলকাতার বাঁকি ব্যাটসম্যানরা। তিন নম্বরে ব্যাটিং করতে আসা রঘুবংশী  ২৬ বলে ৩২ রান বানিয়েছেন। রানরেট বজায় রাখার জন্য টিম ম্যানেজমেন্ট পাওয়ার হিটার আন্দ্রে রাসেলকে (Andre Russell) চার নম্বরে ব্যাটিং করতে পাঠিয়ে দেন তবে দলের হয়ে বড় ইনিংস খেলতে ব্যার্থ হন তিনি এবং ৮ বলে ১২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন ড্রে রাস।

তাছাড়া, ১১ বলে ১৬ রান বানান রিংকু সিং (Rinku Singh)। ডেথ ওভারে ব্যাটিং করতে আসা ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ১৫ বলে ২৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ও শেষের দুই ওভারে ব্যাটিং করতে আসা রমনদীপ সিং (Ramandeep Singh) ৬ বলে ৩টি ছক্কা ও ১টি চারের বিনিময়ে ২৫ রান বানিয়ে দলকে ২৩৫’রানে পৌঁছে দেন। লখনৌএর বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিংয়ের পর সমাজ মাধ্যমে ট্রেন্ডিং KKR।

দেখেনিন টুইট

Read Also: IPL 2024: “বে##&&$$…” মেজাজ হারালেন বিরাট কোহলি, অকথ্য গালিগালাজ প্রাক্তন সতীর্থকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *