Ipl 2024, pbks vs csk
PBKS vs CSK | Image: Getty Images

IPL 2024: সমাপ্ত হলো চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংসের ৫৩ তম ম্যাচ। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব দলের ক্যাপ্টেন স্যাম কুরান (Sam Curran)। প্রথমে ব্যাটিং করতে এসে ওপেনার অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) বরাবরের মতন আজকেও হলেন ফ্লপ। ৭ বলে ৯ রান বানিয়ে ফেরেন প্যাভিলিয়নে, ক্যাপ্টেন ঋতুরাজ (Ruturaj Gaikwad) ২১ বলে ৪ টি চার ও ১ টি ছক্কার বিনিময়ে ৩২ রানের ইনিংস খেলে রাহুল চাহারের বলে প্যাভিলিয়নে ফেরেন।

২৮’রানে জয় ছিনিয়ে নিলো চেন্নাই

Ipl 2024
PBKS vs CSK | Image: Getty Images

১৯ বলে ২টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ৩০ রানের ইনিংস খেলেন মিচেল। তবে আজকের ম্যাচে শিবম দুবের (Shivam Dube) ব্যাট থেকে আসেনি কোনো বড় ইনিংস প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। দলের হয়ে সর্বাধিক রান বানান রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), ২৬ বলে ৩টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৪৩ রান বানান তিনি। শেষের দিকে ঠাকুরের ব্যাট থেকে ১১ বলে এসেছিল ১৭ রানের একটি ইনিংস।

যদিও আজকের ম্যাচে এমএস ধোনির (MS Dhoni) ব্যাট থেকে আসেনি কোনো বড় স্কোর, হার্শাল প্যাটেলের প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ১৬৭ রান বানাতে সক্ষম হয় চেন্নাই সুপার কিংস। পাঞ্জাবের হয়ে রাহুল চাহার (Rahul Chahar) ও হার্শাল প্যাটেল (Harshal Patel) ৩টি করে উইকেট নেন এবং ২টি উইকেট নেন অর্ষদীপ সিং (Arshdeep Singh)।

Read More: TOP 3: চলতি IPL-এ মুম্বইয়ের মুখ থুবড়ে পড়ার পিছনে ‘ভিলেন’ এই তিন ক্রিকেটার !!

এই রান তাড়া করতে এসে, দ্বিতীয় ওভারের মধ্যেই দুই উইকেট হারায় পাঞ্জাব। তুষার দেশপান্ডের (Tushar Deshpande) বলে জনি বেয়ারিস্টো এবং রিলে রুশো জলদি প্যাভিলিয়নে ফেরেন। দলের হয়ে সর্বাধিক ২৩ বলে ৩০ রান বানান প্রভশিমরণ সিং (Pravsimran Singh)। তাছাড়া ২০ বলে ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শশাঙ্ক সিং (Shashank Singh)। যদিও পাঞ্জাব দলের বাঁকি ব্যাটসম্যানরা রান বানাতে হয়েছেন ব্যার্থ।

পাশপাশি, স্যাম কুরান (৭), জিতেশ শর্মা (০), আশুতোষ শর্মা (৩), হার্শাল প্যাটেল (১২), রাহুল চাহার (১৬), হারপ্রীত ব্রার (১৭) ও রাবাদার (১১) রানের দৌলতে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান বানাতে সক্ষম হয় পাঞ্জাব। আজকের চেন্নাইয়ের হয়ে ৩ উইকেট নেন জাদেজা, ২ টি করে উইকেট নেন তুষার দেশপান্ডে (Tushar Deshpande) ও সীমারজিৎ সিং (Simarjeet Singh) ও ১টি করে উইকেট নেন শার্দূল ঠাকুর ও স্যান্টনার। ২৮ রানে পাঞ্জাবকে পরাস্ত করলো CSK।

READ ALSO: IPL 2024: “ও আর খেলতে পারবে না…” শুরু হওয়ার আগেই শেষ কেরিয়ার, আইপিএল ও টি-২০ বিশ্বকাপের বাইরে তরুণ ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *