IPL 2024: “ও আর খেলতে পারবে না…” শুরু হওয়ার আগেই শেষ কেরিয়ার, আইপিএল ও টি-২০ বিশ্বকাপের বাইরে তরুণ ক্রিকেটার !! 1

IPL 2024: আইপিএলের (IPL) ট্রফির গায়ে সংস্কৃত যে শ্লোকটি খোদাই করা রয়েছে তার বাংলা করলে দাঁড়ায়, ‘প্রতিভা যেখানে আত্মপ্রকাশের মঞ্চ খুঁজে পায়’- ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ সম্পর্কে এই কথাটি মিলে যায় অক্ষরে অক্ষরে। প্রথম মরসুমের ইউসুফ পাঠান (Yusuf Pathan), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) থেকে হালের রিঙ্কু সিং অবধি-একের পর এক তরুণ প্রতিভাকে রাতারাতি তারকার স্তরে উন্নীত করেছে আইপিএল (IPL)। এই বছরের টুর্নামেন্টও ব্যতিক্রম নয়। অভিষেক শর্মা, শশাঙ্ক সিং, নীতিশ রেড্ডির মত ঘরোয়া ক্রিকেটের একঝাঁক খেলোয়াড়কে আন্তর্জাতিক স্তরে পরিচিতি দিয়েছে এবারের আইপিএল (IPL)। যে সকল উঠতি তারকার সন্ধান মিলেছে এবারের টুর্নামেন্টে তাদের মধ্যে উপরের দিকেই থাকবে লক্ষ্ণৌর মায়াঙ্ক যাদব (Mayank Yadav)।

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস জার্সিতে শুরুটা দারুণ করেছিলেন মায়াঙ্ক যাদব (Mayank Yadav)। চোটের জন্য গত মরসুমে আইপিএল (IPL) খেলা হয় নি। সেই আক্ষেপ যেন সুদে-আসলে পুষিয়ে নিচ্ছিলেন তিনি। নিয়মিত ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টার বেশী গতিতে বোলিং করে বিশেষজ্ঞদের চমকে দিয়েছিলেন। পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মত প্রতিপক্ষদের বিরুদ্ধে অসাধারণ বোলিং করার পর তাঁকেই দেশের নয়া ‘পেস সেনসেশন’ তকমা দিয়েছিলো ক্রিকেটজনতা। কিন্তু সাফল্য দীর্ঘস্থায়ী হয় নি মায়াঙ্কের। কিছুদিনের মধ্যেই চোট পান তিনি। রিহ্যাব করে মাঠে ফিরতে চেয়েছিলেন। কিন্তু হিতে বিপরীত হয়। মুম্বইয়ের বিরুদ্ধে ৩.১ ওভার বোলিং করেই মাঠ ছাড়তে হয় তাঁকে। আপাতত হতাশা বাড়ছে তাঁর জন্য। এই মরসুমে আর মায়াঙ্ককে পাওয়ার আশা করছেন না স্বয়ং লক্ষ্ণৌ কোচ জাস্টিন ল্যাঙ্গার।

Read More: LSG vs KKR, Match-54, Dream 11 Prediction in Bengali: যুযুধান লক্ষ্ণৌ ও কলকাতা, একানার ধুন্ধুমার দ্বৈরথে কেমন সাজাবেন ফ্যান্টাসি টিম? জানুন সব তথ্য এক ক্লিকে !!

মায়াঙ্কের মরসুম শেষ, জানাচ্ছেন ল্যাঙ্গার-

Mayank Yadav | IPL 2024 | Image: Getty Images
Mayank Yadav | Image: Getty Images

গতির তুফান তুলে যেমন নজরে পড়েছিলেন, তেমনই চোটের কবলে পড়ে হারিয়ে যাওয়ার মুখে মায়াঙ্ক যাদব (Mayank Yadav)। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই আইপিএল (IPL) মরসুমে যতি চিহ্ন পড়ে গিয়েছে তাঁর। এমনটাই আশঙ্কা করছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)। সংবাদমাধ্যমকে তিনি জানান, “আমরা প্রার্থনা করছি যাতে ও খেলতে পারে। হয়ত প্লে-অফে নামতে পারে। কিন্তু আমাকে বাস্তববাদীও হতে হবে। টুর্নামেন্টের শেষ দিকে মাঠে নামা হয়ত ওর জন্য কঠিন হতে চলেছে।” লক্ষ্ণৌ শিবির সূত্রে খবর প্রথমে যেখানে চোট লেগেছিলো তাঁর, মুম্বই ম্যাচেও সেই একই জায়গায় চোট লেগেছে। ল্যাঙ্গার জানান, “ওর স্ক্যান হয়েছে। আগের জায়গাতেই ছোট একটা ‘টিয়ার’ রয়েছে পেশীতে। এটা খুবই দুর্ভাগ্যজনক।”

সিনিয়রদের থেকে মায়াঙ্ককে আত্মবিশ্বাস সংগ্রহ করার পরামর্শ দিচ্ছেন ল্যাঙ্গার। সাংবাদিকদের জানান, “আমি জানি ও জসপ্রীত বুমরাহ’র সাথে কথা বলেছে। ও (বুমরাহ) ওকে আশ্বস্ত করেছে যে ও (মায়াঙ্ক) যদি একজন ফাস্ট বোলার হতে চায় তাহলে যাত্রাপথের একটা অংশ জুড়ে চোট-আঘাত’ও থাকবেই। আমার নিজের অভিজ্ঞতাও তাই বলে। ২৫-২৬ বছর অবধি ওর চোট-আঘাত লেগেই থাকবে। ওর (মায়াঙ্ক) দারুণ প্রতিভা রয়েছে। (চোট) দুর্ভাগ্যজনক।” ল্যাঙ্গার যতই মায়াঙ্ককে আত্মবিশ্বাস যোগান, অজি প্রাক্তনী ব্রেট লি (Brett Lee) লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের উপর যথেষ্ট ক্ষুব্ধ। যেভাবে তড়িঘড়ি তাঁকে মাঠে ফেরানো হয়েছিলো, তা সঠিক নয় বলেই মন্তব্য লি’র।

Also Read: LSG vs KKR IPL 2024 Match 54 Preview in Bengali: কলকাতার বিরুদ্ধে বদলা নিতে প্রস্তুত লখনৌ, গম্ভীরের নতুন চালে KKR করবে প্লে-অফের টিকিট কনফার্ম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *