IPL 2023: প্রথম ম্যাচেই মাঠ মাতালেন অভিষেক পোড়েল, জাতীয় দলের রেডারে থাকবেন বাংলার ক্রিকেটার !! 1

IPL 2023: দিল্লীর মাঠে  গতকাল‘হোম টিম’ দিল্লী ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে মাঠে নেমেছিলো গুজরাত টাইটান্স (GT)। ম্যাচে টস জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছিলেন গুজরাত অধিনায়ক। মহম্মদ শামি (Mohammed Shami), আলঝারি জোসেফের (Alzharri Joseph) দাপতে শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিলো দিল্লী। মাঝের ওভারগুলোতে ২০২২-এর চ্যাম্পিয়নদের বোলিং-এর ঝাঁঝ বাড়ান আফগানিস্তানের তারকা রশিদ খান (Rashid Khan)। ক্যাপিটালসের ইনিংস শেষ হয় ১৬২ রানে। সাই সুদর্শন (Sai Sudarshan), ডেভিড মিলারদের (David Miller) ব্যাটে ভর দিয়ে ১১ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নিলো টাইটান্সরা।

বঙ্গক্রিকেটের জন্য এক বিশেষ রাত্রির সাক্ষী হলো মঙ্গলবার রাতের অরুণ জেটলি স্টেডিয়াম। দুই দল মিলিয়ে চার জন বাংলার ক্রিকেটার একই সাথে মাঠে নেমেছিলেন গতকাল। গত মরসুম থেকেই গুজরাত (GT) দলের নিয়মিত সদস্য মহম্মদ শামি (Mohammed Shami) এবং ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। দিল্লীর একাদশেও গতকাল দেখা গেলো দুই বঙ্গ ক্রিকেটারকে। পেসার মুকেশ কুমারকে (Mukesh Kumar) নিলাম থেকে নিয়েছিলো দিল্লী শিবির। প্রথম ম্যচেও খেলেছিলেন তিনি। একইসাথে গতকাল আইপিএলের আঙিনায় পা রাখলেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটার অভিষেক পোড়েল (Abhishek Porel)। দিল্লী ক্যাপিটালস দাগ-আউটে ছিলেন ডায়রেকটর অফ ক্রিকেট অপারেশনস সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সব মিলিয়ে বাংলা ক্রিকেটের এক স্মরণীয় মুহূর্তে তৈরি হলো দিল্লীর নৈশালোকে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

IPL-এ প্রথম ম্যাচে ভরসা যোগালেন অভিষেক-

Abhshek Porel | IPL 2023 | image: twitter
Abhshek Porel impresses on IPL debut against Gujarat Titans

মরসুম শুরুর আগেই এবার বড় ধাক্কা খেয়েছে দিল্লী ক্যাপিটালস (DC)। সড়ক দুর্ঘটনায় চোট পেয়ে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। অধিনায়ক ঋষভের বদলি হিসেবে নেতা বেছে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে (David Warner)। আইপিএলের দুনিয়ায় ওয়ার্নার পরিচিত নাম। ৫৬টি অর্ধশতকের মালিক। ২০১৬ সালে অধিনায়ক হিসেবে ট্রফিও দিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH)। ক্যাপ্টেন পন্থের অভাব যতটা অনুভব করছে দিল্লী, তার থেকে বেশী তাদের চিন্তা বাড়িয়েছে উইকেটরক্ষক পন্থের (Rishabh Pant) অনুপস্থিতি। পাশাপাশি মিডল অর্ডারে ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠার মত কাউকেও একান্ত প্রয়োজন ছিলো তাদের।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

প্রথম ম্যাচে উইকেটরক্ষক হিসেবে মাঠে নেমেছিলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। কিন্তু হতাশ করেছেন তিনি। এমনকি ব্যাট হাতেও টি-২০ ক্রিকেটের উপযোগী ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন মুম্বইয়ের সরফরাজ। আইপিএল শুরুর আগে আচমকাই সুযোগ এসে গিয়েছিলো অভিষেক পোড়েলের (Abhishek Porel) কাছে। বাংলার তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে দিল্লী দলে নেয় পন্থের পরিবর্ত হিসেবে। প্রথম ম্যাচে দলে জায়গা না পেলেও গুজরাত টাইটান্স ম্যাচে প্রথম একাদশে ছিলেন তিনি। দস্তানা হাতে দাঁড়ালেন উইকেটের পিছনে।

ব্যাট হাতে ১১ বলে ২০ রান করেন তিনি। রানসংখ্যা হিসেবে হয়ত বেশী নয়, তবুও তাঁর শটচয়ন বা দ্রুত গতিতে রান তোলার প্রচেষ্টা আশার আলো দেখিয়েছে দিল্লীকে। যশ ঠাকুরকে লং-অনের ওপর দিয়ে একটি অনবদ্য ছক্কা হাঁকিয়ে অভিষেক (Abhishek Porel) বুঝিয়ে দিয়েছেন বড় মঞ্চের চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত। উইকেটের পিছনেও যথেষ্ট সাবলীল দেখিয়েছে তাঁকে। খলিল আহমেদের বলে হার্দিক পান্ডিয়ার ক্যাচ ধরেন তিনি। উইকেটরক্ষকের জায়গা থেকে প্রায় পয়েন্ট অবধি ছুটে গিয়ে শরীর ছুঁড়ে দিয়েছিলেন একটি ক্যাচের জন্য। বল দস্তানা বন্দী না হলেও প্রচেষ্টাকে কুর্ণিশ জানান তাঁর সতীর্থরা। কুর্ণিশ জানিয়েছেন সমর্থকরাও।

জাতীয় দলের নজরে থাকবেন অভিষেক পোড়েল-

Abhishek Porel | IPL 2023 | image: twitter
Abhishek Porel has established himself as a regular starter for Bengal in Ranji Trophy

মাত্র ২০ বছর বয়স অভিষেকের (Abhishek Porel)। ভারতের হয়ে অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতেছেন। ইতিমধ্যেই বাংলার রঞ্জি দলে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তিনি। ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) বাংলা ছেড়ে ত্রিপুরা পাড়ি দিলেও উইকেটরক্ষক-ব্যাটারের অভাব বুঝতে দেন নি তিনি। রঞ্জি ফাইনালে সৌরাষ্ট্রের কাছে বাংলা হারলেও অভিষেকের লড়াকু অর্ধশতক ক্রিকেটপ্রেমীদের স্মৃতিপটে থাকবে। ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৯৫ রান করেছেন অভিষেক। রয়েছে ৬টি অর্ধশতক। ৫৮টি ক্যাচ এবং ৮টি স্টাম্পিং’ও করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে একদিনের খেলায় তাঁর ব্যাটিং গড় ৫৪।

ঋষভ পন্থের (Rishabh Pant) প্রত্যাবর্তনের নির্দিষ্ট সময় এখনো জানাতে পারেন নি চিকিৎসকেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে বিকল্প হিসেবে কে এস ভরতকে (KS Bharat) ব্যবহার করেছে ভারত। সীমিত ওভারের খেলায় খেলছেন ঈশান কিষণ (Ishan Kishan)। দুজনের কেউই সাম্প্রতিক কালে ব্যাট হাতে বা উইকেটের পিছনে নির্ভরতা দিতে পারেন নি। আইপিএল সুযোগের সদ্ব্যাবহার করতে পারলে বছর কুড়ির অভিষেকের (Abhishek Porel) সামনে খুললেও খুলতে পারে ‘টিম ইন্ডিয়া’র দরজা।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *