শীঘ্রই শাস্ত্রী সহ তাঁর সাপোর্ট স্টার্ফদের বেতন নিয়ে আলোচনায় বসবে সিওএ, দেখে নিন কত টাকা পেতে পারেন তাঁরা 1

টিম ইন্ডিয়ার নব নিযুক্ত কোচ রবি শাস্ত্রীর বেতন কত হতে চলেছে, তা নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি টিমের অন্যান্য সাপোর্ট স্টার্ফ কারা হবেন, তাঁদের বার্ষিক বেতন নিয়ে এরই মধ্যে সুপ্রিম কোর্ট দ্বারা নিযুক্ত বোর্ডের চার সদস্যের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স–এর অন্যতম সদস্য ডায়না এডুলজির সঙ্গে আলোচনায় বসেছিলেন শীর্ষকর্তা বিনোদ রাই। সেখানে রবি শাস্ত্রী এবং তাঁর সাপোর্ট স্টার্ফদের বেতন ঠিক করার জন্য চার সদস্যের কমিটি ঠিক করা হয়েছে। সূত্রের খবর, রবি শাস্ত্রীকে কোচ হিসেবে বার্ষিক ৭ থেকে ৭.৫ কোটি টাকা দেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছে বোর্ড। এবং সাপোর্ট স্টার্ফরা কমবেশি বার্ষিক ২ কোটি টাকা পেতে পারেন। এই বিষয়টির পাশাপাশি আগামী ১৮ জুলাই ভারতের বর্তমান কোচ রবি শাস্ত্রীর উপস্থিতিতে যাবতীয় বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনায় বসবেন ডায়না এডুলজি সহ সচিব অমিতাভ চৌধুরি, সিএও রাহুল জহুরি এবং সভাপতি সি কে খান্না। সেখানে শাস্ত্রীর সঙ্গে আলোচনা করে তার ঠিক পরের দিন চার সদস্যের প্যানেল নিজেদের মধ্যে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, ক’দিন আগেই সবার সম্মতি নিয়েই বিসিসিআই–এর উপদেষ্টা কমিটির তিন সদস্য সৌরভ, শচীন এবং লক্ষ্মণ মিলে কোহলিদের পরবর্তী কোচ হিসেবে রবি শাস্ত্রীকে নিয়োগ করেন।

শীঘ্রই শাস্ত্রী সহ তাঁর সাপোর্ট স্টার্ফদের বেতন নিয়ে আলোচনায় বসবে সিওএ, দেখে নিন কত টাকা পেতে পারেন তাঁরা 2
রবি শাস্ত্রী
শীঘ্রই শাস্ত্রী সহ তাঁর সাপোর্ট স্টার্ফদের বেতন নিয়ে আলোচনায় বসবে সিওএ, দেখে নিন কত টাকা পেতে পারেন তাঁরা 3
জাহির খান
শীঘ্রই শাস্ত্রী সহ তাঁর সাপোর্ট স্টার্ফদের বেতন নিয়ে আলোচনায় বসবে সিওএ, দেখে নিন কত টাকা পেতে পারেন তাঁরা 4
রাহুল দ্রাবিড়

এখানে দেখুনঃ কোচের পদে রবি শাস্ত্রীর নিয়োগে ক্ষেপে লাল সেহওয়াগের এই কাছের মানুষটি

রবি শাস্ত্রী ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে তা নিয়ে এখনও পর্যন্ত বহু আলোচনা হয়ে চলেছে। আলোচনার অন্যতম কারণ অবশ্য বোলিং কোচ হিসেবে জাহির খান এবং ব্যাটিং পরামর্শদাতা হিসেবে রাহুল দ্রাবিড়ের নিয়োগ। যেটা আপাতত মন থেকে মেনে নিতে পারছেন না শাস্ত্রী। তিনি নিজের পছন্দের সাপোর্ট স্টার্ফদের পেতে চাইছেন। শেষমেশ বোর্ড শাস্ত্রীর পছন্দের সাপোর্ট স্টার্ফদের নিয়োগ করে কিনা, তা শীঘ্রই জানা যাবে। পাশাপাশি জাহির এবং রাহুলের নিয়োগের বিষয়টি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ জুলাইয়ে এ ব্যাপারে আবারও আলোচনায় বসবেন সিওএ–র সদস্যরা। কারণ, বোর্ডের বিশেষ একটি পক্ষ আবার শাস্ত্রীর পছন্দ অনুযায়ী বোলিং কোচ হিসেবে ভরত অরুণকে দলে রাখার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে।

শীঘ্রই শাস্ত্রী সহ তাঁর সাপোর্ট স্টার্ফদের বেতন নিয়ে আলোচনায় বসবে সিওএ, দেখে নিন কত টাকা পেতে পারেন তাঁরা 5
ভরত অরুণ

আরোও দেখুনঃ এখনই চুক্তি নয় শাস্ত্রী, জাহির, দ্রাবিড়ের সঙ্গে, বিসিসিআইকে জানিয়ে দিল প্রশাসক কমিটি!

আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কা সফরকে মাথায় রেখে দেশ ছাড়বে ভারতীয় ক্রিকেট দল। কোহলির সে দলের সঙ্গে বোর্ডের উপদেষ্টা কমিটির বেছে দেওয়া বোলিং কোচ জাহির খান, এবং ব্যাটিং পরামর্শদাতা রাহুল দ্রাবিড়রা যেতে পারবেন বলে জানা গিয়েছে। রাহুল দ্রাবিড় অবশ্য বর্তমানে ভারতের ‘এ’ এবং অনূর্ধ্ব ১৯ দলের কোচের ভুমিকায় দায়িত্ব পালন করছেন। উপদেষ্টা কমিটির প্রধান শচীন, সৌরভ, লক্ষ্মণদের মনে হয়েছিল, বিদেশের মাটিতে ভারতীয় ক্রিকেটাররা বোলিং এবং ব্যাটিং পরামর্শদাতা হিসেবে জাহির খান এবং রাহুল দ্রাবিড়কে পেলে উপকৃত হতেন। এর আগে রবি শাস্ত্রী যখন ভারতের টিম ডিরেক্টর হিসেবে নিজের দায়িত্ব পালন করেছিলেন, তখন তাঁকেও এভাবে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে কাজ করতে দেখা গিয়েছিল। তবে এই মুহূর্তে নতুন বোলিং এবং ব্যাটিং পরামর্শদাতাদের নিয়োগের বিষয়টি স্থগিত থাকায়, পরবর্তী সময়ে কি ঘটতে চলেছে, তা জানার জন্য অপেক্ষা ছাড়া আর কোনও রাস্তা নেই। এদিকে, কোহলিবাহিনী টিম শ্রীলঙ্কার সঙ্গে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ম্যাচ এবং একটি টি–২০ ম্যাচের সিরিজ খেলার মানসিক প্রস্তুতি প্রায় নিয়ে ফেলেছে।

শীঘ্রই শাস্ত্রী সহ তাঁর সাপোর্ট স্টার্ফদের বেতন নিয়ে আলোচনায় বসবে সিওএ, দেখে নিন কত টাকা পেতে পারেন তাঁরা 6
ভারতীয় ক্রিকেট দল

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *