SL vs AFG: আফগানদের বিরুদ্ধে লঙ্কা বাহিনীর দুর্ধর্ষ পারফরমেন্স, ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস সৃষ্টি করলেন নিসাঙ্কা !! 1

SL vs AFG: শুক্রবার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা প্রথম ওডিআই ম্যাচে ঝড় তুলেছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে আফগানদের বিরুদ্ধে ক্যারিয়ারের সেরা ইনিংস খেললেন শ্রীলঙ্কার ওপেনার ব্যাটসম্যান পথুম নিসাঙ্কা (Prathum Nishanka)। ১৩৯ বলে ২১০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন তিনি এবং আফগানদের থেকে জয় অনেকটা দূরে ঠেলে দেন।

প্রথম ওডিআই জিতলো শ্রীলঙ্কা

Sl vs afg
SL vs AFG | Image: Getty Images

তার ইনিংস জুড়ে ছিল ২০টি চার ও ৮টি ছক্কা, ১৫১.০৮ স্ট্রাইক রেটে এই রান বানিয়েছেন। পথুম নিসাঙ্কার সঙ্গী আবিষ্কা ফার্নান্দো ৮৮ বলে ৮৮ রানের ইনিংস খেলেন। তিনিও ৮টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে নিশঙ্কার সাথে ১৮২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। শেষ ওভারগুলোতে সাদিরা সামারাবিক্রমা ৩৬ বলে ৪৫ রান করে শ্রীলঙ্কাকে ৫০ ওভারে ৩ উইকেটে ৩৮১ রান বানায়। জবাবে ব্যাটিং করতে এসে প্রথম ৪২ রানের মাথায় ৩ উইকেট হারায় আফগানিস্তান। কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন আজমতুল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবী। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১৪৯ রান করেন আজমতুল্লাহ ওমরজাই। তিনি ১১৫ বলের ইনিংসে ১৩টি চার ও ৬টি ছক্কা মারেন।

পাশাপাশি, ১৩০ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নবী। মোহাম্মদ নবীর ইনিংসে ছিল ১৫টি চার ও ৩টি ছক্কা। আজমতুল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবী মিলে ষষ্ঠ উইকেটে ২৪২ রানের জুটি গড়লো আফগানদলকে জেতাতে ব্যার্থ হয়েছেন। ৩৮২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৩৩৯ রান করতে পারে আফগানিস্তান। ফলে প্রথম ওয়ানডে ম্যাচে আফগানিস্তানকে ৪২ রানে হারিয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। আগামী ১১ ফেব্রুয়ারি রবিবার পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যে সিরিজের (SL vs AFG) দ্বিতীয় ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ।

আরও পড়ুন | “ও আমাকে বাবা বলেই মনে করে না…”, রবীন্দ্রা জাদেজার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে তুলোধনা করলেন বাবা অনিরুধ সিং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *