পাক অধিনায়ক সরফরাজের সমর্থনে তাঁর নিন্দুকদের সোশ্যাল নেটওয়ার্ক সাইটে একহাত নিলেন এই ভারতীয় ক্রিকেটারটি 1

ভারতীয় সময়ে রবিবার দুপুর ৩টে নাগাদ ওভালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। প্রতিযোগিতার এই ফাইনাল ম্যাচটিকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমে আকাশ ছুঁয়ে ফেলছে। আইসিসি–র একদিনের আসরে এর আগে ভারত–পাকিস্তান কখনই একে অপরের সামনা সামনি হয়নি। তাই রবিবারের ডুয়েলের দিকে নজর গোটা ক্রিকেট বিশ্বের। যদিও এর আগে আইসিসি–র টি–২০ বিশ্বকাপের ফাইনালে ভারত–পাকিস্তান মুখোমুখি হয়েছিল। সেবারে প্রত্যাশা মতো ধোনির ভারত ফাইনালে হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে। রবিবারের ম্যাচে দুই দলই অবশ্য ইতিহাস গড়ার ব্যাপারে আশাবাদী। একদিকে থাকছে বিশ্বসেরা ভারতের ব্যাটিং লাইন আপ, অন্যদিকে থাকছে বর্তমান সময়ে পাকিস্তানের সেরা বোলিং ব্রিগেড। এর ফলে স্বাভাবিকভাবে রবিবারের ম্যাচে ওভালে বল গড়ানোর আগে পর্যন্ত হেভিওয়েট ম্যাচটিকে নিয়ে কেউই আপাতত ভবিষ্যতবানী করতে রাজি হচ্ছেন না।

Previews - ICC Champions Trophy Final : News Photo

Bangladesh v India - ICC Champions Trophy Semi Final : News Photo

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকে ভারত–পাকিস্তানের মাঠের লড়াইকে সামনে রেখে সোশ্যাল নেটওয়ার্ক সাইটেও কথার লড়াই শুরু করে দিয়েছিলেন দুই প্রতিবেশী দেশের ক্রিকেট সমর্থকেরা। সে তালিকায় অনেক আগেই নিজের নাম লিখিয়েছিলেন ভারতের সর্বকালের সেরা মারকুটে ব্যাটসম্যান বীরেন্দ্র সেহওয়াগ। প্রতিযোগিতার প্রথম ম্যাচ শুরু হওয়ার আগে তিনি প্রতিপক্ষকে হেলায় উড়িয়ে দিয়ে সংবাদের শিরোনামে চলে আসেন। পরবর্তী সময়ে ভারতের সেমিফাইনালের প্রতিপক্ষ বাংলাদেশকে ফুৎকার করে উড়িয়ে কোহলিব্রিগেডের মাসল পাওয়ারকে আরও একবার সবার সামনে তুলে ধরেছিলেন। বাংলাদেশকে হেও করার জন্য বীরুকে অবশ্য পাল্টা অনেককিছু শুনতে হয়েছিল। যদিও ভারত সেমিতে বাংলাদেশকে ৯ উইকেটে উড়িয়ে দেওয়ায় নজফগড়ের নবাব পদ্মাপারের ক্রিকেট দলকে টিম ইন্ডিয়ার ‘নাতি’ সম্মোধন করেন।Bangladesh v India - ICC Champions Trophy Semi Final : News Photo

ভারতের হয়ে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে প্রতিপক্ষ দলকে ছোট করা নাকি সেহওয়াগের অভ্যাসে দাঁড়িয়েছে। সম্প্রতি ট্যুইটার সহ বিভিন্ন সাইটে এমন সব মন্তব্য গিলতে হয়েছে বীরুকে। যদিও রবিবার ভারত–পাকিস্তান ফাইনালের আগে ঠিক উল্টো পথে হেঁটে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং তাদের দলের অধিনায়ক সরফরাজ আহমেদের পাশে দাঁড়ালেন তিনি। সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে এসে সরফরাজ আহমেদ সঠিক ইংরাজি না বলতে পারার কারণে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে মজার খোরাক হতে হয়। অনেকে তাঁকে আগে ইংরাজি শিখে এই ধরণের সাংবাদিক সম্মেলনে আসার উপদেশ দিতে থাকেন। যদিও এ ব্যাপারে পাক অধিনায়ক সরফরাজ আহমেদেকে নিয়ে যারা ট্যুইটারে ছোট করেছেন, তাদের এক হাত নিয়ে এদিন বীরু পরিস্কার করে দেন, ভালো ইংরাজি বলার চেয়ে অনেকবেশি গুরুত্বপূর্ণ মাঠে ভালো ক্রিকেট খেলা।Previews - ICC Champions Trophy Final : News Photo

India v Pakistan - ICC Champions Trophy : News Photo

সরফরাজের সমর্থনে সেহওয়াগ ট্যুইটারে বলেন,

‘সরফরাজের ইংরাজী বলা নিয়ে যারা সোশ্যাল নেটওয়ার্ক সাইটে আজে বাজে বকাটাই বোকামো। সরফরাজের কাজ ভালো ক্রিকেট খেলা। আর এই কাজটি তিনি নিজের দলকে ফাইনালে তুলে ভালোভাবেই করেছেন।’

CRICKET-CT-2017-IND-PRESSER : News Photo

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *