ম্যাচের পর সৌরভ গাঙ্গুলিকে নিয়ে মজা ওরালেন সহবাগ; যা বললেন দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। 1

এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাভাষ্য দিতে ব্যস্ত রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেহওয়াগ, শেন ওয়ার্নরা। এমনিতে এখন সোশ্যাল নেওয়ার্কিং সাইটে যথেষ্ট সক্রীয় থাকেন সেহওয়াগ। বিভিন্ন বিষয়ে মতামত দিয়ে থাকেন দেশের প্রাক্তন এই ওপেনারটি। টুইটারে সেহওয়াগ কখন কি বলবেন বা কি ছবি পোষ্ট করবেন, তা দেখার অপেক্ষায় থাকেন তাঁর ভক্তরা। ধারাভাষ্য দিতে বসে সতীর্থ ভাষ্যকারদের সঙ্গে হাসি-ঠাট্টা করতেও দেখা যায় সেহওয়াগকে।

Image result for sehwag smile

 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে ছবি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন সেহওয়াগ। যেখানে দেখা যাচ্ছে, ঘুমিয়ে রয়েছেন সৌরভ এবং শেন ওয়ার্ন। ওই ছবি পোষ্ট করে সেহওয়াগ লিখেছেন, ‘ভবিষ্যতে তিনি কি করবেন, তা নিয়ে একজন মানুষ স্বপ্ন দেখে থাকেন। আর কিংবদন্তিরা দেখছি এখনও কোনও সময় নষ্ট করেন না। তাঁরা এখনও স্বপ্ন দেখেন। ‘শোনে কা মজা’ (শোয়ার মজা)।’

বার্মিংহামে রবিবারের বৃষ্টিবিঘ্নিত ভারত-পাক ম্যাচ অবশ্য একতরফা হয়ে যায়। প্রথমে ব্যাট করে ভারত ৪৮ ওভারে তিন উইকেটের বিনিময়ে ৩১৯ রান করে। দলের টপ-অর্ডারের চার ব্যাটসম্যানই অর্ধশতরানের গণ্ডি পার করেন। পরে বাকি কাজটা করেন ভারতের বোলাররা। দলের ফিল্ডিং তেমন আশানুরূপ না হলেও, এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন রবীন্দ্র জাদেজা।

ম্যাচের পর সৌরভ গাঙ্গুলিকে নিয়ে মজা ওরালেন সহবাগ; যা বললেন দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। 2

বড় রান তাড়া করতে নামা পাকিস্তানকে আরও বিপদে ফেলে দেয় বৃষ্টি। শেষমেষ জয়ের জন্য তাদের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪১ ওভারে ২৮৯ রান।শুরুতে আজহার আলি (৫০) ছাড়া পাকিস্তানের কোনও ব্যাটসম্যানই উল্লেখযোগ্য কিছু করতে পারেননি।

ম্যাচের পর সৌরভ গাঙ্গুলিকে নিয়ে মজা ওরালেন সহবাগ; যা বললেন দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। 3

ডাকওয়ার্থ- লুইস পদ্ধতিতে ভারত অনায়াসেই ১২৪ রানে ম্যাচ জিতে নেয়। প্রসঙ্গত, টুর্নামেন্টে ভারতের পরবর্তী ম্যাচ আগামী ৮ জুন, শ্রীলঙ্কার বিরুদ্ধে।

ম্যাচের পর সৌরভ গাঙ্গুলিকে নিয়ে মজা ওরালেন সহবাগ; যা বললেন দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *