WTC Final: নিজের উত্তরাধিকারী তৈরীতে ব্যস্ত বিরাট কোহলি, দাঁড়িয়ে থেকে করাচ্ছেন অনুশীলন !! 1

WTC Final: এই বছরের মত যবনিকা পড়েছে আইপিএলের। ফ্র্যাঞ্চাইজি টি-২০ ক্রিকেটের দুনিয়াকে পিছনে ফেলে দেশের জার্সি গায়ে চাপিয়ে নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। কুড়ি-বিশের ক্রিকেটের ধুন্ধুমার লড়াইয়ের ময়দান থেকে সরাসরি টেস্ট ক্রিকেটের বৃত্তে পা রাখতে হচ্ছে ‘টিম ইন্ডিয়ার’ খেলোয়াড়দের। আগামী ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। দশ বছর আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতা জেতে নি ভারত। ইংল্যান্ডের মাটিতে সেই খরা কাটাতে মরিয়া রোহিত শর্মার (Rohit Sharma)  দল। এর আগে ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেও হারতে হয়েছিলো ‘টিম ইন্ডিয়া’কে। সাউদাম্পটনের মাঠে টেস্টে বিশ্বসেরা হয়েছিলো নিউজিল্যান্ড। ২০২১-এর ভুল আর করতে রাজী নয় ভারত।

আগেই ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করে দেওয়া হয়েছিলো বোর্ডের তরফ থেকে। যাঁরা আইপিএল প্লে-অফে অংশ নেন নি, তাঁরা কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সাথে আগেই পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডে। শুরু করেছেন অনুশীলন। প্লে-অফের পর যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) , সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। ফাইনালে মুখোমুখি হওয়া দুই দল চেন্নাই এবং গুজরাত দলেও মহম্মদ শামি (Mohammed Shami), শুভমান গিল (Shubman Gill), রবীন্দ্র জাদেজার মত ক্রিকেটাররা রয়েছেন যাঁরা খেলবেন টেস্ট চ্যাম্পিয়নশিপ। তাঁরাও ইংল্যান্ডে পৌঁছে দ্রুত শুরু করবেন অনুশীলন। একমাত্র চেতেশ্বর পূজারা ছাড়া সাম্প্রতিক সময়ে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে কেউই চর্চার মধ্যে নেই। ফলে ইংল্যান্ডের পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য জোরকদমে চলছে ‘টিম ইন্ডিয়ার’ অনুশীলন। প্র্যাক্টিসের ফাঁকেই বিরাট কোহলিকে (Virat Kohli) দেখা গেলো যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সাথে আলোচনায়। নবীন প্রতিভাকে টিপসও দিলেন ‘কিং কোহলি।’

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

IPL-এ স্বপ্নের পারফর্ম্যান্স করেছেন যশস্বী-

Yashasvi Jaiswal | WTC Final | image: Twitter
Yashasvi Jaiswal has won the IPL Emerging Player Award in 2023

ফুচকাওয়ালার সন্তান যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) উত্থানের কাহিনী হার মানাবে সিনেমার গল্পকেও। আক্ষরিক অর্থেই গলি থেকে রাজপথে উঠে এসেছেন তিনি। মুম্বইয়ের যশস্বীকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বলে আক্ষায়িত করছেন বিশেষজ্ঞরা। বাঁ অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপে ভারীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। সেই সময়েই একাধিক দুরন্ত ইনিংস খেলে নজরে পড়েন। এরপর আইপিএলেই গত বছর বেশ কিছু ভালো ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু ২০২৩-এ এসে যেভাবে রাজস্থান রয়্যালস জার্সিতে জ্বলে উঠলেন যশস্বী (Yashasvi Jaiswal), তাতে তাঁর মধ্যে আগামী দিনের এক তারকাকে দেখছেন অনেকেই।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অদম্য ১২৪, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের দ্রুততম অর্ধশতক-একের পর এক মাইলস্টোন পেরিয়েছে যশস্বী (Yashasvi Jaiswal)  এই বছর। ১৪ ম্যাচে ৪৮.০৪ গড়ে করেছেন ৬২৫ রান। কোনো আনক্যাপড প্লেয়ারের ক্ষেত্রে আইপিএলের ইতিহাসে যা যথেষ্ট। জিতেছেন ‘এমার্জিং প্লেয়ার’ পুরষ্কার। তবে কেবল টি-২০ নয়, তিনি যে তিন ফর্ম্যাটেই সেরা হয়ে উঠতে পারেন তার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন যশস্বী। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৮০.২১। ১৫ ম্যাচে করেছেন ১৮৪৫ রান। রয়েছে ৯টি শতরান। ঘরোয়া একদিনের ম্যাচেও প্রায় ৫৪ গড় নিয়ে যশস্বী (Yashasvi Jaiswal)  করেছেন ৩২ ম্যাচে ১৫১১ রান। রয়েছে ৫টি শতরান।

ইংল্যান্ডে কোহলির ক্লাসে মনোযোগী ছাত্র যশস্বী-

Virat Kohli and Yashasvi Jaiswal | WTC Final | image: twitter
Virat Kohli was seen giving tips to Yashasvi Jaiswal during Team India’s practice ahead of WTC final

প্রাথমিকভাবে যে দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ঘোষণা করেছিলো বিসিসিআই, তাতে ছিলেন না যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)  । দলে চোট-আঘাত সমস্যা থাকায় ১৫ সদস্যের দলের পাশাপাশি ৩ জন ক্রিকেটারকে স্ট্যান্ড-বাই হিসেবে ইংল্যান্ড পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় বোর্ড। সেই তালিকায় মুকেশ কুমার (Mukesh Kumar), সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সাথে ছিলো ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad)নাম। কিন্তু শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণে ঋতুরাজ সরে দাঁড়ানোয় শিকে ছেঁড়ে যশস্বীর ভাগ্যে। আইপিএলে এবং ঘরোয়া ক্রিকেটে নিরন্তর ভালো পারফর্ম্যান্স করার সুফল পান তিনি। স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড সফরকারী দলের অংশ হয়ে ওঠেন তিনিও। অধিনায়ক রোহিত শর্মা এবং সূর্যকুমারের সাথে একই বিমানে ভারত থেকে ইংল্যান্ড গিয়েছেন যশস্বী।

ইংল্যান্ডে পৌঁছে জাতীয় দলের সাথে অনুশীলনেও নেমে গিয়েছেন তিনি। আইপিএলে ভালো পারফর্ম্যান্সের নেপথ্যে সিনিয়র ক্রিকেটারদের পরামর্শ রয়েছে বলে আগেই স্বীকার করেছিলেন যশস্বী (Yashasvi Jaiswal)  । জানিয়েছিলেন সুযোগ পেলেও রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত ক্রিকেট নক্ষত্রদের সাথে কথা বলেন তিনি। জানতে চান ক্রিকেট সম্পর্কে। নিজেকে আরও বেশী ঋদ্ধ করতে চান। ইংল্যান্ডে ভারতের অনুশীলনেও দেখা গেলো সেই একই দৃশ্য। বিরাট কোহলির (Virat Kohli) সাথে একান্তে অনেকটা সময় কাটাতে দেখা গেলো তাঁকে। স্টান্স থেকে অফ সাইডে বল ছাড়ার মত নানা বিষয়ে কোহলির পরামর্শ নিতে দেখা গেলো তাঁকে। এর আগে নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেনে যেদিন দক্ষযজ্ঞ চালাচ্ছিলেন যশস্বী (Yashasvi Jaiswal)  ,সেদিন ইন্সটাগ্রামে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বিরাট। এখন সামনে পেয়ে তরুণ ক্রিকেটারকে শিখিয়ে দলেন ব্যাটিং-এর খুঁটিনাটি। ভারতীয় ব্যাটিং-এর ভবিষ্যৎ গড়ার কারিগর হয়ে উঠলেন বিরাট।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *