WPL 2023: প্রথম ম্যাচেই হলো বড় গোলমাল, ভারতীয় জাতীয় সঙ্গীতকে অপমান করলেন অস্ট্রেলিয়ার খেলোয়াড় !! 1

WPL 2023: আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো ক্রিকেটদুনিয়া। পুরুষদের আইপিএল শুরুর দেড় দশক পরে পথচলা শুরু করলো মহিলাদের ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL)। গ্ল্যামারের রাঙতায় মুড়ে ধুন্ধুমার ক্রিকেটের যে স্বাদ গত পনেরো বছর ধরে অনুরাগীদের দিয়ে আসছে আইপিএল, তার আবেদন আজও বিন্দুমাত্র ফিকে হয় নি। বরং জনপ্রিয়তা বেড়েছে উত্তরোত্তর।

ভারতে এবং সমগ্র বিশ্বে মহিলাদের ক্রিকেটের প্রসারের জন্য ডব্লু পি এলের (WPL)  ভাবনাকে সময়োপযোগী বলছেন বিশেষজ্ঞ’রা। ছেলেদের ক্রিকেটে যেভাবে বিপ্লব এনেছে আইপিএল,সেই একই প্রভাব বিস্তার করতে পারবে ডব্লু পি এল। আশা দেখছেন অনেকে।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

ম্যাচ শুরুর আগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিলো বিসিসিআই। সেখানে পারফর্ম করতে দেখা গেলো বলিউডের কিয়ারা আদবানী (Kiara Advani), কৃতি শ্যাননদের (Kriti Sanon)। গানের তালে দর্শকাসনে উপস্থিত ক্রিকেটভক্তদের উদ্বেলিত করলেন র‍্যাপার এপি ধিঁলোও। তবে বিতর্কহীন হতে পারলো না উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) সূচনালগ্ন। দারুণ ছন্দে এগোচ্ছিলো সবকিছু। তাল কাটলো জাতীয় সঙ্গীতের সময়। এক অস্ট্রেলীয় খেলোয়াড়কে ভারতের জাতীয় সঙ্গীতের অবমাননা করতে দেখা গেলো ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ প্রথম ম্যাচেই-

WPL 2023 | image: twitter
Australian cricketer was accused of disrespecting the Indian National Anthem

WPL-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে গুজরাত জায়ান্টস (GGT) ও মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ম্যাচ শুরুর আগে বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি ট্রফি উন্মোচনের অনুষ্ঠানও হয়। সেখানে অংশ নিয়েছিলেন পাঁচ দলের পাঁচ অধিনায়কই। ট্রফির সাথে পাঁচজনকেই পোজ দিতে দেখা যায়। টস’ও মিটে গিয়েছিলো নির্বিঘ্নেই। গুজরাত জায়ান্টস (GGT) অধিনায়ক বেথ মুনি (Beth Mooney) টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। সমস্যার সূত্রপাত খেলা শুরুর পূর্বে জাতীয় সঙ্গীত চলার সময়।

ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটার’রা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন মাঠে। নিয়ম মেনে চালানো হয়েছিলো ভারতের জাতীয় সঙ্গীত। গোটা স্টেডিয়ামের সকলেই উঠে দাঁড়িয়েছিলেন জাতীয় সঙ্গীতের সন্মানে। হাজার কন্ঠে জন-গণ-মন’র স্বর ছড়িয়ে পড়ছিলো আকাশে-বাতাসে। প্রটোকল বলে যে জাতীয় সঙ্গীত চলার সময় সাবধান ভঙ্গীতে দাঁড়াতে হয় সকলকে।

কিন্তু ক্যামেরা দুই দলের ক্রিকেটারদের ধরতেই দেখা যায়, নিয়ম মানেন নি গুজরাত (GGT) দলের এক অজি ক্রিকেটার। ঠিকভাবে না দাঁড়িয়ে তিনি হাতে হাত ঘষতে ব্যস্ত ছিলেন। জাতীয় সঙ্গীত চলাকালীন তাঁর এই অঙ্গভঙ্গি ভালো চোখে নেন নি দেশের ক্রিকেট অনুরাগী জনতা। এই জাতীয় কর্মকাণ্ড ভারতের জাতীয় সঙ্গীতের প্রতি অপমানজনক বলে মন্তব্য করেছেন তাঁরা। প্রথম ম্যাচেই এই অপ্রীতকর ঘটনা ঘটায় রীতিমত বিরক্ত অনেকে। গণমাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

দেখে নিন ভিডিও-

WPL দেখতে দর্শকাসনে VIP অতিথিরা-

WPL 2023 | image: twitter
BCCI secretary Jay Shah and Maharashtra Deputy-CM Devendra Fadnavis are in the audience in the inaugural match of WPL

উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) উদ্বোধনী অনুষ্ঠান দেখতে মাঠে হাজির রয়েছেন ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ। সাথে রয়েছেন ভারতীয় বোর্ডের অন্যান্য কর্মকর্তারাও। নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের ভিআইপি বক্সে জয় শাহের পাশে বসে ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকেও।

দুই দলের প্রথম একাদশ-

গুজরাত জায়ান্টস-

বেথ মুনি (উইকেটরক্ষক/অধিনায়ক), সবভিনেনী মেঘনা, হরলীন দেওল, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, দয়ালন হেমলতা, জর্জিয়া ওয়্যারহ্যাম, স্নেহ রাণা, তনুজা কানওয়ার, মনিকা প্যাটেল, মানসী জোশি।

মুম্বই ইন্ডিয়ান্স-

হেইলি ম্যাথিউজ, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), ন্যাটালি স্কিভার-ব্রান্ট, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), এমিলিয়া কের, আমানজ্যোত কৌর, পূজা বস্ত্রকার, হুমাইরা কাজি, ইসি ওঙ্গ, জিন্তিমনি কলিতা, শাইকা ঈষাক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *