WPL 2023: আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে ভারতীয় ক্রিকেট। নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে পথচলা শুরু করতে চলেছে মহিলাদের ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট উইমেন্স প্রিমিয়ার লীগ বা সংক্ষেপে ডব্লু পি এল। ঠিক দেড় দশক আগে, অর্থাৎ ২০০৮ সালে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর হাত ধরে দিনের আলো দেখেছিলো আইপিএল।
বিশ্ব ক্রিকেটের মানচিত্রে গত কয়েক বছরে কুড়ি-বিশের ক্রিকেটের অবস্থান বদলে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ঠ ভূমিকা রয়েছে আইপিএলের। ক্রিকেটকে গ্ল্যামারের মোড়কে মুড়ে বিনোদনের এক দুর্দান্ত প্যাকেজ হিসেবে জনতার ড্রয়িংরুমে পৌঁছে দিয়েছে আইপিএল। পনেরো পেরিয়ে ষোলোতম মরসুম শুরুর আগেও তাই বিন্দুমাত্র কমে নি এর জৌলুস। অনুরাগীদের মধ্যে আবেদন কমার বদলে বেড়েছে উত্তরোত্তর।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
মেয়েদের ক্রিকেটকেও সেই একই পথে ধাবিত করবে উইমেন্স প্রিমিয়ার লীগ। এমনটাই আশা করছে বিশেষজ্ঞমহল। বিনোদনের ভাঁড়ারে যাতে বিন্দুমাত্র ঘাটতি না থাকে সে বিষয়ে চেষ্টার ত্রুটি রাখছে না বিসিসিআই’ও। এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যেম আজ WPL-এর ঢাকে কাঠি পড়তে চলেছে। বলিউড নায়কা থেকে নামজাদা র্যাপার, ক্রিকেট উৎসবে গা ভাসাতে উপস্থিত থাকছেন সকলেই।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
মেয়েদের ক্রিকেটে আলোর দিশারী WPL ?

প্রথম মরসুমে পাঁচ দল নিয়ে যাত্রা শুরু করছে উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL) । পুরুষদের আইপিএলের পাশাপাশি মহিলাদের ডব্লু পি এলেও দল নামাতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), দিল্লী ক্যাপিটালস (DC) এবং মুম্বই ইন্ডিয়ান্স (MI)। এছাড়া দেখা যাবে আদানী গোষ্ঠীর মালিকানাধীণ গুজরাত জায়ান্টস (GGT) এবং কেপ্রি গ্লোবাল গোষ্ঠীর হাতে থাকা ইউ পি ওয়ারিয়র্স’কে (UPW)।
আবির্ভাবেই জৌলুসের দিক থেকে চমকে দিয়েছে মেয়েদের এই ফ্র্যাঞ্চাইজি লীগ। গত ১৩ ফেব্রুয়ারী নিলামের টেবিলে রীতিমত অর্থের বৃষ্টি দেখা গিয়েছে। পছন্দের ক্রিকেটারদের দলে নিতে খরচ করা থেকে পিছপা হয় নি ফ্র্যাঞ্চাইজি মালিকেরা। এমনকি ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) যে অর্থ পেয়েছেন তা ছাড়িয়ে গিয়েছে পিএসএলের মত টুর্নামেন্টে বাবর আজমের (Babar Azam) মত মহাতারকার উপার্জনও। টুর্নামেন্ট যত গড়াবে বিনিয়োগের পরিমাণও ততটাই বাড়বে বলে আশা বিশেষজ্ঞদের।
আজ অর্থাৎ ৪ মার্চ শুরু হচ্ছে টুর্নামেন্ট। চলবে ২৬ মার্চ অবধি। ডি ওয়াই পাতিল এবং ব্র্যাবোর্ন স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে এই প্রতিযোগিতা আয়োজনের জন্য। মোট ২০টি লীগ ম্যাচের সাথে থাকছে একটি এলিমিনেটর ও ফাইনাল। প্রথম লীগ ম্যাচে আজ মুখোমুখি গুজরাত জায়ান্টস (GGT) এবং মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ২১ মার্চ শেষ লীগ ম্যাচ ইউ পি ওয়ারিয়র্স (UPW) ও দিল্লী ক্যাপিটালসের (DC) মধ্যে।
সাড়ম্বরে পথচলা শুরু করবে WPL-

ক্রিকেট ও বিনোদনের ফিউশান যে কতটা উপাদেয় হতে পারে তার নিদর্শন ক্রিকেট জনতা ইতিমধ্যেই পেয়েছেন আইপিএলের মাধ্যমে। সেই একই স্বাদ ডব্লু পি এলেও ক্রিকেটপ্রেমীদের দিতে চাইছে ভারতীয় বোর্ড। এর আগে আইপিএলের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করতে দেখা গিয়েছে পিটবুল (Pitbull), কেটি পেরি’র মত আন্তর্জাতিক তারকাদের। বিভিন্ন সময়ে পারফর্ম করেছেন রণবীর সিং, ক্যাটরিনা কাইফের মত বলিউড নায়ক-নায়িকারাও।
সেই একই গ্ল্যামার আর বিনোদনের ঝলকানি অপেক্ষা করে রয়েছে আজও। মুম্বই ইন্ডিয়ান্স (MI) বনাম গুজরাত জায়ান্টস (GGT) ম্যাচের আগে আজ মাঠে পারফর্ম করবেন দুই বলিউড নায়িকা কৃতি শ্যানন (Kriti Sanon) আর কিয়ারা আদবানী (Kiara Advani) । এছাড়াও র্যাপের জাদুতে ক্রিকেটজনতাকে মাতাতে উপস্থিত থাকবেন ক্যানাডিয়ান-পাঞ্জাবি র্যাপার এপি ধিঁলো’ও (AP Dhillon)।
A star ⭐ studded line-up
D.Y.Patil Stadium will be set for an evening of glitz and glamour 👌🏻
𝐃𝐨 𝐍𝐨𝐭 𝐌𝐢𝐬𝐬 the opening ceremony of #TATAWPL
Grab your tickets 🎫 now on https://t.co/c85eyk7GTA pic.twitter.com/2dj4L8USnP
— Women's Premier League (WPL) (@wplt20) March 1, 2023
জমজমাট অনুষ্ঠানের জন্য ম্যাচ শুরুর সময় আজ আধ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। প্রথমে সন্ধ্যে ৭:৩০ থেকে খেলা শুরুর কথা থাকলেও পরে তা পিছিয়ে রাত ৮টা করা হয়েছে।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur