WPL 2023: "একেই বলে ব্যাঘ্র বিক্রম..." WPL-এর আসর জমালেন হরমনপ্রীত কৌর, মুম্বই অধিনায়কের ব্যাটিং দেখে উৎফুল্ল নেটজনতা !! 1

WPL 2023: ভারতীয় ক্রিকেটের এক নয়া অধ্যায়ের সূচনা হলো আজ। পুরুষদের আইপিএলের ঠিক দেড় দশক পর পথচলা শুরু করলো মেয়েদের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ। যার পোশাকি নাম উইমেন্স প্রিমিয়ার লীগ বা সংক্ষেপে WPL। ঘোষণার পর থেকেই এই প্রতিযোগিতা নিয়ে আগ্রহ ছিলো আকাশছোঁয়া। নিলামপর্ব, দলগঠন সব মিটে গিয়েছিলো আগেই। কেবল প্রতীক্ষা ছিলো বাইশ গজে বল পড়ার। সেই অপেক্ষারও অবসান ঘটলো আজ।

এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ঢাকে কাঠি পড়লো ডব্লুপিএলের। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে গুজরাত জায়ান্টস (GGT) ও মুম্বই ইন্ডিয়ান্স (MI)। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত অধিনায়ক বেথ মুনি (Beth Mooney)। ব্যাটিং-এর আমন্ত্রণ জানান প্রতিপক্ষ মুম্বইকে। হেইলি ম্যাথিউজ (Hayley Matthews) এবং ইয়াস্তিকা ভাটিয়া’র (Yastika Bhatia) ওপেনিং জুটি বেশীদূর চলে নি আজ।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

শুরুতেই তনুজা কানওয়ারের বলে সাজঘরের পথ দেখেন ইয়াস্তিকা। এরপর হেইলি এবং ন্যাটালি স্কিভার-ব্রান্ট ফিরে যান। নিউজিল্যান্ডের এমিলিয়া কেরের (Amelia Kerr) সাথে জুটি গড়ে মুম্বইকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে গেলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। প্রথম ম্যাচে তাঁর ধুন্ধুমার ব্যাটিং দেখে মোহিত ক্রিকেটজনতা। সোশ্যাল মিডিয়ার দেওয়ার ভরেছে হরমনপ্রীত বন্দনায়।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

হরমনের আগুনে ব্যাটিং WPL-এ-

WPL 2023 | image: Twitter
Mumbai Indians’ skipper Harmanpreet Kaur played a phenomenal innings in the WPL opener

দিনকয়েক আগে দূর্ভাগ্যজনক ভাবে রান আউট না হলে হয়ত ভারতকে টি-২০ বিশ্বকাপটা দিতে পারতেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। কিন্তু সেইদিন ৩৪ বলে ৫২ করেই থামতে হয়েছিলো তাঁকে। আজ ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ফের একবার ব্যাটে ঝড় দেখা গেলো হরমনপ্রীতের। এবার ভারত নয়, বরং মুম্বই ইন্ডিয়ান্সের (MI) জার্সিতে।

অধিনায়োকচিত ইনিংস খেলে দলকে বিশাল রান স্কোরবোর্ডে তুলতে সাহায্য করলেন তিনি। একের পর এক দুর্দান্ত কভার ড্রাইভ, স্কোয়্যার কাটে মাঠে উপস্থিত দর্শকদের চোখের আরাম দিলেন আজ মুম্বই ইন্ডিয়ান্স (MI) অধিনায়ক। আগ্রাসী ব্যাটিং-এর জন্য তিনি বরাবরই বিখ্যাত। সেই আগ্রাসন আজ ভরপুর মাত্রায় দেখা গেলো WPL-এর উদ্বোধনী ম্যাচে। অ্যাশলি গার্ডনার (Ashleigh Gardner), স্নেহ রাণা (Sneh Rana) হোক বা তনুজা কানওয়ার, মারমুখী হরমনপ্রীত (Harmanpreet Kaur) রেয়াত করেন নি কাউকেই।

২০০’র বেশী স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেছেন তিনি। মাত্র ৩০ বলে করে ৬৫ রান। এর মধ্যে রয়েছে ১৪টি চার। অর্থাৎ ৫৬ রান তিনি কেবল বাউন্ডারি মেরে নিয়েছেন। এমন ব্যাটিং-কে অবিশ্বাস্য তকমা দিয়েছেন নেটিজেনরা। এই প্রতিযোগিতার প্রথম ম্যাচেই এক অবিস্মরণীয় ইনিংস খেলার জন্য মুম্বই ইন্ডিয়ান্স (MI) অধিনায়ককে শুভেচ্ছায় ভরিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। পুরুষদের আইপিএলের শুরুটা এক অসামান্য ইনিংস দিয়ে করেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম (Brendor McCullum)। আর মহিলাদের টি-২০ লীগের শুরুতেই সুর বেঁধে দিলেন হরমনপ্রীত।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

দেখে নিন ট্যুইটার চিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *