WPL 2023: গতকাল থেকে শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লীগ। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI আয়োজিত এই নয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতার প্রথম ম্যাচ থেকেই জমে উঠেছে। আজ অর্থাৎ রবিবার রয়েছে দুটি ম্যাচ। প্রথম খেলায় মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) ৬০ রানে হারিয়ে দিয়েছে দিল্লী ক্যাপিটালস (DC)। টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)।
দিল্লীর ওপেনার জুটির আক্রমণাত্মক ব্যাটিং-এর সামনে ম্যাচের গোড়া থেকেই দিশাহারা লাগছিলো বেঙ্গালুরুকে। ওপেনিং জুটিতে ১৬২ রান তোলে দিল্লী। অধিনায়ক মেগ ল্যানিং করেন ৭২ রান। আর ভারতীয় তারকা শেফালী ভার্মা (Shafali Verma) করেন ৮৪ রান। নির্ধারিত ২০ ওভারে ২২৩ রান তুলে ফেলে দিল্লী দল। জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং-এর চেষ্টা করে বেঙ্গালুরুও (RCB)। কিন্তু নিয়মিত উইকেট হারানোই তাদের জয়ের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
স্মৃতি মন্ধানা, এলিস পেরী, হেদার নাইট’রা ১৬৩ রানের বেশী এগোতে পারেন নি আজকের ম্যাচে। ২৯ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে রেকর্ড বইতে নাম তুলে নিলেন যুক্তরাষ্ট্রের তারা নরিস (Tara Norris)। ম্যাচের শেষে সাফল্যের রহস্য উদঘাটন করতে বলা হয়েছিলো দিল্লীর মারিজেন কাপ’কে (Marizanne Kapp)। ঘুরিয়ে প্রতিপক্ষকে কটাক্ষ করতে ছাড়লেন না দক্ষিণ আফ্রিকান তারকা।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
দিল্লীর জয়ে ভূমিকা রাখলেন মারিজেন কাপ-
আজকের ম্যাচে দিল্লী ইনিংসের দুর্দান্ত সূচনা করেছিলেন মেগ ল্যানিং (Meg Lanning) এবং শেফালী ভার্মা (Shafali Verma)। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক ল্যানিং উইমেন্স প্রিমিয়ার লীগের প্রথম ম্যাচে ১৪টি চারের সাহায্যের করলেন ৭২ রান। একদিনে অভিজ্ঞ ল্যানিং-এর ব্যাটে যখন শিল্পঈর তুলি টান দেখা গেলো, তখন অপরপ্রান্তে পাওয়ার হিটিং-এর দুরন্ত নিদর্শন দেখালেন ভারতের শেফালী ভার্মা (Shafali Verma)। ১০টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৮৪ রান করলেন তিনি। ১৬২ রানের জুটি গড়ার পর একই ওভারে সাজঘরে ফেরেন দু’জনে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অলরাউন্ডার হেদার নাইট ইনিংসের ১৫তম ওভারে ফিরিয়ে দেন দু’জনকে। উইকেটে থিতু হয়ে যাওয়া দুই ব্যাটারকে হারিয়েও রান তোলার অ্যাক্সিলেরেটর থেকে পায়ের চাপ সরায় নি দিল্লী ক্যাপিটালস দল।
মারিজেন কাপ (Marizanne Kapp) এবং জেমাইমা রড্রিগেজের (Jemimah Rodrigues) ব্যাটে ভর করে ২০ ওভারে ২২৩ রানে পৌঁছে যায় তারা। জেমাইমা ১৫ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। ঝোড়ো ইনিংস খেলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন প্রোটিয়া অলরাউন্ডার। ২৩০-এর স্ট্রাইক রেট নিয়ে মাত্র ১৭ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন তিনি। মারেন তিনটি চার এবনং তিনটি ছক্কা।
স্মৃতিদের কটাক্ষ করলেন মারিজেন ?
৬০ রানে জয় পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত দিল্লী দল। অধিনায়ক মেগ ল্যানিং (Meg Lanning) সতীর্থদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL) প্রতিযোগিতারও প্রশংসা করেছেন। সাক্ষাৎকারে জয়ের রহস্য ফাঁস করলেন মারিজেন কাপ (Marizanne Kapp)। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার বলেন, “অলরাউন্ডার হওয়ার একটা সুবিধা আছে। বল হাতে সুবিধা করতে না পারলে ব্যাট করে পুষিয়ে দেওয়া যায়। গত টি-২০ বিশ্বকাপে আমি হয়ত মোট ৫০ রান করেছিলাম। আজ বেশ কয়েকটা বড় শট খেলে বেশ ভালো লাগছে।” ব্যাটে-বলে মুখ থুবড়ে পড়া রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB) দলের দিকেই কি কটাক্ষের বান ছুঁড়েছেন তিনি? সাক্ষাৎকারের পর উঠছে প্রশ্ন।
শেফালী ও মেগ ল্যানিং-এর দুর্ধর্ষ পার্টনারশিপকে কুর্ণিশ জানাচ্ছে ক্রিকেটবিশ্ব। বাদ যান নি মারিজেন’ও (Marizanne Kapp)। তিনি বলেন, “আমাদের ওপেনিং জুটি কৃতিত্বের দাবী রাখে। ওদের জন্যই সবকিছু অনেকটা সহজ হয়ে গিয়েছিলো। ওরা সত্যিই ভালো খেলেছে।” মহিলা ক্রিকেটের কিংবদন্তী অধিনায়ক মেগ ল্যানিং-এর নেতৃত্বে খেলা প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন বলে জানিয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার। বলেন, “এটা মেগ (ল্যানিং)-এর নেতৃত্বে আমার খেলা প্রথম ম্যাচ ছিলো। ওর থেকে আশা করছি কিছু জিনিস শিখতে পারবো।”
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur