WPL 2023: থামানো যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সকে, গুজরাত’কে গুঁড়িয়ে পরপর পাঁচটি জয় ছিনিয়ে নিলো হরমনপ্রীতের দল !! 1
MUMBAI INDIANS

WPL 2023: দ্বিতীয় সপ্তাহে পা দিয়েছে উইমেন্স প্রিমিয়ার লীগ। প্রতিটি দল অন্তত একবার একে অপরের বিরুদ্ধে খেলে নিয়েছে। এখন চলছে দ্বিতীয় পর্বের খেলা। গত ৪ মার্চ মুম্বই বনাম গুজরাত ম্যাচ দিয়েই এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টের শুভারম্ভ হয়েছিলো। আজ দ্বিতীয় পর্বের খেলায় ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো দুই দল।

প্রথম চারটি ম্যাচে মাত্র একটি ম্যাচেই জিতেছিলো গুজরাত (GGT)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’কে (RCB) হারিয়েছিলো ১১ রানে। বাকি তিন ম্যাচের পরাজয়ের ক্ষতে প্রলেপ দিতে আজকে জিততে চেয়েছিলেন স্নেহ রানা’রা (Sneh Rana)। কিন্তু লীগ টেবিলের শীর্ষস্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এঁটে উঠতে পারলেন না তারা। টসের কয়েন কিন্তু পড়েছিলো গুজরাতের পক্ষেই। প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন অধিনায়ক রানা। ব্র্যাবোর্ন মাঠ থেকে আরব সাগরের দূরত্ব বেশী নয়। ব্যাটারদের ব্যর্থতায় আরও একবার গুজরাতের (GGT) জয়ের স্বপ্ন তলিয়ে গেলো সেই আরব সাগরেই।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023 

ইতিমধ্যেই টুর্নামেন্টের ফেভারিট হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স (MIW)। গতকাল ৮ পয়েন্টে পৌঁছে হরমনপ্রীতদের (Harmanpreet Kaur)ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলো দিল্লী (DCW)। আজ টানা পঞ্চম ম্যাচ জিতে লীগ টেবিলে এক এবং দুইয়ের মাঝে ফের খানিকটা ব্যবধান তৈরী করে নিলেন সাইকা, ইয়াস্তিকা’রা। ব্যাটিং-এ আজ চেনা ছন্দ দেখা যায় নি। কিন্তু বোলিং দিয়েই গুজরাতের দৈত্যদের বোতলবন্দী করে নিলো মুম্বই। উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) পঞ্চম ম্যাচের পরেও হারের কলামে শূন্যই লেখা রইলো তাদের। ৫৫ রানে ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করে ফেললো মুম্বই ইন্ডিয়ান্স।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

হরমনপ্রীতের ব্যাটে আজও রানের রোশনাই-

HArmanpreet Kaur | WPL 2023 | image: twitter
MIW skipper Harmanpreet Kaur scored yet another half-century in WPL 2023

উইমেন্স প্রিমিয়ার লীগের প্রথম চার ম্যাচে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেন নি মুম্বই ইন্ডিয়ান্স (MIW) ক্রিকেটাররা। ব্যাটিং হোক বা বোলিং-ক্রিকেটের সব বিভাগেই আধিপত্য রেখে টানা জয় তুলে নিয়েছে হরমনপ্রীতের দল। গুজরাতের (GGT) বিরুদ্ধে ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলেছিলো তারা। সেদিন দুশোর গণ্ডী পার করিয়েছিলেন ব্যাটার’রা। আজ অবশ্য অত রান উঠলো না ব্র্যাবোর্নে। প্রথমে ব্যাট করে তারা তুললো ১৬২ রান।

‘ল অফ অ্যাভারেজ’-এর শিকার হতে দেখা গেলো হেইলি ম্যাথিউজকে (Hayley Matthews)। প্রথম কয়েকটি ম্যাচে ধারাবাহিক সাফল্য এসেছিলো তাঁর ব্যাটে। আজ অবশ্য খাতাই খুলতে পারলেন না তিনি। ৩ বল খেলে অ্যাশলি গার্ডনারের (Ashleigh Gardner) শিকার হলেন তিনি। হেইলি ফিরলেও আরেক ওপেনার ইয়াস্তিকা ভাটিয়াকে (Yastika Bhatia) কিন্তু চেনা ছন্দেই দেখা গেলো আজ। ন্যাট সিভার-ব্রান্টকে (Natalie Sciver-Brunt) সঙ্গী করে মুম্বই ইনিংসকে লঞ্চপ্যাড দিলেন তিনিই। ইংল্যান্ডের অলরাউন্ডার ফেরেন ৩৩ বলে ৩৫ রান করে। আজ গুজরাত জায়ান্টসের (GGT) বিপক্ষে ইয়াস্তিকার ব্যাট থেকে এলো ৩৭ বলে ৪৪ রানের ইনিংস। মারলেন ৫টি চার এবং ১টি ছক্কা। দুর্ভাগ্যজনকভাবে রান-আউট না হলে অবশ্য আরও বড় রান করতে পারতেন তিনি।

ইয়াস্তিকা ফিরলেও লড়াই ছাড়েন নি অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpret Kaur)। সাম্প্রতিককালে দুরন্ত ছন্দে ব্যাট করছেন তিনি। ফর্ম ধরে রাখলেন আজও। গুজরাতের (GGT) বিপক্ষে অর্ধ-শতরান দিয়ে টুর্নামেন্ত শুরু করেছিলেন। দ্বিতীয় পর্বের ম্যাচেও হাফ-সেঞ্চুরি এলো তাঁর থেকে। ৩০ বলে ১৭০ স্ট্রাইক রেট-সহ ৫১ রান করলেন হরমনপ্রীত (Harmanpreet Kaur)। মারলেন ৭টি চার এবং ২টি ছক্কা। তবে আজকের ম্যাচে লোয়ার অর্ডারের ব্যাটিং পারফর্ম্যান্স নিয়ে নিশ্চয়ই চিন্তার ভাঁজ পড়বে শার্লট এডওয়ার্ডস, ঝুলন গোস্বামীদের (Jhulan Goswami) কপালে। শেষের পাঁচজন মিলে যোগ করলেন মাত্র ৫ রান। টুর্নামেন্টের নক-আউট পর্ব বেশী দূরে নয়। আজকের ম্যাচ ছন্দে থাকা মুম্বইয়ের ছোটোখাটো কিছু ফাঁক-ফোকর সামনে এনে দিলো।

ব্যাটিং ব্যর্থতা ফের ডোবালো গুজরাত’কে-

Harleen Deol | WPL 2023 | image: twitter
Gujarat Giants batters once again failed to deliver against MIW

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের (MIW) বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলো গুজরাত জায়ান্টস (GGT)। হরমনপ্রীতদের ২০৭ রানের জবাবে মাত্র ৬৩ রানে গুটিয়ে গিয়েছিলো তাদের ইনিংস। মুম্বইয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতার ছবিটাই বজায় রইলো। নবাগতা লরা উলভার্টকে (Laura Wolvaardt) গত ম্যাচে খেলিয়েছিলো গুজরাত (GGT)। রান পান নি তিনি। আজ তাঁকে বাইরে রেখে ফেরানো হয়েছিলো সোফিয়া ডাঙ্কলিকে (Sophia Dunkley)। ইনিংসের প্রথম বলেই উইকেট খোয়ালেন তিনি। ন্যাটালি সিভার-ব্রান্টের (Natalie Sciver-Brunt) বলে গোল্ডেন ডাক করে সাজঘরের পথ ধরেন ডাঙ্কলি।

আজও ব্যর্থ সাবভিনেনী মেঘনা। ১৭ বলে ১৬ রান করে হেইলি ম্যাথিউজের (Hayley Matthews) বলে উইকেট খোয়ালেন তিনি। বল হাতে তিন উইকেট নিয়েছিলেন অ্যাশলি গার্ডনার। কিন্তু ব্যাটিং-এ আজ হতাশ করলেন তিনি। ১০ বলে ৮ এর বেশী এগোলো না তাঁর ইনিংস। প্রথম ম্যাচটি বাদ দিলে গুজরাত ব্যাটিং-এ ধারাবাহিকতা দেখিয়েছেন হরলীন দেওল (Harleen Deol)। আজকের ম্যাচেও লড়াইয়ের চেষ্টা দেখা গেলো তাঁর কাছ থেকেই। ২৩ বলে ২২ করলেন তিনি। ব্যাটিং-এ খাতা খুলতে না পারলেও বল হাতে ৩ উইকেট নিয়ে মুম্বইয়ের জয়ে যোগদান রাখলেন হেইলি।

বল হাতে সাফল্য পেলেন এমিলিয়া কের’ও (Amelia Kerr)। অ্যাশলি গার্ডনার এবং দয়ালন হেমলতাকে ফেরান কিউই অলরাউন্ডার। অলরাউন্ডার ন্যাটলি সিভার-ব্রান্টও (Natalie Sciver-Brunt) আজ নবি মুম্বইতে আলো ছড়ালেন। চার ওভার হাত ঘুরিয়ে ২১ রানের বিনিময়ে ৩ উইকেট নিলেন তিনি। নির্ধারিত ২০ ওভারের শেষে ৯ উইকেট হারয়ে ১০৭ রান করতে পারে গুজরাত (GGT)। পরপর পাঁচ ম্যাচ জিতে বর্তমানে মুম্বইয়ের পয়েন্ট ১০। এলিমিনেটর নয়,সরাসরি ফাইনাল খেলাকেই এখন পাখির চোখ করছে তারা।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *